ETV Bharat / international

মুখে ভারতের চন্দ্রাভিযানের প্রশংসা, করাচির শিশুমৃত্যু নিয়ে সংসদে আক্ষেপ পাক নেতার - PAKISTAN LAWMAKER PRAISES INDIA - PAKISTAN LAWMAKER PRAISES INDIA

Pakistan on India Moon Landing: দু'দেশের মধ্যে তিক্ত সম্পর্কের মাঝে ভারতের প্রশংসা করলেন পাকিস্তানের সংসদের সদস্য ৷ পাকিস্তানে পানীয় জলের অভাব ৷ স্কুলে যেতে পারে না লক্ষ লক্ষ শিশু ৷ এদিকে প্রতিবেশী দেশ ভারত চাঁদে চলে যাচ্ছে, ভরা সংসদে আক্ষেপ করলেন নেতা ৷

India Pakistan Relation
পাকিস্তানের দুর্দশার ছবি দেখাতে ভারতের সাফল্যের কথা তুললেন দেশের সংসদ (ইটিভি ভারত)
author img

By ANI

Published : May 16, 2024, 8:38 AM IST

ইসলামাবাদ, 16 মে: একটা স্ক্রিনের একদিকে ভেসে উঠছে ভারতের চাঁদে সফল অবতরণের খবর ৷ ঠিক পাশের স্ক্রিনে দেখা যাচ্ছে করাচির নর্দমায় শিশু মৃত্যুর খবর ৷ দুই প্রতিবেশী দেশের একটি ক্রমশ উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে আর অন্যটির অবস্থা শোচনীয় ৷ পাকিস্তানের সংসদে দেশের দুর্দশাগ্রস্ত ছবি তুলে ধরতে ভারতের চন্দ্রাভিযানের তুলনা টানলেন সংসদের সদস্য সৈয়দ মুস্তাফা কামাল ৷ মুত্তাহিদা কুয়ামি মুভমেন্ট পাকিস্তান বা এমকিউএম-পি দলের নেতা ৷

বুধবার পাকিস্তানের সংসদে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, "আজ, দুনিয়া চাঁদে যাচ্ছে ৷ আর সেই সময় করাচির শিশুদের মৃত্যু হচ্ছে নর্দমায় পড়ে গিয়ে ৷ একই স্ক্রিনে একদিকে ভারত চাঁদে নামছে ৷ আর তার দু'সেকেন্ড পরেই স্ক্রিনে ভেসে উঠছে করাচির খোলা নর্দমায় পড়ে গিয়ে একটি শিশুর মৃত্যু র খবর ৷" পাকিস্তানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শহর করাচি ৷ এদিকে সেখানে নেই পরিস্রুত পানীয় জল ৷ শিশুরা স্কুলে যাওয়ার সুযোগ পায় না ৷ একটি রিপোর্টটি দেখিয়ে এমকিউএম-পি নেতা কামাল জানান, করাচিতে 70 লক্ষ এবং পাকিস্তানে 2.6 কোটিরও বেশি এমন শিশু রয়েছে, যারা স্কুলে যেতে পারে না ৷

তিনি বলেন, "আমাদের দেশে স্কুলের 48 হাজার স্কুল আছে ৷ এদিকে নতুন রিপোর্ট বলছে তার মধ্যে 11 হাজার স্কুল 'ভূতের স্কুল' হয়ে গিয়েছে ৷ সিন্ধ প্রদেশের 70 লক্ষ শিশু এবং দেশের মোট 2 কোটি 62 লক্ষ শিশু স্কুলে যেতে পারে না ৷ আমরা যদি শুধুমাত্র এই বিষয়টাতে নজর দিই, তাহলে দেশের অনেক নেতার ঘুম উড়ে যাবে ৷" সম্প্রতি পাকিস্তানে সাধারণ নির্বাচন হয়েছে ৷ দেশের আর্থিক দুর্দশার কথা প্রায়শই খবরের শিরোনামে জায়গা করে নেয় ৷ এদিকে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি হামলার ঘটনায় বারবার পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ভারত ৷

গত বছরের অগস্ট মাসে চাঁদের দক্ষিণ মেরুর কাছে ভারতের চন্দ্রযান-3 সফ্ট ল্যান্ডিং করতে সফল হয় ৷ এর আগে চাঁদের মাটিতে সফ্ট ল্যান্ডিং করেছে- আমেরিকা, রাশিয়া, চিন ৷ তবে দক্ষিণ মেরুতে ভারতই প্রথম সফ্ট ল্যান্ডিং করেছে ৷

আরও পড়ুন:

  1. পাকিস্তান-নির্ভরতা কমাতে চাবাহার বন্দর নিয়ে ইরানের সঙ্গে চুক্তি ভারতের
  2. জেলবন্দি ইমরানের জন্য প্রতি মাসে বিপুল খরচ পাক সরকারের, হিসেব শুনলে চমকে যাবেন !
  3. প্রধানমন্ত্রীর 'ঘুস কর মারেঙ্গে' মন্তব্যে ঝড়, ভারত-পাকিস্তানকে কূটনৈতিক পথে সমাধানের আর্জি আমেরিকার

ইসলামাবাদ, 16 মে: একটা স্ক্রিনের একদিকে ভেসে উঠছে ভারতের চাঁদে সফল অবতরণের খবর ৷ ঠিক পাশের স্ক্রিনে দেখা যাচ্ছে করাচির নর্দমায় শিশু মৃত্যুর খবর ৷ দুই প্রতিবেশী দেশের একটি ক্রমশ উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে আর অন্যটির অবস্থা শোচনীয় ৷ পাকিস্তানের সংসদে দেশের দুর্দশাগ্রস্ত ছবি তুলে ধরতে ভারতের চন্দ্রাভিযানের তুলনা টানলেন সংসদের সদস্য সৈয়দ মুস্তাফা কামাল ৷ মুত্তাহিদা কুয়ামি মুভমেন্ট পাকিস্তান বা এমকিউএম-পি দলের নেতা ৷

বুধবার পাকিস্তানের সংসদে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, "আজ, দুনিয়া চাঁদে যাচ্ছে ৷ আর সেই সময় করাচির শিশুদের মৃত্যু হচ্ছে নর্দমায় পড়ে গিয়ে ৷ একই স্ক্রিনে একদিকে ভারত চাঁদে নামছে ৷ আর তার দু'সেকেন্ড পরেই স্ক্রিনে ভেসে উঠছে করাচির খোলা নর্দমায় পড়ে গিয়ে একটি শিশুর মৃত্যু র খবর ৷" পাকিস্তানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শহর করাচি ৷ এদিকে সেখানে নেই পরিস্রুত পানীয় জল ৷ শিশুরা স্কুলে যাওয়ার সুযোগ পায় না ৷ একটি রিপোর্টটি দেখিয়ে এমকিউএম-পি নেতা কামাল জানান, করাচিতে 70 লক্ষ এবং পাকিস্তানে 2.6 কোটিরও বেশি এমন শিশু রয়েছে, যারা স্কুলে যেতে পারে না ৷

তিনি বলেন, "আমাদের দেশে স্কুলের 48 হাজার স্কুল আছে ৷ এদিকে নতুন রিপোর্ট বলছে তার মধ্যে 11 হাজার স্কুল 'ভূতের স্কুল' হয়ে গিয়েছে ৷ সিন্ধ প্রদেশের 70 লক্ষ শিশু এবং দেশের মোট 2 কোটি 62 লক্ষ শিশু স্কুলে যেতে পারে না ৷ আমরা যদি শুধুমাত্র এই বিষয়টাতে নজর দিই, তাহলে দেশের অনেক নেতার ঘুম উড়ে যাবে ৷" সম্প্রতি পাকিস্তানে সাধারণ নির্বাচন হয়েছে ৷ দেশের আর্থিক দুর্দশার কথা প্রায়শই খবরের শিরোনামে জায়গা করে নেয় ৷ এদিকে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি হামলার ঘটনায় বারবার পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ভারত ৷

গত বছরের অগস্ট মাসে চাঁদের দক্ষিণ মেরুর কাছে ভারতের চন্দ্রযান-3 সফ্ট ল্যান্ডিং করতে সফল হয় ৷ এর আগে চাঁদের মাটিতে সফ্ট ল্যান্ডিং করেছে- আমেরিকা, রাশিয়া, চিন ৷ তবে দক্ষিণ মেরুতে ভারতই প্রথম সফ্ট ল্যান্ডিং করেছে ৷

আরও পড়ুন:

  1. পাকিস্তান-নির্ভরতা কমাতে চাবাহার বন্দর নিয়ে ইরানের সঙ্গে চুক্তি ভারতের
  2. জেলবন্দি ইমরানের জন্য প্রতি মাসে বিপুল খরচ পাক সরকারের, হিসেব শুনলে চমকে যাবেন !
  3. প্রধানমন্ত্রীর 'ঘুস কর মারেঙ্গে' মন্তব্যে ঝড়, ভারত-পাকিস্তানকে কূটনৈতিক পথে সমাধানের আর্জি আমেরিকার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.