ETV Bharat / international

বৃহস্পতিবারই অন্তর্বতীকালীন সরকার গঠন, রাতে শপথ নিচ্ছেন ইউনুস; জানালেন বাংলাদেশের সেনাপ্রধান - MUHAMMAD YUNUS OATH CEREMONY

Interim Government in Bangladesh: বৃহস্পতিবারই বাংলাদেশে গঠিত হচ্ছে অন্তর্বতীকালীন সরকার ৷ দুপুরে দেশে ফিরছেন মহম্মদ ইউনুস ৷ রাতে সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন নোবেলজয়ী ৷

Muhammad Yunus will head Bangladesh Interim Government
মহম্মদ ইউনুস (এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 7, 2024, 7:03 PM IST

Updated : Aug 7, 2024, 11:03 PM IST

ঢাকা, 7 অগস্ট: ডক্টর মহম্মদ ইউনুসকে প্রধান করে বৃহস্পতিবার গঠিত হতে চলেছে বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকার ৷ বুধবার সেনার সদর দফতরে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, স্থানীয় সময় রাত আটটায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ৷ ইউনুস ছাড়াও আরও 15 জন সদস্য থাকতে পারেন বলে জানিয়েছেন জেনারেল ওয়াকার ৷

হাসিনা-পুত্র ওয়াজেদ জয়ের বক্তব্য (ইটিভি ভারত)

দুপুরের দিকে ইউনুস প্যারিস থেকে ঢাকা পৌঁছবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান ৷ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘অন্তর্বতী সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতি মহম্মদ শাহাবউদ্দিন ছাড়াও ছাত্রদের প্রতিনিধি ও অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা হয়েছে ৷ সর্বসম্মতিক্রমে এই অন্তর্বতীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে ৷"

বাংলাদেশজুড়ে উদ্ভুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেনারেল ওয়াকার বলেন, ‘‘সেনা-বিমান-নৌবাহিনী একসঙ্গে চেষ্টা করছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার ৷ কাউকে একজনকে দায়িত্ব নিতে হবে ৷ আমি নিয়েছি ৷ আমাদের যাবতীয় ক্ষমতা দিয়ে চেষ্টা করেছি, পরিস্থিতি স্বাভাবিক রাখার ৷ তা স্বত্তেও বেশ কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে ৷ তার দায় আমার ৷ এই মুহূর্তে দেশে পুলিশি ব্যবস্থা বলে কিছু নেই ৷ ছাত্রদের ভিএনসিসি-ভিভিপি সবাই মিলে নিজেদের মতো করে চেষ্টা করছে ৷ আমরা আশা করছি, দ্রুত পুলিশ ব্যবস্থা ঢেলে সাজানো হবে ৷ পুলিশের মনোবল ফেরানোর চেষ্টা চলছে ৷ আইন-শৃঙ্খলা রক্ষা করতে পুলিশকর্মীরা যথাযথ ভূমিকা পালন করবেন ৷’’

অন্যদিকে, বুধবার ঢাকার নয়াপল্টন অঞ্চলে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে একটি সমাবেশের আয়োজন করা হয় ৷ সেখানে দলের চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এক ভিডিয়ো বার্তা দেন ৷ খালেদা তাঁর মুক্তি ও আরোগ্য কামনা করার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান ৷ তিনি বলেন, ‘‘দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্যে দিয়ে আমরা ফ্যাসিবাদী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি ৷ এই জয় আমাদের সামনে নতুন সম্ভাবনা নিয়ে এসেছে ৷ ধ্বংস, প্রতিহিংসা ও প্রতিশোধ ভুলে আমাদের শান্তির সময় গড়ে তুলতে হবে ৷" তিনি আরও বলেন, "যে তরুণরা এই আন্দোলনে রক্ত দিয়েছে তাঁদের স্বপ্ন সফল করতে মেধা, যোগ্য়তা ও জ্ঞানভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে ৷"

শেখ হাসিনার পুত্র সাজীব ওয়াজেদ জয় ফোনে ইটিভি ভারতকে জানিয়েছেন, ‘‘দেশের অবস্থা খুব খারাপ ৷ পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে ৷ আমাদের পার্টির সদস্য এবং নেতাদের টার্গেট করা হচ্ছে ৷ সংখ্যালঘুদের রক্ষা করার কথা বলা হলেও তা সম্ভব নয় ৷ মা এই মুহূর্তে নয়াদিল্লিতে রয়েছেন ৷ বাইরে যাওয়ার কোনও পরিকল্পনা নেই ৷ প্রাথমিকভাবে ভেবেছিলাম, রাজনীতি থেকে দূরে সরে যাব ৷ কিন্তু আমাদের নেতা-কর্মীরা বিপদে, ফলে রাজনীতি থেকে দূরে যাওয়া সম্ভব নয় ৷’’

ঢাকা, 7 অগস্ট: ডক্টর মহম্মদ ইউনুসকে প্রধান করে বৃহস্পতিবার গঠিত হতে চলেছে বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকার ৷ বুধবার সেনার সদর দফতরে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, স্থানীয় সময় রাত আটটায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ৷ ইউনুস ছাড়াও আরও 15 জন সদস্য থাকতে পারেন বলে জানিয়েছেন জেনারেল ওয়াকার ৷

হাসিনা-পুত্র ওয়াজেদ জয়ের বক্তব্য (ইটিভি ভারত)

দুপুরের দিকে ইউনুস প্যারিস থেকে ঢাকা পৌঁছবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান ৷ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘অন্তর্বতী সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতি মহম্মদ শাহাবউদ্দিন ছাড়াও ছাত্রদের প্রতিনিধি ও অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা হয়েছে ৷ সর্বসম্মতিক্রমে এই অন্তর্বতীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে ৷"

বাংলাদেশজুড়ে উদ্ভুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেনারেল ওয়াকার বলেন, ‘‘সেনা-বিমান-নৌবাহিনী একসঙ্গে চেষ্টা করছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার ৷ কাউকে একজনকে দায়িত্ব নিতে হবে ৷ আমি নিয়েছি ৷ আমাদের যাবতীয় ক্ষমতা দিয়ে চেষ্টা করেছি, পরিস্থিতি স্বাভাবিক রাখার ৷ তা স্বত্তেও বেশ কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে ৷ তার দায় আমার ৷ এই মুহূর্তে দেশে পুলিশি ব্যবস্থা বলে কিছু নেই ৷ ছাত্রদের ভিএনসিসি-ভিভিপি সবাই মিলে নিজেদের মতো করে চেষ্টা করছে ৷ আমরা আশা করছি, দ্রুত পুলিশ ব্যবস্থা ঢেলে সাজানো হবে ৷ পুলিশের মনোবল ফেরানোর চেষ্টা চলছে ৷ আইন-শৃঙ্খলা রক্ষা করতে পুলিশকর্মীরা যথাযথ ভূমিকা পালন করবেন ৷’’

অন্যদিকে, বুধবার ঢাকার নয়াপল্টন অঞ্চলে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে একটি সমাবেশের আয়োজন করা হয় ৷ সেখানে দলের চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এক ভিডিয়ো বার্তা দেন ৷ খালেদা তাঁর মুক্তি ও আরোগ্য কামনা করার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান ৷ তিনি বলেন, ‘‘দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্যে দিয়ে আমরা ফ্যাসিবাদী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি ৷ এই জয় আমাদের সামনে নতুন সম্ভাবনা নিয়ে এসেছে ৷ ধ্বংস, প্রতিহিংসা ও প্রতিশোধ ভুলে আমাদের শান্তির সময় গড়ে তুলতে হবে ৷" তিনি আরও বলেন, "যে তরুণরা এই আন্দোলনে রক্ত দিয়েছে তাঁদের স্বপ্ন সফল করতে মেধা, যোগ্য়তা ও জ্ঞানভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে ৷"

শেখ হাসিনার পুত্র সাজীব ওয়াজেদ জয় ফোনে ইটিভি ভারতকে জানিয়েছেন, ‘‘দেশের অবস্থা খুব খারাপ ৷ পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে ৷ আমাদের পার্টির সদস্য এবং নেতাদের টার্গেট করা হচ্ছে ৷ সংখ্যালঘুদের রক্ষা করার কথা বলা হলেও তা সম্ভব নয় ৷ মা এই মুহূর্তে নয়াদিল্লিতে রয়েছেন ৷ বাইরে যাওয়ার কোনও পরিকল্পনা নেই ৷ প্রাথমিকভাবে ভেবেছিলাম, রাজনীতি থেকে দূরে সরে যাব ৷ কিন্তু আমাদের নেতা-কর্মীরা বিপদে, ফলে রাজনীতি থেকে দূরে যাওয়া সম্ভব নয় ৷’’

Last Updated : Aug 7, 2024, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.