ETV Bharat / international

'সন্ত্রাসবাদী কার্যকলাপের পালটা জবাব পেতে হবে', রাষ্ট্রসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের - India on Pakistan in UNGA - INDIA ON PAKISTAN IN UNGA

India Slams Pakistan in UN General Assembly: রাষ্ট্রসংঘে বিতর্ক পর্বে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জম্মু-কাশ্মীরের প্রসঙ্গ তুলে 370 ধারা ফেরানোর কথা বলেন ৷ এর জবাবে ভারতের প্রতিনিধি ফার্স্ট সেক্রেটারি ভাভিকা মঙ্গলানন্দন কড়া ভাষায় প্রতিবেশী দেশকে জবাব দিয়েছেন ৷ স্পষ্ট জানিয়েছেন, ভারত সন্ত্রাসবাদের সঙ্গে সমঝোতা করবে না ৷

India at UNGA
রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি ভাভিকা মঙ্গলানন্দন (ছবি সৌজন্য: ইউএনজিএ-র ভিডিয়ো)
author img

By PTI

Published : Sep 28, 2024, 2:07 PM IST

নিউইয়র্ক, 28 সেপ্টেম্বর: সীমান্তে সন্ত্রাসবাদী কাজকর্ম চললে, তার জবাব পেতেই হবে ৷ স্থানীয় সময় শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পাকিস্তানকে কার্যত তুলোধনা করল ভারত ৷ বিশ্বজুড়ে জঙ্গি হামলার ঘটনা ঘটছে ৷ ভারতেও হচ্ছে ৷ এই অবস্থায় ভারত চুপ করে থাকবে না ৷ ইটের বদলে পাটকেলই জুটবে, জানালেন ভারতের প্রতিনিধি ৷ রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বিতর্ক পর্বে পাকিস্তানের প্রধানমন্ত্রী জম্মু-কাশ্মীর নিয়ে বলেন ৷ সেখানে উত্তরের অধিকার-এ (রাইট টু রিপ্লাই) এই কথা জানান ভারতের তরফে ফার্স্ট সেক্রেটারি ভাভিকা মঙ্গলানন্দন ৷

ভারতের প্রতিনিধি পাকিস্তানকে কড়া জবাবে বলেন, "দুঃখজনক যে, আজ সকালে সাধারণ সভা একটা উপহাসের সাক্ষী থাকল ৷ একটা দেশ, যা সামিরক শক্তির দ্বারা পরিচালিত হয় ৷ দেশটি বিশ্বে তার জঙ্গি কার্যকলাপের জন্য, মাদকদ্রব্য পাচার, আন্তর্জাতিক অপরাধের জন্য বিখ্যাত ৷ সেই দেশটি পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রকে আক্রমণের ঔদ্ধত্য দেখায় ৷"

ভাভিকা তাঁর বক্তৃতায় 2001 সালে সংসদে হামলার কথা উল্লেখ করেন ৷ 2008 সালে মুম্বইয়ে জঙ্গি হামলাও বাদ যায়নি ৷ ফার্স্ট সেক্রেটারি বলেন, "দীর্ঘ দিন ধরে পাকিস্তান প্রতিবেশীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপকে হাতিয়ার করেছে ৷ তারা আমাদের সংসদে হামলা চালিয়েছে, বাণিজ্য নগরী মুম্বইতে আক্রমণ করেছে, এমনকী তীর্থস্থানের যাত্রপথগুলিতেও ৷ এই তালিকা লম্বা ৷ এরকম একটা দেশ যখন হিংসা নিয়ে কথা বলে, তখন সেটা ভণ্ডামি ছাড়া কী হতে পারে !"

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাঁর বক্তৃতায় কাশ্মীরের প্রসঙ্গ উত্থাপন করেন ৷ তিনি জানান, ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে ভারতকে 370 ধারা ফিরিয়ে আনতে হবে ৷ এনিয়ে শান্তিপূর্ণ আলোচনা করতে হবে ৷ পাকিস্তানের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত ৷

এর জবাবে ভারত জানায়, পাকিস্তানকে এটা বুঝতে হবে যে, ভারতের বিরুদ্ধে সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ হলে তার উত্তরও অবশ্যম্ভাবী ৷ তিনি বলেন, "এটা হাস্যকর যে, 1971 সালে এই দেশটাই গণহত্যার মতো অপরাধ করেছে ৷ এমনকী এখনও ওই দেশে সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার চলে ৷ তারা অসহিষ্ণুতা এবং ফোবিয়া নিয়ে কথা বলার সাহস পায় কোথা থেকে ?"

পাকিস্তান সেই দেশ, যারা দীর্ঘসময় ধরে আল কায়েদা জঙ্গি নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল ৷ রাষ্ট্রসংঘের সাধারণ সভায় উপস্থিত আন্তর্জাতিক দেশগুলিকে এই কথা মনে করিয়ে দেন ভাভিকা ৷ তিনি বলেন, "বিশ্বজুড়ে কত সন্ত্রাসবাদী ঘটনায় পাকিস্তানে ছাপ রয়েছে ! সত্যি এটা যে পাকিস্তান আমাদের এলাকা দখল করে রয়েছে ৷ জম্মু-কাশ্মীরের নির্বাচনে ঝামেলা বাধাবার জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে ৷ জম্মু-কাশ্মীর অখণ্ড ভারতের অবিচ্ছেদ্য অংশ ৷ এই বিষয়টি কৌশলে নিয়ন্ত্রণ করার জন্য কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ কিন্তু সন্ত্রাসবাদের সঙ্গে কোনও আপস নয় ৷" এরপর পাকিস্তানের কূটনীতিক দেশের তরফে উত্তরে জানায়, ভারতের এই অভিযোগ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ৷

নিউইয়র্ক, 28 সেপ্টেম্বর: সীমান্তে সন্ত্রাসবাদী কাজকর্ম চললে, তার জবাব পেতেই হবে ৷ স্থানীয় সময় শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পাকিস্তানকে কার্যত তুলোধনা করল ভারত ৷ বিশ্বজুড়ে জঙ্গি হামলার ঘটনা ঘটছে ৷ ভারতেও হচ্ছে ৷ এই অবস্থায় ভারত চুপ করে থাকবে না ৷ ইটের বদলে পাটকেলই জুটবে, জানালেন ভারতের প্রতিনিধি ৷ রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বিতর্ক পর্বে পাকিস্তানের প্রধানমন্ত্রী জম্মু-কাশ্মীর নিয়ে বলেন ৷ সেখানে উত্তরের অধিকার-এ (রাইট টু রিপ্লাই) এই কথা জানান ভারতের তরফে ফার্স্ট সেক্রেটারি ভাভিকা মঙ্গলানন্দন ৷

ভারতের প্রতিনিধি পাকিস্তানকে কড়া জবাবে বলেন, "দুঃখজনক যে, আজ সকালে সাধারণ সভা একটা উপহাসের সাক্ষী থাকল ৷ একটা দেশ, যা সামিরক শক্তির দ্বারা পরিচালিত হয় ৷ দেশটি বিশ্বে তার জঙ্গি কার্যকলাপের জন্য, মাদকদ্রব্য পাচার, আন্তর্জাতিক অপরাধের জন্য বিখ্যাত ৷ সেই দেশটি পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রকে আক্রমণের ঔদ্ধত্য দেখায় ৷"

ভাভিকা তাঁর বক্তৃতায় 2001 সালে সংসদে হামলার কথা উল্লেখ করেন ৷ 2008 সালে মুম্বইয়ে জঙ্গি হামলাও বাদ যায়নি ৷ ফার্স্ট সেক্রেটারি বলেন, "দীর্ঘ দিন ধরে পাকিস্তান প্রতিবেশীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপকে হাতিয়ার করেছে ৷ তারা আমাদের সংসদে হামলা চালিয়েছে, বাণিজ্য নগরী মুম্বইতে আক্রমণ করেছে, এমনকী তীর্থস্থানের যাত্রপথগুলিতেও ৷ এই তালিকা লম্বা ৷ এরকম একটা দেশ যখন হিংসা নিয়ে কথা বলে, তখন সেটা ভণ্ডামি ছাড়া কী হতে পারে !"

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাঁর বক্তৃতায় কাশ্মীরের প্রসঙ্গ উত্থাপন করেন ৷ তিনি জানান, ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে ভারতকে 370 ধারা ফিরিয়ে আনতে হবে ৷ এনিয়ে শান্তিপূর্ণ আলোচনা করতে হবে ৷ পাকিস্তানের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত ৷

এর জবাবে ভারত জানায়, পাকিস্তানকে এটা বুঝতে হবে যে, ভারতের বিরুদ্ধে সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ হলে তার উত্তরও অবশ্যম্ভাবী ৷ তিনি বলেন, "এটা হাস্যকর যে, 1971 সালে এই দেশটাই গণহত্যার মতো অপরাধ করেছে ৷ এমনকী এখনও ওই দেশে সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার চলে ৷ তারা অসহিষ্ণুতা এবং ফোবিয়া নিয়ে কথা বলার সাহস পায় কোথা থেকে ?"

পাকিস্তান সেই দেশ, যারা দীর্ঘসময় ধরে আল কায়েদা জঙ্গি নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল ৷ রাষ্ট্রসংঘের সাধারণ সভায় উপস্থিত আন্তর্জাতিক দেশগুলিকে এই কথা মনে করিয়ে দেন ভাভিকা ৷ তিনি বলেন, "বিশ্বজুড়ে কত সন্ত্রাসবাদী ঘটনায় পাকিস্তানে ছাপ রয়েছে ! সত্যি এটা যে পাকিস্তান আমাদের এলাকা দখল করে রয়েছে ৷ জম্মু-কাশ্মীরের নির্বাচনে ঝামেলা বাধাবার জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে ৷ জম্মু-কাশ্মীর অখণ্ড ভারতের অবিচ্ছেদ্য অংশ ৷ এই বিষয়টি কৌশলে নিয়ন্ত্রণ করার জন্য কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ কিন্তু সন্ত্রাসবাদের সঙ্গে কোনও আপস নয় ৷" এরপর পাকিস্তানের কূটনীতিক দেশের তরফে উত্তরে জানায়, ভারতের এই অভিযোগ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.