ETV Bharat / international

ক্রোকাস সিটিতে হামলায় জড়িত 11 জনকে আটক করল রুশ গোয়েন্দা সংস্থা - terrorist attack Crocus City Hall - TERRORIST ATTACK CROCUS CITY HALL

Terrorist Attack on Crocus City Hall: রাশিয়ার নিরাপত্তা পরিষেবা সংস্থায় (এফএসবি) প্রধান আলেকজান্ডার বোর্টনিকভ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন, ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে 11 জনকে আপাতত আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ANI

Published : Mar 23, 2024, 5:01 PM IST

মস্কো, 23 মার্চ: ক্রোকাস সিটি হলে সন্ত্রাসবাদী হামলায় জড়িত থাকার অভিযোগে 11 জনকে আটক করল রাশিয়ার গোয়েন্দা সংস্থা ৷ এর মধ্যে চার জন সন্ত্রাসবাদী রয়েছে বলেও তারা দাবি করেছে ৷ রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)-কে উদ্ধৃত করে এমনই রিপোর্ট প্রকাশ্যে এনেছে সে দেশের সংবাদ সংস্থা ৷ শনিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থার লাগাতার অভিযানে ফলে ক্রোকাস সিটি হলে সন্ত্রাসবাদী হামলায় সরাসরি অংশগ্রহণকারী চার সন্ত্রাসবাদী-সহ মোট 11 জনকে আটক করা হয়েছে ৷ সন্ত্রাসবাদী হানায় মদতকারীদের সনাক্ত করতে এবং হামলার সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে তদন্ত করছে সে দেশের গোয়েন্দা সংস্থা ৷

রাশিয়ার নিরাপত্তা পরিষেবা (এফএসবি) সংস্থার প্রধান আলেকজান্ডার বোর্টনিকভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন, ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে 11 জনকে আপাতত আটক করা হয়েছে। রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যমের খবর অনুসারে, শুক্রবার মস্কোর কাছে ক্রোকাস কমপ্লেক্সে হামলার ঘটনায় এদের আটক করা হয়েছে। ক্রেমলিনের তরফে জানিয়েছে, আটকদের মধ্যে ক্রোকাসে সন্ত্রাসী হামলার সঙ্গে সরাসরি জড়িত চারজন সন্ত্রাসীও রয়েছে ৷ অন্যদিকে, রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন এবং রাশিয়ান ফেডারেশনের জনগণ ও সরকারের প্রতি সমবেদনাও জানিয়েছেন ৷ রাষ্ট্র সংঘের ডেপুটি মুখপাত্র দ্বারা প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, মস্কোর বাইরে একটি কনসার্ট হলে সন্ত্রাসবাদী হামলার ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছেন মহাসচিব ৷ সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত 90 জনের মৃত্যু হয়েছে ৷ আহত প্রায় দেড়শো।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, মহাসচিব শোকসন্তপ্ত পরিবার ও জনগণ এবং রাশিয়ান ফেডারেশন সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মহাসচিব আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একজন সন্ত্রাসী শুক্রবার (স্থানীয় সময়) সন্ধ্যায় মস্কোর অদূরে ক্রাসনোগর্স্ক শহরের ক্রোকাস সিটি হল মিউজিক ভেন্যুতে হামলা চালায়। অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা অ্যাসল্ট রাইফেল থেকে গুলি চালায়। ভবনটিতে বিস্ফোরণও ঘটে ৷ যার জেরে আগুন লেগে যায় ভবনে ৷ মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন আগামী দুই দিনের মধ্যে রাজধানীতে সমস্ত ইভেন্ট বাতিল করেছেন ৷ অন্যান্য রাশিয়ান অঞ্চলগুলিও তা অনুসরণ করছে বলে খবর ৷ অন্যদিকে, ক্রোকাস সিটি কমপ্লেক্সে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 93 ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও অনুমান করা হচ্ছে ৷

প্রাথমিক তথ্য অনুসারে, মৃত্যুর কারণ গুলি ছোড়ার ঘটনা এবং দাহ্য পদার্থ ৷ কনসার্ট হলের প্রাঙ্গণ পরিদর্শনের পর প্রাথমিক রিপোর্টে দেখা গিয়েছে, সন্ত্রাসবাদীরা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেছিল আক্রমণের সময় ৷ যে গোলাবারুদগুলি সন্ত্রাসবাদীরা রেখে গিয়েছিল, তদন্তকারীরা তা বাজেয়াপ্ত করেছে ৷ ব্যালিস্টিক, জেনেটিক এবং ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা হচ্ছে। শনিবার ঘটনার পর মস্কোর গভর্নর আন্দ্রে ভোরোবিভ জানান, মস্কো এবং মস্কো ওব্লাস্টের হাসপাতালে এখনও পাঁচ শিশু-সহ 115 জন আহত ভর্তি রয়েছেন। কনসার্ট হলের ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। (এএনআই)

মস্কো, 23 মার্চ: ক্রোকাস সিটি হলে সন্ত্রাসবাদী হামলায় জড়িত থাকার অভিযোগে 11 জনকে আটক করল রাশিয়ার গোয়েন্দা সংস্থা ৷ এর মধ্যে চার জন সন্ত্রাসবাদী রয়েছে বলেও তারা দাবি করেছে ৷ রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)-কে উদ্ধৃত করে এমনই রিপোর্ট প্রকাশ্যে এনেছে সে দেশের সংবাদ সংস্থা ৷ শনিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থার লাগাতার অভিযানে ফলে ক্রোকাস সিটি হলে সন্ত্রাসবাদী হামলায় সরাসরি অংশগ্রহণকারী চার সন্ত্রাসবাদী-সহ মোট 11 জনকে আটক করা হয়েছে ৷ সন্ত্রাসবাদী হানায় মদতকারীদের সনাক্ত করতে এবং হামলার সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে তদন্ত করছে সে দেশের গোয়েন্দা সংস্থা ৷

রাশিয়ার নিরাপত্তা পরিষেবা (এফএসবি) সংস্থার প্রধান আলেকজান্ডার বোর্টনিকভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন, ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে 11 জনকে আপাতত আটক করা হয়েছে। রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যমের খবর অনুসারে, শুক্রবার মস্কোর কাছে ক্রোকাস কমপ্লেক্সে হামলার ঘটনায় এদের আটক করা হয়েছে। ক্রেমলিনের তরফে জানিয়েছে, আটকদের মধ্যে ক্রোকাসে সন্ত্রাসী হামলার সঙ্গে সরাসরি জড়িত চারজন সন্ত্রাসীও রয়েছে ৷ অন্যদিকে, রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন এবং রাশিয়ান ফেডারেশনের জনগণ ও সরকারের প্রতি সমবেদনাও জানিয়েছেন ৷ রাষ্ট্র সংঘের ডেপুটি মুখপাত্র দ্বারা প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, মস্কোর বাইরে একটি কনসার্ট হলে সন্ত্রাসবাদী হামলার ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছেন মহাসচিব ৷ সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত 90 জনের মৃত্যু হয়েছে ৷ আহত প্রায় দেড়শো।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, মহাসচিব শোকসন্তপ্ত পরিবার ও জনগণ এবং রাশিয়ান ফেডারেশন সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মহাসচিব আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একজন সন্ত্রাসী শুক্রবার (স্থানীয় সময়) সন্ধ্যায় মস্কোর অদূরে ক্রাসনোগর্স্ক শহরের ক্রোকাস সিটি হল মিউজিক ভেন্যুতে হামলা চালায়। অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা অ্যাসল্ট রাইফেল থেকে গুলি চালায়। ভবনটিতে বিস্ফোরণও ঘটে ৷ যার জেরে আগুন লেগে যায় ভবনে ৷ মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন আগামী দুই দিনের মধ্যে রাজধানীতে সমস্ত ইভেন্ট বাতিল করেছেন ৷ অন্যান্য রাশিয়ান অঞ্চলগুলিও তা অনুসরণ করছে বলে খবর ৷ অন্যদিকে, ক্রোকাস সিটি কমপ্লেক্সে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 93 ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও অনুমান করা হচ্ছে ৷

প্রাথমিক তথ্য অনুসারে, মৃত্যুর কারণ গুলি ছোড়ার ঘটনা এবং দাহ্য পদার্থ ৷ কনসার্ট হলের প্রাঙ্গণ পরিদর্শনের পর প্রাথমিক রিপোর্টে দেখা গিয়েছে, সন্ত্রাসবাদীরা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেছিল আক্রমণের সময় ৷ যে গোলাবারুদগুলি সন্ত্রাসবাদীরা রেখে গিয়েছিল, তদন্তকারীরা তা বাজেয়াপ্ত করেছে ৷ ব্যালিস্টিক, জেনেটিক এবং ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা হচ্ছে। শনিবার ঘটনার পর মস্কোর গভর্নর আন্দ্রে ভোরোবিভ জানান, মস্কো এবং মস্কো ওব্লাস্টের হাসপাতালে এখনও পাঁচ শিশু-সহ 115 জন আহত ভর্তি রয়েছেন। কনসার্ট হলের ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। (এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.