ETV Bharat / international

সোমবার থেকে 5 দিনের ভারত সফরে মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু - MUIZZU INDIA VISIT - MUIZZU INDIA VISIT

গত বছরের নভেম্বর থেকে একাধিক বিষয় নিয়ে দ্বীপ রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে শৈত্য এসেছে ভারতের ৷ এই অবস্থায় ভারতে আসছেন মলদ্বীপ ৷

MALDIVES PRESIDENT VISIT INDIA
ভারত সফরে মলদ্বীপের রাষ্ট্রপতি (ফাইল চিত্র)
author img

By PTI

Published : Oct 4, 2024, 11:09 PM IST

নয়াদিল্লি, 4 অক্টোবর: সোমবার থেকে পাঁচ দিনের ভারত সফরে আসছেন মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু ৷ গত বছরের নভেম্বর থেকে একাধিক বিষয় নিয়ে দ্বীপ রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে শৈত্য এসেছে ভারতের ৷ সেই সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যেই কি ভারতে আসছেন মইজ্জু ? যদিও তিনি জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৷ তবে এটি হবে ভারতে তাঁর প্রথম দ্বি-পাক্ষিক সফর।

চিনপন্থী ঝোঁকের জন্য পরিচিত মুইজ্জু নভেম্বরে মলদ্বীপের শীর্ষপদের দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত ও মলদ্বীপের মধ্যে সম্পর্ক গুরুতর চাপ পড়ে । শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি তাঁর দেশ থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন। বিদেশ মন্ত্রক (MEA), মুইজ্জুর সফর সম্পর্কে জানিয়েছে, এটি দুই দেশের মধ্যে সহযোগিতা এবং জনগণের মধ্যে শক্তিশালী সম্পর্ককে আরও গতি দেবে বলে আশা করা হচ্ছে। আরও জানানো হয়েছে, মলদ্বীপ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু 6 থেকে 10 অক্টোবর পর্যন্ত রাষ্ট্রীয় সফরে ভারতে আসবেন ৷

সফরকালে, মুইজ্জু মোদির সঙ্গে পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলেও জানানো হয়েছে বিবৃতিতে ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করার কথা রয়েছে মুইজ্জুর। দিল্লি ছাড়াও, তিনি মুম্বই এবং বেঙ্গালুরুতেও যাবেন ৷ সেখানে তিনি ব্যবসায়িক অনুষ্ঠানে যোগ দেবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, মলদ্বীপ হল ভারত মহাসাগর অঞ্চলে ভারতের প্রধান সামুদ্রিক প্রতিবেশী ৷ 'সাগর' (অঞ্চলে সকলের জন্য নিরাপত্তা এবং বৃদ্ধি) এবং ভারতের 'প্রতিবেশী প্রথম নীতি'-এর প্রধানমন্ত্রীর দৃষ্টিতে একটি বিশেষ স্থান রয়েছে ৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গত অগস্ট মাসে মলদ্বীপে তিনদিনের সফরে গিয়েছিলেন ৷ তখনই মুইজ্জুর ভারত সফরের ভিত তৈরি করেছিল।

বিদেশমন্ত্রক জানিয়েছে, মলদ্বীপে পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক সফরের পরে রাষ্ট্রপতি মুইজ্জুর ভারত সফর মলদ্বীপের সঙ্গে তার সম্পর্কের প্রতি ভারত যে গুরুত্ব দেয় তার সাক্ষ্য ৷ (পিটিআই)

সঙ্গীদের নিয়ে ইজরায়েলের বিরুদ্ধে লড়াই চালাবে ইরান: খামেনি

নয়াদিল্লি, 4 অক্টোবর: সোমবার থেকে পাঁচ দিনের ভারত সফরে আসছেন মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু ৷ গত বছরের নভেম্বর থেকে একাধিক বিষয় নিয়ে দ্বীপ রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে শৈত্য এসেছে ভারতের ৷ সেই সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যেই কি ভারতে আসছেন মইজ্জু ? যদিও তিনি জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৷ তবে এটি হবে ভারতে তাঁর প্রথম দ্বি-পাক্ষিক সফর।

চিনপন্থী ঝোঁকের জন্য পরিচিত মুইজ্জু নভেম্বরে মলদ্বীপের শীর্ষপদের দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত ও মলদ্বীপের মধ্যে সম্পর্ক গুরুতর চাপ পড়ে । শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি তাঁর দেশ থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন। বিদেশ মন্ত্রক (MEA), মুইজ্জুর সফর সম্পর্কে জানিয়েছে, এটি দুই দেশের মধ্যে সহযোগিতা এবং জনগণের মধ্যে শক্তিশালী সম্পর্ককে আরও গতি দেবে বলে আশা করা হচ্ছে। আরও জানানো হয়েছে, মলদ্বীপ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু 6 থেকে 10 অক্টোবর পর্যন্ত রাষ্ট্রীয় সফরে ভারতে আসবেন ৷

সফরকালে, মুইজ্জু মোদির সঙ্গে পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলেও জানানো হয়েছে বিবৃতিতে ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করার কথা রয়েছে মুইজ্জুর। দিল্লি ছাড়াও, তিনি মুম্বই এবং বেঙ্গালুরুতেও যাবেন ৷ সেখানে তিনি ব্যবসায়িক অনুষ্ঠানে যোগ দেবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, মলদ্বীপ হল ভারত মহাসাগর অঞ্চলে ভারতের প্রধান সামুদ্রিক প্রতিবেশী ৷ 'সাগর' (অঞ্চলে সকলের জন্য নিরাপত্তা এবং বৃদ্ধি) এবং ভারতের 'প্রতিবেশী প্রথম নীতি'-এর প্রধানমন্ত্রীর দৃষ্টিতে একটি বিশেষ স্থান রয়েছে ৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গত অগস্ট মাসে মলদ্বীপে তিনদিনের সফরে গিয়েছিলেন ৷ তখনই মুইজ্জুর ভারত সফরের ভিত তৈরি করেছিল।

বিদেশমন্ত্রক জানিয়েছে, মলদ্বীপে পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক সফরের পরে রাষ্ট্রপতি মুইজ্জুর ভারত সফর মলদ্বীপের সঙ্গে তার সম্পর্কের প্রতি ভারত যে গুরুত্ব দেয় তার সাক্ষ্য ৷ (পিটিআই)

সঙ্গীদের নিয়ে ইজরায়েলের বিরুদ্ধে লড়াই চালাবে ইরান: খামেনি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.