ETV Bharat / international

বাংলাদেশের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন রেফাত আহমেদ - Bangladesh new chief justice - BANGLADESH NEW CHIEF JUSTICE

Bangladesh New Chief Justice: বাংলাদেশের নয়া প্রধান বিচারপতি পদে শপথ গ্রহণ করলেন সৈয়দ রেফাত আহমেদ ৷ রাষ্ট্রপতির সরকারি বাসভবনের দরবার হলে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন ।

ETV BHARAT
ইনসেটে রেফাত আহমেদ (ছবি: আইএএনএস)
author img

By PTI

Published : Aug 11, 2024, 3:10 PM IST

ঢাকা, 11 অগস্ট: বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ ৷ বিচার বিভাগের পুনর্গঠনের দাবিতে আন্দোলনকারীদের আল্টিমেটামের পর ওবায়দুল হাসান শীর্ষ আদালতের প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করার পরদিনই তাঁর জায়গায় এলেন নয়া প্রধান বিচারপতি ।

শেখ হাসিনার শাসনের পতনের পাঁচ দিন পর ব্যাপক বিক্ষোভের মধ্যেই শনিবার ওবায়দুল হাসান এবং সর্বোচ্চ আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেন । শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদকারীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জড়ো হয়ে আল্টিমেটাম দেন যে, বেলা একটার মধ্যে হাসান এবং আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগ করতে হবে । এরপরই নিজের পদ থেকে ইস্তফা দেন হাসান ৷

শনিবার স্থানীয় সময় বেলা পৌনে একটা নাগাদ রাষ্ট্রপতির সরকারি বাসভবনের দরবার হলে এক অনুষ্ঠানে সৈয়দ রেফাত আহমেদ নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বলে জানিয়েছে সে দেশের সংবাদ মাধ্যম ৷ প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন । শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদের সচিব মাহবুব হোসেন ।

হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৷ এদিনের অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন ।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শনিবার বিচারপতি আহমেদকে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেন । ছাত্র ও অন্যান্য আন্দোলনকারীদের নতুন করে শুরু করা বিক্ষোভের কারণে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল এবং বাংলা অ্যাকাডেমির ডিরেক্টর জেনারেল অধ্যাপক ড. মহম্মদ হারুণ-উর-রশিদ আসকারী-সহ বাংলাদেশের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা । (পিটিআই)

ঢাকা, 11 অগস্ট: বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ ৷ বিচার বিভাগের পুনর্গঠনের দাবিতে আন্দোলনকারীদের আল্টিমেটামের পর ওবায়দুল হাসান শীর্ষ আদালতের প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করার পরদিনই তাঁর জায়গায় এলেন নয়া প্রধান বিচারপতি ।

শেখ হাসিনার শাসনের পতনের পাঁচ দিন পর ব্যাপক বিক্ষোভের মধ্যেই শনিবার ওবায়দুল হাসান এবং সর্বোচ্চ আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেন । শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদকারীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জড়ো হয়ে আল্টিমেটাম দেন যে, বেলা একটার মধ্যে হাসান এবং আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগ করতে হবে । এরপরই নিজের পদ থেকে ইস্তফা দেন হাসান ৷

শনিবার স্থানীয় সময় বেলা পৌনে একটা নাগাদ রাষ্ট্রপতির সরকারি বাসভবনের দরবার হলে এক অনুষ্ঠানে সৈয়দ রেফাত আহমেদ নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বলে জানিয়েছে সে দেশের সংবাদ মাধ্যম ৷ প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন । শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদের সচিব মাহবুব হোসেন ।

হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৷ এদিনের অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন ।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শনিবার বিচারপতি আহমেদকে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেন । ছাত্র ও অন্যান্য আন্দোলনকারীদের নতুন করে শুরু করা বিক্ষোভের কারণে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল এবং বাংলা অ্যাকাডেমির ডিরেক্টর জেনারেল অধ্যাপক ড. মহম্মদ হারুণ-উর-রশিদ আসকারী-সহ বাংলাদেশের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা । (পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.