ETV Bharat / international

প্রধানমন্ত্রী মোদি ভালো বন্ধু! বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের নিন্দায় ট্রাম্প - DONALD TRUMP SAYS MODI GOOD FRIEND

নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার তুঙ্গে ৷ এবার বাংলাদেশের হিন্দুদের উপর হিংসার কড়া সমালোচনা করলেন ট্রাম্প ৷ ভারতের সঙ্গে সম্পর্কের কথাও উল্লেখ করলেন তিনি ৷

Donald Trump
নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্প (ছবি সৌজন্য: এপিটিএন)
author img

By PTI

Published : Nov 1, 2024, 4:36 PM IST

ওয়াশিংটন, 1 নভেম্বর: আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন 5 নভেম্বর ৷ তার আগে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়িত হিন্দুদের সুরক্ষার দাবিতে সরব হলেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৷ হিন্দু ছাড়া অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারেরও তীব্র নিন্দা করলেন তিনি ৷

সোশাল মিডিয়ায় দীপাবলির শুভেচ্ছা বার্তায় এই প্রথম বাংলাদেশের হিন্দুদের নিয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ৷ এই বার্তায় তিনি আমেরিকায় বসবাসকারী হিন্দুদের সুরক্ষার প্রতিশ্রুতিও দিয়েছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'ভালো বন্ধু' বলে অভিহিত করে ভারতের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার কথাও বলেছেন কমলা হ্যারিসের প্রতিদ্বন্দ্বী ৷

গত 5 অগস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর আবেদন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি-আমেরিকান-সহ অনেকে ৷ এই প্রসঙ্গের উত্থাপন করে ডোনাল্ড ট্রাম্প লেখেন, "বাংলাদেশে বসবাসকারী হিন্দু, খ্রিস্টান এবং অন্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর বর্বরোচিত ও হিংসাত্মক আক্রমণ হচ্ছে ৷ লুঠতরাজ চালাচ্ছে দুষ্কৃতীরা ৷ একটা বিশৃঙ্খলতা চলছে ৷ এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি আমি ৷"

এই পরিস্থিতির জন্য ট্রাম্প দায়ী করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেই ৷ তিনি লেখেন, "আমি থাকলে এরকমটা কখনও হত না ৷ কমলা এবং জো, আমেরিকা-সহ বিশ্বের তাবড় হিন্দুদের অবহেলা করেছেন ৷ ইজরায়েল থেকে ইউক্রেন এমনকী আমাদের দক্ষিণ সীমান্তে- সর্বত্র একটা বিপর্যয় চলছে ৷ কিন্তু আমরা আমেরিকাকে আবার শক্তিশালী করে তুলব। সেই শক্তি দিয়েই শান্তি ফিরিয়ে আনব ৷"

আমেরিকাকে শক্তিশালী করার পাশাপাশি দেশে বসবাসকারী হিন্দুদের রক্ষা করার বার্তাও দেন ট্রাম্প ৷ তিনি লেখেন, "চরম বাম মনোভাবাপন্নদের ধর্ম-বিরোধী এজেন্ডার বিরুদ্ধে আমরা আমেরিকার হিন্দুদের সুরক্ষা দেব ৷ আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়ব ৷ আমার প্রশাসনে আমরা ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ককে আরও শক্তিশালী করব । আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও আমাদের অংশীদারিত্ব বাড়বে ৷"

এরপরই তিনি প্রতিপক্ষ হ্যারিসকে কড়া আক্রমণ শানিয়ে দেশবাসীর উদ্দেশে লেখেন, "কমলা হ্যারিস বিরাট অঙ্কের কর এবং নিয়মের গেরোয় আপনাদের ছোট ছোট ব্যবসাগুলিকে ধ্বংস করে দেবেন ৷ আমি কিন্তু উল্টোটা করব ৷ আমি করে ছাড় দেব, নিয়মেও ৷ আমেরিকার শক্তিকে উন্মুক্ত করে ইতিহাসে সবচেয়ে বড় অর্থনীতি গড়ে তুলব ৷ তা হবে আগের থেকে আরও বড় এবং আগের থেকে আরও ভালো ৷ আমরা আমেরিকাকে ফের মহান করব ৷" সবশেষে ট্রাম্প লেখেন, "সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা ৷ আমি আশা করি, আলোর উৎসব অশুভকে নাশ করে শক্তির জয় করবে ৷"

ওয়াশিংটন, 1 নভেম্বর: আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন 5 নভেম্বর ৷ তার আগে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়িত হিন্দুদের সুরক্ষার দাবিতে সরব হলেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৷ হিন্দু ছাড়া অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারেরও তীব্র নিন্দা করলেন তিনি ৷

সোশাল মিডিয়ায় দীপাবলির শুভেচ্ছা বার্তায় এই প্রথম বাংলাদেশের হিন্দুদের নিয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ৷ এই বার্তায় তিনি আমেরিকায় বসবাসকারী হিন্দুদের সুরক্ষার প্রতিশ্রুতিও দিয়েছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'ভালো বন্ধু' বলে অভিহিত করে ভারতের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার কথাও বলেছেন কমলা হ্যারিসের প্রতিদ্বন্দ্বী ৷

গত 5 অগস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর আবেদন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি-আমেরিকান-সহ অনেকে ৷ এই প্রসঙ্গের উত্থাপন করে ডোনাল্ড ট্রাম্প লেখেন, "বাংলাদেশে বসবাসকারী হিন্দু, খ্রিস্টান এবং অন্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর বর্বরোচিত ও হিংসাত্মক আক্রমণ হচ্ছে ৷ লুঠতরাজ চালাচ্ছে দুষ্কৃতীরা ৷ একটা বিশৃঙ্খলতা চলছে ৷ এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি আমি ৷"

এই পরিস্থিতির জন্য ট্রাম্প দায়ী করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেই ৷ তিনি লেখেন, "আমি থাকলে এরকমটা কখনও হত না ৷ কমলা এবং জো, আমেরিকা-সহ বিশ্বের তাবড় হিন্দুদের অবহেলা করেছেন ৷ ইজরায়েল থেকে ইউক্রেন এমনকী আমাদের দক্ষিণ সীমান্তে- সর্বত্র একটা বিপর্যয় চলছে ৷ কিন্তু আমরা আমেরিকাকে আবার শক্তিশালী করে তুলব। সেই শক্তি দিয়েই শান্তি ফিরিয়ে আনব ৷"

আমেরিকাকে শক্তিশালী করার পাশাপাশি দেশে বসবাসকারী হিন্দুদের রক্ষা করার বার্তাও দেন ট্রাম্প ৷ তিনি লেখেন, "চরম বাম মনোভাবাপন্নদের ধর্ম-বিরোধী এজেন্ডার বিরুদ্ধে আমরা আমেরিকার হিন্দুদের সুরক্ষা দেব ৷ আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়ব ৷ আমার প্রশাসনে আমরা ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ককে আরও শক্তিশালী করব । আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও আমাদের অংশীদারিত্ব বাড়বে ৷"

এরপরই তিনি প্রতিপক্ষ হ্যারিসকে কড়া আক্রমণ শানিয়ে দেশবাসীর উদ্দেশে লেখেন, "কমলা হ্যারিস বিরাট অঙ্কের কর এবং নিয়মের গেরোয় আপনাদের ছোট ছোট ব্যবসাগুলিকে ধ্বংস করে দেবেন ৷ আমি কিন্তু উল্টোটা করব ৷ আমি করে ছাড় দেব, নিয়মেও ৷ আমেরিকার শক্তিকে উন্মুক্ত করে ইতিহাসে সবচেয়ে বড় অর্থনীতি গড়ে তুলব ৷ তা হবে আগের থেকে আরও বড় এবং আগের থেকে আরও ভালো ৷ আমরা আমেরিকাকে ফের মহান করব ৷" সবশেষে ট্রাম্প লেখেন, "সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা ৷ আমি আশা করি, আলোর উৎসব অশুভকে নাশ করে শক্তির জয় করবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.