ETV Bharat / international

রাশিয়া থেকে ভারতে আসা জাহাজের উপর রকেট হামলা, অভিযোগ ইয়েমেনের হাউথিদের বিরুদ্ধে - HOUTHI MISSILES ATTACK - HOUTHI MISSILES ATTACK

Red Sea Attack: ইজরায়েল-হামাস যুদ্ধের জের ৷ রাশিয়া থেকে ভারতে আসা জাহাজের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেনের হাউথিরা ৷ ইজরায়েলের সঙ্গে সংঘাতে হামাসদের সমর্থন করছে তারা ৷

Missiles Attack
ভারতে আসা জাহাজের উপর ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের হাউথিদের
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 3:18 PM IST

জেরুজালেম, 27 এপ্রিল: ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যে লোহিত সাগরে জাহাজের উপর ক্ষেপণাস্ত্র হামলা ৷ ইয়েমেনের হাউথিরা শুক্রবার জাহাজ অ্যান্ড্রোমিডা স্টারের উপর এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে ৷ ক্ষতিগ্রস্ত জাহাজটি রাশিয়া প্রিমর্স্ক থেকে ভারতের ভাডিনার দিকে আসছিল বলে জানা গিয়েছে ৷

গাজায় যুদ্ধের সময় ইজরায়েলের বিরুদ্ধে মাসব্যাপী প্রচার চালায় ইয়েমেনের হাউথিরা ৷ সেই প্রচারের পরে সাম্প্রতিক সময়ে একের পর এক হামলা চালাচ্ছে ইয়েমেনের হাউথিরা ৷ ইজরায়েল-হামাস যুদ্ধে প্যালেস্তাইনকে সমর্থন করছে তারা ৷ প্রাইভেট সিকিউরিটি ফার্ম অ্যামব্রে বলেছে, তিনটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় ৷ ক্ষেপণাস্ত্রগুলি পানামা-পতাকাবাহী সেশেলস-রেজিস্টার ট্যাঙ্কারের মাধ্যমে মোচা থেকে হামলা চালিয়েছে ৷ হাউথিরা ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেনি ৷ যদিও সাধারণত তারা কোনও হামলার দায় স্বীকার করতে বেশ কিছুটা সময় নেয় ।

ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারও মোচা থেকে আক্রমণের কথা জানিয়েছে ৷ তারা বলেছে, একটি ক্ষেপণাস্ত্র জাহাজের কাছাকাছি পড়তে দেখা গিয়েছে এবং দ্বিতীয় আক্রমণটি জাহাজটিকে ক্ষতিগ্রস্ত করেছে । আক্রমণে ক্ষতিগ্রস্ত অ্যান্ড্রোমিডা স্টার কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি । ইউএস মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন অনুযায়ী, নভেম্বর থেকে হাউথিরা 50টিরও বেশি জাহাজের উপর হামলা চালিয়েছে ৷ একটি জাহাজ আটক করেছে এবং অন্য একটিকে ডুবিয়েছে ।

হামলার হুমকির কারণে লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যে জাহাজ চলাচল অনেকটাই কমে গিয়েছে ৷ এর ফলে সাম্প্রতিক সময়ে হাউথি হামলাও কমে গিয়েছে । মার্কিন সামরিক কর্মকর্তাদের অনুমান, হাউথিদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন অভিযানের ফলে এবং তার আগে ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে তাদের অস্ত্রভাণ্ডারে হয়তো টান পড়েছে । তাই তারা আগের তুলনায় কম হামলা চালাচ্ছে ৷

বুধবার থেকে অন্তত দুটি হামলা চালিয়েছে হাউথিরা, যার দায় স্বীকার করেছে তারা ৷ প্রথমটি আমেরিকার জাহাজ এমভি ইয়র্কটাউনকে টার্গেট করেছিল ৷ আরেকটি হামলায় এমএসসি ডারউইনকে টার্গেট করা হয় । হাউথিরা বলেছে যে, গাজায় ইজরায়েলের যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা তাদের হামলা চালিয়ে যাবে ৷

আরও পড়ুন:

  1. গাজায় সমুদ্রপথে সাহায্য পৌঁছে দিতে রাজি রাষ্ট্রসংঘ
  2. সিরিয়ার এয়ার ডিফেন্স ইউনিটে রকেট হামলা, ইজরায়েলের প্রত্যাঘাতে কাঁপছে ইরান
  3. ইরানের এয়ারস্ট্রাইকের জের, দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত ইজরায়েলের

জেরুজালেম, 27 এপ্রিল: ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যে লোহিত সাগরে জাহাজের উপর ক্ষেপণাস্ত্র হামলা ৷ ইয়েমেনের হাউথিরা শুক্রবার জাহাজ অ্যান্ড্রোমিডা স্টারের উপর এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে ৷ ক্ষতিগ্রস্ত জাহাজটি রাশিয়া প্রিমর্স্ক থেকে ভারতের ভাডিনার দিকে আসছিল বলে জানা গিয়েছে ৷

গাজায় যুদ্ধের সময় ইজরায়েলের বিরুদ্ধে মাসব্যাপী প্রচার চালায় ইয়েমেনের হাউথিরা ৷ সেই প্রচারের পরে সাম্প্রতিক সময়ে একের পর এক হামলা চালাচ্ছে ইয়েমেনের হাউথিরা ৷ ইজরায়েল-হামাস যুদ্ধে প্যালেস্তাইনকে সমর্থন করছে তারা ৷ প্রাইভেট সিকিউরিটি ফার্ম অ্যামব্রে বলেছে, তিনটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় ৷ ক্ষেপণাস্ত্রগুলি পানামা-পতাকাবাহী সেশেলস-রেজিস্টার ট্যাঙ্কারের মাধ্যমে মোচা থেকে হামলা চালিয়েছে ৷ হাউথিরা ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেনি ৷ যদিও সাধারণত তারা কোনও হামলার দায় স্বীকার করতে বেশ কিছুটা সময় নেয় ।

ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারও মোচা থেকে আক্রমণের কথা জানিয়েছে ৷ তারা বলেছে, একটি ক্ষেপণাস্ত্র জাহাজের কাছাকাছি পড়তে দেখা গিয়েছে এবং দ্বিতীয় আক্রমণটি জাহাজটিকে ক্ষতিগ্রস্ত করেছে । আক্রমণে ক্ষতিগ্রস্ত অ্যান্ড্রোমিডা স্টার কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি । ইউএস মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন অনুযায়ী, নভেম্বর থেকে হাউথিরা 50টিরও বেশি জাহাজের উপর হামলা চালিয়েছে ৷ একটি জাহাজ আটক করেছে এবং অন্য একটিকে ডুবিয়েছে ।

হামলার হুমকির কারণে লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যে জাহাজ চলাচল অনেকটাই কমে গিয়েছে ৷ এর ফলে সাম্প্রতিক সময়ে হাউথি হামলাও কমে গিয়েছে । মার্কিন সামরিক কর্মকর্তাদের অনুমান, হাউথিদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন অভিযানের ফলে এবং তার আগে ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে তাদের অস্ত্রভাণ্ডারে হয়তো টান পড়েছে । তাই তারা আগের তুলনায় কম হামলা চালাচ্ছে ৷

বুধবার থেকে অন্তত দুটি হামলা চালিয়েছে হাউথিরা, যার দায় স্বীকার করেছে তারা ৷ প্রথমটি আমেরিকার জাহাজ এমভি ইয়র্কটাউনকে টার্গেট করেছিল ৷ আরেকটি হামলায় এমএসসি ডারউইনকে টার্গেট করা হয় । হাউথিরা বলেছে যে, গাজায় ইজরায়েলের যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা তাদের হামলা চালিয়ে যাবে ৷

আরও পড়ুন:

  1. গাজায় সমুদ্রপথে সাহায্য পৌঁছে দিতে রাজি রাষ্ট্রসংঘ
  2. সিরিয়ার এয়ার ডিফেন্স ইউনিটে রকেট হামলা, ইজরায়েলের প্রত্যাঘাতে কাঁপছে ইরান
  3. ইরানের এয়ারস্ট্রাইকের জের, দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত ইজরায়েলের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.