ETV Bharat / international

নিউইয়র্কে ফের বৈঠক মোদি-জেলেনস্কির, ফিরবে শান্তি ? - Modi Meets Zelenskyy

author img

By PTI

Published : 4 hours ago

PM Modi meets Ukrainian President Zelenskyy: নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সম্মেলনের ফাঁকেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ হল প্রধানমন্ত্রী মোদির ৷ দু'পক্ষের মধ্যে সদর্থক বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে ৷ আবারও শান্তি ফেরানোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

PM Modi meets Ukrainian President Zelenskyy
নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কি (ছবি সৌজন্য: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক্স হ্যান্ডেল)

নিউইয়র্ক, 24 সেপ্টেম্বর: ফের শান্তি প্রতিষ্ঠার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ৷ একটি যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী জানান, ভারত কূটনৈতিক পথে আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি চায় ৷

প্রেসিডেন্ট জেলেনস্কিও সোশাল মিডিয়ায় লেখেন, "ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এবছরের তৃতীয় দ্বিপাক্ষিক বৈঠক হল ৷" ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি ভারতের সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন ৷ রাষ্ট্রসংঘের সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট জেলেনস্কির সাক্ষাৎ হয় ৷ তিন মাসের মধ্যে তিন বার দেখা হল দুই রাষ্ট্রনেতার ৷

এই বৈঠক প্রসঙ্গে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের অনুরোধ করেছিল ইউক্রেন ৷ সেই অনুযায়ী এই বৈঠক হয়েছে ৷ তিনি বলেন, "কূটনৈতিক পথে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার বার্তা এই প্রথম নয় ৷ আমাদের এই ভূমিকা স্বাভাবিক ৷ প্রধানমন্ত্রী নিজেও এই বিষয়ে (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) যথেষ্ট উদ্বেগের মধ্যে আছেন ৷ পুরো দক্ষিণ গোলার্ধে যে হারে মানুষের মৃত্যু হচ্ছে, তাতে তিনি দুশ্চিন্তায় রয়েছেন ৷"

এর আগে গত 23 অগস্ট ইউক্রেনের রাজধানী কিভ-এ গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারও আগে 9 জুলাই প্রধানমন্ত্রী মোদি মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ৷ ইউক্রেনে গিয়ে প্রধানমন্ত্রী দু'দেশের মধ্যে যুদ্ধ শেষে শান্তি ফেরানোর কথা বলেন ৷ ভারত এই শান্তির জন্য মধ্যস্থতা করবে বলে আশ্বাস দেন ৷

এদিন বিদেশ সচিব জানান, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে এই বৈঠকের ফলে সাম্প্রতিককালে কী ঘটেছে, তা জানার সুযোগ হয়েছে ৷ তিনি বলেন, "জেলেনস্কি রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ভারতের ভাবনাচিন্তা নিয়ে খুবই প্রশংসা করেছেন ৷ প্রধানমন্ত্রীর ইউক্রেন সফর সেদেশে ভূয়সি প্রশংসা পেয়েছে বলে জানিয়েছেন ৷ তিনি মুখ্যমন্ত্রীর শান্তি ফেরানোর এই প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন ৷"

নিউইয়র্ক, 24 সেপ্টেম্বর: ফের শান্তি প্রতিষ্ঠার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ৷ একটি যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী জানান, ভারত কূটনৈতিক পথে আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি চায় ৷

প্রেসিডেন্ট জেলেনস্কিও সোশাল মিডিয়ায় লেখেন, "ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এবছরের তৃতীয় দ্বিপাক্ষিক বৈঠক হল ৷" ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি ভারতের সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন ৷ রাষ্ট্রসংঘের সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট জেলেনস্কির সাক্ষাৎ হয় ৷ তিন মাসের মধ্যে তিন বার দেখা হল দুই রাষ্ট্রনেতার ৷

এই বৈঠক প্রসঙ্গে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের অনুরোধ করেছিল ইউক্রেন ৷ সেই অনুযায়ী এই বৈঠক হয়েছে ৷ তিনি বলেন, "কূটনৈতিক পথে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার বার্তা এই প্রথম নয় ৷ আমাদের এই ভূমিকা স্বাভাবিক ৷ প্রধানমন্ত্রী নিজেও এই বিষয়ে (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) যথেষ্ট উদ্বেগের মধ্যে আছেন ৷ পুরো দক্ষিণ গোলার্ধে যে হারে মানুষের মৃত্যু হচ্ছে, তাতে তিনি দুশ্চিন্তায় রয়েছেন ৷"

এর আগে গত 23 অগস্ট ইউক্রেনের রাজধানী কিভ-এ গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারও আগে 9 জুলাই প্রধানমন্ত্রী মোদি মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ৷ ইউক্রেনে গিয়ে প্রধানমন্ত্রী দু'দেশের মধ্যে যুদ্ধ শেষে শান্তি ফেরানোর কথা বলেন ৷ ভারত এই শান্তির জন্য মধ্যস্থতা করবে বলে আশ্বাস দেন ৷

এদিন বিদেশ সচিব জানান, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে এই বৈঠকের ফলে সাম্প্রতিককালে কী ঘটেছে, তা জানার সুযোগ হয়েছে ৷ তিনি বলেন, "জেলেনস্কি রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ভারতের ভাবনাচিন্তা নিয়ে খুবই প্রশংসা করেছেন ৷ প্রধানমন্ত্রীর ইউক্রেন সফর সেদেশে ভূয়সি প্রশংসা পেয়েছে বলে জানিয়েছেন ৷ তিনি মুখ্যমন্ত্রীর শান্তি ফেরানোর এই প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.