ETV Bharat / international

ইউক্রেন-সংকট কাটাতে সাহায্যের চেষ্টার জন্য মোদিকে ধন্যবাদ পুতিনের - Putin Thanks PM Modi

Putin Thanks PM Modi: দু’দিনের রাশিয়া সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার তিনি মস্কোতে পৌঁছেছেন ৷ মঙ্গলবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ৷ পুতিন মোদিকে ধন্যবাদ দিয়েছেন ইউক্রেন-সংকট কাটাতে সাহায্য করার চেষ্টার জন্য ৷

Putin Thanks PM Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক (ছবি - নয়াদিল্লির রাশিয়ান দূতাবাস)
author img

By PTI

Published : Jul 9, 2024, 8:01 PM IST

মস্কো, 9 জুলাই: ইউক্রেন সংকট নিয়ে শান্তিপূর্ণ সমাধান খুঁজতে সাহায্য় করার চেষ্টার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মঙ্গলবার ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ তিনি বলেন, "আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোযোগ দিয়েছেন ৷ বিশেষ করে প্রাথমিকভাবে শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংকট সমাধানের উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন ।’’

পুতিনকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছেন রাশিয়ার সরকারি সংবাদসংস্থা টাস ৷ ওই সংবাদসংস্থা আরও জানিয়েছে যে ক্রেমলিনে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময়ই পুতিন এই কথা বলেছেন ৷ টিভিতে সম্প্রচারিত হওয়া বক্তব্যে মোদিও জানিয়েছেন যে ভারত শান্তির পক্ষে এবং ইউক্রেন সংকটের সমাধান খুঁজতে সাহায্য করতে প্রস্তুত ৷ এই কথা মোদি শুধু পুতিনকে বলেননি, বরং মস্কো থেকে সারা বিশ্বকে জানিয়েছেন ৷

প্রধানমন্ত্রী মোদি বলেছেন, "নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, শান্তি সবচেয়ে প্রয়োজনীয়... বোমা, বন্দুক ও বুলেটের মাধ্যমে শান্তি আলোচনা সফল হয় না ।" তিনি সোমবার পুতিনের সঙ্গে হওয়া বৈঠকের কথাও উল্লেখ করেন মোদি ৷ তিনি জানান, রাশিয়ার প্রেসিডেন্টের কথায় তিনি আশার আলো দেখতে পেয়েছেন ৷ তিনি বলেন, "মানবতায় বিশ্বাসী সবাই কষ্ট পান প্রাণহানি হলে । তার মধ্যেও যদি নিষ্পাপ শিশুদের হত্যা করা হয়, যদি নিষ্পাপ শিশুরা মারা যায়, তা হৃদয়বিদারক এবং অত্যন্ত বেদনাদায়ক ।"

টাস জানিয়েছে, পুতিন জানিয়েছেন যে আন্তর্জাতিক স্তরে ভারত ও রাশিয়া ঘনিষ্ঠভাবে কাজ করছে ৷ রাষ্ট্রসংঘ, এসসিও এবং ব্রিকসে এই সহযোগিতা রয়েছে বলে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন ৷ সোমবার ঘরোয়া পরিবেশে যে বৈঠক হয়েছিল, সেখানে প্রায় সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে ৷ উল্লেখ্য, সোমবার মস্কোর বাইরে পুতিন তাঁর বাসভবন নভো-ওগারইয়োভোতে দীর্ঘক্ষণ বৈঠক করেন মোদির সঙ্গে ৷

এছাড়া ভারতের সঙ্গে রাশিয়ার কৌশলগত অংশীদারিত্বের বিষয় নিয়েই সন্তোষপ্রকাশ করেছেন পুতিন ৷ ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য সম্পর্কে উত্তোরত্তর বৃদ্ধিও ইতিবাচক বলে উল্লেখ করেছেন তিনি ৷ অক্টোবরে রাশিয়ার শহর কাজানে ব্রিকস সামিট হবে ৷ রাশিয়ার পৌরহিত্যে হবে এবারের সম্মেলন ৷ এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন ৷ ব্রিকস-এর সজস্য় দেশগুলি হল - ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা ৷ নতুন সদস্য হিসেবে ওই গোষ্ঠীতে যুক্ত করা হয়েছে সৌদী আরব, ইরান, ইথিওপিয়া, মিশর, আর্জেন্টিনা ও সংযুক্ত আরব আমিরশাহীকে ৷

এদিকে মোদি শান্তির কথা বললেও, তা ন্যাটো কতটা মানতে চাইবে, সেই নিয়ে সন্দিহান রাশিয়া ৷ সেই কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ ৷ শট নামে একটি টেলিগ্রাম চ্যানেলে তিনি এই কথা জানিয়েছেন ৷ তিনি আরও জানিয়েছেন, এই নিয়ে ন্যাটোর কী অবস্থান, সেদিকে তাঁরা নজর রেখেছেন ৷

মস্কো, 9 জুলাই: ইউক্রেন সংকট নিয়ে শান্তিপূর্ণ সমাধান খুঁজতে সাহায্য় করার চেষ্টার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মঙ্গলবার ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ তিনি বলেন, "আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোযোগ দিয়েছেন ৷ বিশেষ করে প্রাথমিকভাবে শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংকট সমাধানের উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন ।’’

পুতিনকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছেন রাশিয়ার সরকারি সংবাদসংস্থা টাস ৷ ওই সংবাদসংস্থা আরও জানিয়েছে যে ক্রেমলিনে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময়ই পুতিন এই কথা বলেছেন ৷ টিভিতে সম্প্রচারিত হওয়া বক্তব্যে মোদিও জানিয়েছেন যে ভারত শান্তির পক্ষে এবং ইউক্রেন সংকটের সমাধান খুঁজতে সাহায্য করতে প্রস্তুত ৷ এই কথা মোদি শুধু পুতিনকে বলেননি, বরং মস্কো থেকে সারা বিশ্বকে জানিয়েছেন ৷

প্রধানমন্ত্রী মোদি বলেছেন, "নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, শান্তি সবচেয়ে প্রয়োজনীয়... বোমা, বন্দুক ও বুলেটের মাধ্যমে শান্তি আলোচনা সফল হয় না ।" তিনি সোমবার পুতিনের সঙ্গে হওয়া বৈঠকের কথাও উল্লেখ করেন মোদি ৷ তিনি জানান, রাশিয়ার প্রেসিডেন্টের কথায় তিনি আশার আলো দেখতে পেয়েছেন ৷ তিনি বলেন, "মানবতায় বিশ্বাসী সবাই কষ্ট পান প্রাণহানি হলে । তার মধ্যেও যদি নিষ্পাপ শিশুদের হত্যা করা হয়, যদি নিষ্পাপ শিশুরা মারা যায়, তা হৃদয়বিদারক এবং অত্যন্ত বেদনাদায়ক ।"

টাস জানিয়েছে, পুতিন জানিয়েছেন যে আন্তর্জাতিক স্তরে ভারত ও রাশিয়া ঘনিষ্ঠভাবে কাজ করছে ৷ রাষ্ট্রসংঘ, এসসিও এবং ব্রিকসে এই সহযোগিতা রয়েছে বলে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন ৷ সোমবার ঘরোয়া পরিবেশে যে বৈঠক হয়েছিল, সেখানে প্রায় সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে ৷ উল্লেখ্য, সোমবার মস্কোর বাইরে পুতিন তাঁর বাসভবন নভো-ওগারইয়োভোতে দীর্ঘক্ষণ বৈঠক করেন মোদির সঙ্গে ৷

এছাড়া ভারতের সঙ্গে রাশিয়ার কৌশলগত অংশীদারিত্বের বিষয় নিয়েই সন্তোষপ্রকাশ করেছেন পুতিন ৷ ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য সম্পর্কে উত্তোরত্তর বৃদ্ধিও ইতিবাচক বলে উল্লেখ করেছেন তিনি ৷ অক্টোবরে রাশিয়ার শহর কাজানে ব্রিকস সামিট হবে ৷ রাশিয়ার পৌরহিত্যে হবে এবারের সম্মেলন ৷ এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন ৷ ব্রিকস-এর সজস্য় দেশগুলি হল - ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা ৷ নতুন সদস্য হিসেবে ওই গোষ্ঠীতে যুক্ত করা হয়েছে সৌদী আরব, ইরান, ইথিওপিয়া, মিশর, আর্জেন্টিনা ও সংযুক্ত আরব আমিরশাহীকে ৷

এদিকে মোদি শান্তির কথা বললেও, তা ন্যাটো কতটা মানতে চাইবে, সেই নিয়ে সন্দিহান রাশিয়া ৷ সেই কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ ৷ শট নামে একটি টেলিগ্রাম চ্যানেলে তিনি এই কথা জানিয়েছেন ৷ তিনি আরও জানিয়েছেন, এই নিয়ে ন্যাটোর কী অবস্থান, সেদিকে তাঁরা নজর রেখেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.