ETV Bharat / international

এখন যুদ্ধের সময় নয়, অস্ট্রিয়া থেকে ফের বার্তা প্রধানমন্ত্রী মোদির - PM Narendra Modi - PM NARENDRA MODI

PM Narendra Modi: বুধবার অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মারের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বৈঠকের পর এই দুই রাষ্ট্রনেতা যৌথ সাংবাদিক বৈঠকও করেন ৷ সেখানে তিনি জানান যে এখন বিশ্বে যুদ্ধ করার মতো পরিস্থিতি নেই ৷

PM Narendra Modi
অস্ট্রিয়ায় প্রধানমন্ত্রী মোদি (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jul 10, 2024, 7:05 PM IST

ভিয়েনা, 10 জুলাই: যুদ্ধের বিরুদ্ধে আবারও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বললেন, ‘‘এখন যুদ্ধের সময় নয় ৷’’ বুধবার তিনি এই কথা বলেছেন অস্ট্রিয়া থেকে ৷ এ দিন তিনি ওই দেশের চ্যান্সেলর কার্ল নেহাম্মারের সঙ্গে বৈঠক করেন ৷ সেই বৈঠকে ইউক্রেন সংকট থেকে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় ৷ বৈঠকের পরই এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী ৷

তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর মোদির প্রথম বিদেশ সফর ছিল ইতালিতে ৷ সেখানে তিনি জি7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন ৷ তার পর সোমবার আবার তিনি নয়াদিল্লি থেকে বিদেশ সফরে বের হন ৷ তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর সেটাই তাঁর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর ছিল ৷ প্রথমে তিনি যান রাশিয়ায় ৷ মস্কোতে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৷ সেখানেও তিনি যুদ্ধের বিরুদ্ধে বার্তা দিয়েছিলেন ৷

রাশিয়া থেকে মঙ্গলবার অস্ট্রিয়ার উদ্দেশে রওনা দেন মোদি ৷ 41 বছর পর প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ভিয়েনাতে পা রাখলেন ৷ সেখানে গিয়েও আরও একবার যুদ্ধ-বিরোধী কথা শোনা গেল প্রধানমন্ত্রী মোদির মুখে ৷ পাশাপাশি তিনি ভিয়েনা ও নয়াদিল্লির মধ্যে এবারের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও জানিয়েছেন ৷

প্রধানমন্ত্রী মোদি ও অস্ট্রিয়ার চ্যান্সেলার কার্ল নেহাম্মার বৈঠকের যৌথ বিবৃতি দেন ৷ সেখানে মোদি বলেন, "আজ, চ্যান্সেলর নেহাম্মার এবং আমি একটি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেছি । আমরা আমাদের পারস্পরিক সহযোগিতাকে আরও জোরদার করার জন্য নতুন সম্ভাবনার ক্ষেত্রগুলি চিহ্নিত করেছি । আমরা আমাদের সম্পর্ককে একটি কৌশলগত দিকনির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি । আগামী দশকের জন্য সহযোগিতার একটি নীলনকশা প্রস্তুত করা হয়েছে ৷"

প্রধানমন্ত্রী আরও বলেন, "চ্যান্সেলর নেহাম্মার এবং আমি সারা বিশ্বে চলমান লড়াই নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেছি, সেটা ইউক্রেনের সংঘাত হোক বা পশ্চিম এশিয়ার পরিস্থিতি । আমি আগেই বলেছি যে এখন যুদ্ধের সময় নয় ।" মোদি জানান, যুদ্ধের মাধ্যমে কোনও সমস্যার সমাধান হয় না ৷ ভারত ও অস্ট্রিয়া আলোচনা ও গণতন্ত্রে বিশ্বাস করে ৷ দুই দেশই এই পরিস্থিতিতে যেকোনও ধরনের সাহায্য করতে প্রস্তুত ৷

মোদি আরও জানান যে ভারত ও অস্ট্রিয়া সন্ত্রাসবাদের নিন্দা করে ৷ তারা সহমত যে এই বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ৷ তাছাড়া রাষ্ট্রসংঘ ও অন্য আন্তর্জাতিক সংস্থাগুলিতেও বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য় রেখে সংস্কার করা উচিত ৷ সেই বিষয়ে একমত ভারত ও অস্ট্রিয়া ৷ যেহেতু 41 বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী অস্ট্রিয়া গেলেন, তাই এই সফরকে ‘স্পেশাল’ বলে উল্লেখ করেছেন মোদি ৷

অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার জন্য ভারতের তরফে যে প্রচেষ্টা করা হয়েছে, তার প্রশংসা করেন অস্ট্রিয়ার চ্য়ান্সেলর কার্ল নেহাম্মার ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন যে নিরপেক্ষ দেশ হিসেবে অস্ট্রিয়ায় গিয়ে রাশিয়া ও ইউক্রেন একে অপরের সঙ্গে আলোচনায় বসতেই পারে ৷ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যৌথ বিবৃতি দেওয়ার সময়ই তিনি এই কথা বলেন ৷

অস্ট্রিয়ার চ্যান্সেলর আরও জানান যে যেহেতু মোদি রাশিয়া থেকে সোজা অস্ট্রিয়ায় এসেছেন, তাই ইউক্রেন সংকট নিয়ে মোদির বিশ্লেষণ সরাসরি শোনা খুবই গুরুত্বপূর্ণ ছিল তাঁর কাছে ৷ তাছাড়া ব্রিকস এর প্রতিষ্ঠাতা দেশ হিসেবে সুইস শান্তি শীর্ষ সম্মেলনে ভারতের যোগদানও তাৎপর্যপূর্ণ ছিল বলে নেহাম্মার জানান ৷

ভিয়েনা, 10 জুলাই: যুদ্ধের বিরুদ্ধে আবারও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বললেন, ‘‘এখন যুদ্ধের সময় নয় ৷’’ বুধবার তিনি এই কথা বলেছেন অস্ট্রিয়া থেকে ৷ এ দিন তিনি ওই দেশের চ্যান্সেলর কার্ল নেহাম্মারের সঙ্গে বৈঠক করেন ৷ সেই বৈঠকে ইউক্রেন সংকট থেকে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় ৷ বৈঠকের পরই এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী ৷

তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর মোদির প্রথম বিদেশ সফর ছিল ইতালিতে ৷ সেখানে তিনি জি7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন ৷ তার পর সোমবার আবার তিনি নয়াদিল্লি থেকে বিদেশ সফরে বের হন ৷ তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর সেটাই তাঁর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর ছিল ৷ প্রথমে তিনি যান রাশিয়ায় ৷ মস্কোতে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৷ সেখানেও তিনি যুদ্ধের বিরুদ্ধে বার্তা দিয়েছিলেন ৷

রাশিয়া থেকে মঙ্গলবার অস্ট্রিয়ার উদ্দেশে রওনা দেন মোদি ৷ 41 বছর পর প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ভিয়েনাতে পা রাখলেন ৷ সেখানে গিয়েও আরও একবার যুদ্ধ-বিরোধী কথা শোনা গেল প্রধানমন্ত্রী মোদির মুখে ৷ পাশাপাশি তিনি ভিয়েনা ও নয়াদিল্লির মধ্যে এবারের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও জানিয়েছেন ৷

প্রধানমন্ত্রী মোদি ও অস্ট্রিয়ার চ্যান্সেলার কার্ল নেহাম্মার বৈঠকের যৌথ বিবৃতি দেন ৷ সেখানে মোদি বলেন, "আজ, চ্যান্সেলর নেহাম্মার এবং আমি একটি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেছি । আমরা আমাদের পারস্পরিক সহযোগিতাকে আরও জোরদার করার জন্য নতুন সম্ভাবনার ক্ষেত্রগুলি চিহ্নিত করেছি । আমরা আমাদের সম্পর্ককে একটি কৌশলগত দিকনির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি । আগামী দশকের জন্য সহযোগিতার একটি নীলনকশা প্রস্তুত করা হয়েছে ৷"

প্রধানমন্ত্রী আরও বলেন, "চ্যান্সেলর নেহাম্মার এবং আমি সারা বিশ্বে চলমান লড়াই নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেছি, সেটা ইউক্রেনের সংঘাত হোক বা পশ্চিম এশিয়ার পরিস্থিতি । আমি আগেই বলেছি যে এখন যুদ্ধের সময় নয় ।" মোদি জানান, যুদ্ধের মাধ্যমে কোনও সমস্যার সমাধান হয় না ৷ ভারত ও অস্ট্রিয়া আলোচনা ও গণতন্ত্রে বিশ্বাস করে ৷ দুই দেশই এই পরিস্থিতিতে যেকোনও ধরনের সাহায্য করতে প্রস্তুত ৷

মোদি আরও জানান যে ভারত ও অস্ট্রিয়া সন্ত্রাসবাদের নিন্দা করে ৷ তারা সহমত যে এই বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ৷ তাছাড়া রাষ্ট্রসংঘ ও অন্য আন্তর্জাতিক সংস্থাগুলিতেও বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য় রেখে সংস্কার করা উচিত ৷ সেই বিষয়ে একমত ভারত ও অস্ট্রিয়া ৷ যেহেতু 41 বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী অস্ট্রিয়া গেলেন, তাই এই সফরকে ‘স্পেশাল’ বলে উল্লেখ করেছেন মোদি ৷

অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার জন্য ভারতের তরফে যে প্রচেষ্টা করা হয়েছে, তার প্রশংসা করেন অস্ট্রিয়ার চ্য়ান্সেলর কার্ল নেহাম্মার ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন যে নিরপেক্ষ দেশ হিসেবে অস্ট্রিয়ায় গিয়ে রাশিয়া ও ইউক্রেন একে অপরের সঙ্গে আলোচনায় বসতেই পারে ৷ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যৌথ বিবৃতি দেওয়ার সময়ই তিনি এই কথা বলেন ৷

অস্ট্রিয়ার চ্যান্সেলর আরও জানান যে যেহেতু মোদি রাশিয়া থেকে সোজা অস্ট্রিয়ায় এসেছেন, তাই ইউক্রেন সংকট নিয়ে মোদির বিশ্লেষণ সরাসরি শোনা খুবই গুরুত্বপূর্ণ ছিল তাঁর কাছে ৷ তাছাড়া ব্রিকস এর প্রতিষ্ঠাতা দেশ হিসেবে সুইস শান্তি শীর্ষ সম্মেলনে ভারতের যোগদানও তাৎপর্যপূর্ণ ছিল বলে নেহাম্মার জানান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.