ETV Bharat / international

বালোচিস্তানে একসঙ্গে তিনটি জঙ্গি হামলা, 15 জনের মৃত্যু - বালোচিস্তানে জঙ্গি হামলা

Three Coordinated Terror Attacks in Balochistan: পাকিস্তানের বালোচিস্তানে ধারাবাহিক জঙ্গি হানা ৷ যে হামলার ঘটনায় এখনও পর্যন্ত 2 জন সাধারণ মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ সেই সঙ্গে পাকিস্তান সেনার 4 জওয়ানের মৃত্যু হয়েছে ৷ সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, বিপুল পরিমাণ অত্যাধুনিক হাতিয়ারে সজ্জিত জঙ্গিরা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 2:15 PM IST

Updated : Jan 31, 2024, 3:40 PM IST

করাচি, 31 জানুয়ারি: বালোচিস্তানে ফের জঙ্গি হামলা ৷ আর এবার ধারাবাহিকভাবে তিনটি জায়গায় হামলা চালিয়েছে বিপুল পরিমাণে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত জঙ্গিরা ৷ এই ঘটনায় এখনও জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের নিরাপত্তাবাহিনীর যুদ্ধ চলছে ৷ আত্মঘাতী বিস্ফোরণও ঘটিয়েছে জঙ্গিরা ৷ জানা গিয়েছে, বালোচিস্তানের মাচ শহরে সোমবার মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটেছে ৷ এ নিয়ে আজ বালোচিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷

সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, বালোচিস্তানের হাই-সিকিউরিটি মাচ সংশোধনাগার ও কোলপুর কমপ্লেক্সে এই তিনটি হামলা চালানো হয়েছে ৷ যে ঘটনায় 2 জন সাধারণ মানুষ এবং নিরাপত্তাবাহিনীর 4 সদস্যের মৃত্যু হয়েছে ৷ অন্যদিকে, গুলি-যুদ্ধে 9 জঙ্গিকে খতম করেছে বাহিনী ৷ প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, 29 ও 30 জানুয়ারির মাঝরাতে একসঙ্গে মাচ সংশোধনাগার ও কোলপুর কমপ্লেক্সে প্রবেশ করে ৷ তাদের সঙ্গে একাধিক সুইসাইড-বম্বারও ছিল ৷ জঙ্গিদের কাছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও রকেট লঞ্চার রয়েছে ৷

উল্লেখ্য, মাচ শহরের সংশোধনাগারে কুখ্যাত জঙ্গি ও মৃত্যদণ্ডের সাজাপ্রাপ্ত অসংখ্য অপরাধী বন্দি রয়েছে ৷ সেই জেলে এমন অতর্কিতে হামলায় বিপাকে পড়েছে পাকিস্তান প্রশাসন ৷ তবে, হামলার কিছুক্ষণের মধ্যে জেল ও কোলপুর কমপ্লেক্স পাকিস্তান সেনা ঘিরে ফেলে ও অভিযানে নামে ৷ রাতভর জঙ্গিদের সঙ্গে গুলি-যুদ্ধ চলেছে ৷ পাকসেনার গুলিতে যে নয়জন জঙ্গি মারা গিয়েছে, তাদের মধ্যে তিনজন সুইসাইড বম্বার ছিল বলে জানিয়েছে বালোচিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ৷

বালোচিস্তান পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, মাত সংশোধনাগারের ভিতরে কমপক্ষে 15টি রকেট লঞ্চার বিস্ফোরণ হয়েছে ৷ ফলে ভিতরে বন্দি কুখ্যাত জঙ্গি, মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত অপরাধী ও অন্যান্য বহু বন্দির মৃত্যুর আশংকা করা হচ্ছে ৷ তবে, যে তিনটি হামলা চালানো হয়েছে, সেই স্থানগুলি এখনও জঙ্গি মুক্ত বলে ঘোষণা করেনি নিরাপত্তাবাহিনী ৷ মাঝে মধ্যেই ভিতর থেকে গুলির শব্দ ভেসে আসছে ৷ যে কারণে ওই এলাকাগুলি পুরোপুরি ঘিরে রেখেছে পুলিশ ও সেনা ৷

আরও পড়ুন:

  1. পুঞ্চে সেনার গাড়িতে পুলওয়ামার মতো জঙ্গি হামলা, শহিদ 4 জওয়ান
  2. দূতাবাসের অদূরে বিস্ফোরণ! ভারতে থাকা ইজরায়েলি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জেরুজালেমের
  3. 4 ঘণ্টার ভয়াবহ গুলির লড়াই! জঙ্গি মুক্ত করাচির পুলিশ প্রধানের দফতর

করাচি, 31 জানুয়ারি: বালোচিস্তানে ফের জঙ্গি হামলা ৷ আর এবার ধারাবাহিকভাবে তিনটি জায়গায় হামলা চালিয়েছে বিপুল পরিমাণে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত জঙ্গিরা ৷ এই ঘটনায় এখনও জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের নিরাপত্তাবাহিনীর যুদ্ধ চলছে ৷ আত্মঘাতী বিস্ফোরণও ঘটিয়েছে জঙ্গিরা ৷ জানা গিয়েছে, বালোচিস্তানের মাচ শহরে সোমবার মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটেছে ৷ এ নিয়ে আজ বালোচিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷

সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, বালোচিস্তানের হাই-সিকিউরিটি মাচ সংশোধনাগার ও কোলপুর কমপ্লেক্সে এই তিনটি হামলা চালানো হয়েছে ৷ যে ঘটনায় 2 জন সাধারণ মানুষ এবং নিরাপত্তাবাহিনীর 4 সদস্যের মৃত্যু হয়েছে ৷ অন্যদিকে, গুলি-যুদ্ধে 9 জঙ্গিকে খতম করেছে বাহিনী ৷ প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, 29 ও 30 জানুয়ারির মাঝরাতে একসঙ্গে মাচ সংশোধনাগার ও কোলপুর কমপ্লেক্সে প্রবেশ করে ৷ তাদের সঙ্গে একাধিক সুইসাইড-বম্বারও ছিল ৷ জঙ্গিদের কাছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও রকেট লঞ্চার রয়েছে ৷

উল্লেখ্য, মাচ শহরের সংশোধনাগারে কুখ্যাত জঙ্গি ও মৃত্যদণ্ডের সাজাপ্রাপ্ত অসংখ্য অপরাধী বন্দি রয়েছে ৷ সেই জেলে এমন অতর্কিতে হামলায় বিপাকে পড়েছে পাকিস্তান প্রশাসন ৷ তবে, হামলার কিছুক্ষণের মধ্যে জেল ও কোলপুর কমপ্লেক্স পাকিস্তান সেনা ঘিরে ফেলে ও অভিযানে নামে ৷ রাতভর জঙ্গিদের সঙ্গে গুলি-যুদ্ধ চলেছে ৷ পাকসেনার গুলিতে যে নয়জন জঙ্গি মারা গিয়েছে, তাদের মধ্যে তিনজন সুইসাইড বম্বার ছিল বলে জানিয়েছে বালোচিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ৷

বালোচিস্তান পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, মাত সংশোধনাগারের ভিতরে কমপক্ষে 15টি রকেট লঞ্চার বিস্ফোরণ হয়েছে ৷ ফলে ভিতরে বন্দি কুখ্যাত জঙ্গি, মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত অপরাধী ও অন্যান্য বহু বন্দির মৃত্যুর আশংকা করা হচ্ছে ৷ তবে, যে তিনটি হামলা চালানো হয়েছে, সেই স্থানগুলি এখনও জঙ্গি মুক্ত বলে ঘোষণা করেনি নিরাপত্তাবাহিনী ৷ মাঝে মধ্যেই ভিতর থেকে গুলির শব্দ ভেসে আসছে ৷ যে কারণে ওই এলাকাগুলি পুরোপুরি ঘিরে রেখেছে পুলিশ ও সেনা ৷

আরও পড়ুন:

  1. পুঞ্চে সেনার গাড়িতে পুলওয়ামার মতো জঙ্গি হামলা, শহিদ 4 জওয়ান
  2. দূতাবাসের অদূরে বিস্ফোরণ! ভারতে থাকা ইজরায়েলি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জেরুজালেমের
  3. 4 ঘণ্টার ভয়াবহ গুলির লড়াই! জঙ্গি মুক্ত করাচির পুলিশ প্রধানের দফতর
Last Updated : Jan 31, 2024, 3:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.