ETV Bharat / international

ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান 140 কোটি ভারতীয়কে উৎসর্গ মোদির - PM MODI visits BHUTAN

PM Modi in Bhutan: ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার তাঁর হাতে অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপো তুলে দেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 4:38 PM IST

Updated : Mar 22, 2024, 4:56 PM IST

থিম্পু, 22 মার্চ: ভুটানের সর্বোচ্চ নাগরিক পুরস্কার অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপো পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভুটান সফরে গিয়ে আজ তিনি প্রথম বিদেশি সরকারের প্রধান হিসেবে এই সম্মান অর্জন করেছেন । ভারত-ভুটান সম্পর্কের বৃদ্ধিতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবং ভুটানি জাতি ও জনগণের জন্য তাঁর বিশিষ্ট পরিষেবার কারণে প্রধানমন্ত্রী মোদিকে এই পুরস্কার প্রদান করা হয়েছে ।

এই সম্মান পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ভুটান কর্তৃক 'অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপো' পুরস্কারে ভূষিত হতে পেরে আমি সম্মানিত । আমি এটি 140 কোটি ভারতীয়ের কাছে উৎসর্গ করছি ৷"

ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক প্রধানমন্ত্রী মোদিকে অর্ডার অফ দ্য ড্রুক গ্ল্যালপো প্রদান করেন । 2021 সালের 17 ডিসেম্বর 114তম জাতীয় দিবস উদযাপনের সময় ভুটানের রাজা এই সম্মানের ঘোষণা করেছিলেন । শুক্রবার প্রধানমন্ত্রী মোদি তাঁর দুই দিনের ভুটান সফরের সময় এই সম্মান গ্রহণ করলেন ৷ 2014 সালে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে এটা তাঁর তৃতীয় ভুটান সফর ৷

2021 সালে যখন এই সম্মানের কথা ঘোষণা করা হয়, তখন ভারতীয় দূতাবাসের একটি বিবৃতিতে বলা হয়েছিল, র‌্যাঙ্কিং এবং প্রাধান্য অনুসারে, অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপো আজীবন কৃতিত্বের অলঙ্করণ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি ভুটানের সমস্ত আদেশ, সজ্জা এবং পদকের অগ্রাধিকার হিসেবে সম্মান ব্যবস্থার শীর্ষস্থানে রয়েছে ।

2020 সালে মোদি আমেরিকার সশস্ত্র বাহিনীর মার্কিন সরকারের পুরস্কার লিজিয়ন অফ মেরিট পেয়েছিলেন এবং 2019 সালে রাশিয়া প্রধানমন্ত্রী মোদিকে তার সর্বোচ্চ নাগরিক সম্মান দ্য অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু পুরস্কার প্রদান করে ।

শুক্রবার সকালে হিমালয়ের কোলে ছোট্ট দেশে পৌঁছনোর কয়েক ঘণ্টা পর মোদি বলেছিলেন যে, তিনি ভুটানি জনগণের কাছে কৃতজ্ঞ ৷ তাঁদের সুন্দর দেশে যেভাবে তাঁকে স্বাগত জানানো হয়েছে, তা তাঁর স্মরণীয় হয়ে থাকবে ৷ এবং তিনি আশা করছেন যে, ভারত-ভুটান বন্ধুত্ব নতুন উচ্চতায় এগিয়ে চলবে ৷ মোদির এই সফরে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও স্থায়ী ও দৃঢ় করাই লক্ষ্য দুই রাষ্ট্রনেতার ৷

আরও পড়ুন:

  1. সংঘাতের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের রাষ্ট্রপ্রধানকে টেলিফোন মোদির, পেলেন আমন্ত্রণ
  2. বিশ্লেষণ: লোকসভা ভোটের আগে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ভুটান সফর তাৎপর্যপূর্ণ?
  3. বইয়ের আড়ালে অভিনব প্রচার! মোদিকে ভোট দেওয়ার 101 কারণ দেখালেন লেখক

থিম্পু, 22 মার্চ: ভুটানের সর্বোচ্চ নাগরিক পুরস্কার অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপো পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভুটান সফরে গিয়ে আজ তিনি প্রথম বিদেশি সরকারের প্রধান হিসেবে এই সম্মান অর্জন করেছেন । ভারত-ভুটান সম্পর্কের বৃদ্ধিতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবং ভুটানি জাতি ও জনগণের জন্য তাঁর বিশিষ্ট পরিষেবার কারণে প্রধানমন্ত্রী মোদিকে এই পুরস্কার প্রদান করা হয়েছে ।

এই সম্মান পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ভুটান কর্তৃক 'অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপো' পুরস্কারে ভূষিত হতে পেরে আমি সম্মানিত । আমি এটি 140 কোটি ভারতীয়ের কাছে উৎসর্গ করছি ৷"

ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক প্রধানমন্ত্রী মোদিকে অর্ডার অফ দ্য ড্রুক গ্ল্যালপো প্রদান করেন । 2021 সালের 17 ডিসেম্বর 114তম জাতীয় দিবস উদযাপনের সময় ভুটানের রাজা এই সম্মানের ঘোষণা করেছিলেন । শুক্রবার প্রধানমন্ত্রী মোদি তাঁর দুই দিনের ভুটান সফরের সময় এই সম্মান গ্রহণ করলেন ৷ 2014 সালে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে এটা তাঁর তৃতীয় ভুটান সফর ৷

2021 সালে যখন এই সম্মানের কথা ঘোষণা করা হয়, তখন ভারতীয় দূতাবাসের একটি বিবৃতিতে বলা হয়েছিল, র‌্যাঙ্কিং এবং প্রাধান্য অনুসারে, অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপো আজীবন কৃতিত্বের অলঙ্করণ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি ভুটানের সমস্ত আদেশ, সজ্জা এবং পদকের অগ্রাধিকার হিসেবে সম্মান ব্যবস্থার শীর্ষস্থানে রয়েছে ।

2020 সালে মোদি আমেরিকার সশস্ত্র বাহিনীর মার্কিন সরকারের পুরস্কার লিজিয়ন অফ মেরিট পেয়েছিলেন এবং 2019 সালে রাশিয়া প্রধানমন্ত্রী মোদিকে তার সর্বোচ্চ নাগরিক সম্মান দ্য অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু পুরস্কার প্রদান করে ।

শুক্রবার সকালে হিমালয়ের কোলে ছোট্ট দেশে পৌঁছনোর কয়েক ঘণ্টা পর মোদি বলেছিলেন যে, তিনি ভুটানি জনগণের কাছে কৃতজ্ঞ ৷ তাঁদের সুন্দর দেশে যেভাবে তাঁকে স্বাগত জানানো হয়েছে, তা তাঁর স্মরণীয় হয়ে থাকবে ৷ এবং তিনি আশা করছেন যে, ভারত-ভুটান বন্ধুত্ব নতুন উচ্চতায় এগিয়ে চলবে ৷ মোদির এই সফরে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও স্থায়ী ও দৃঢ় করাই লক্ষ্য দুই রাষ্ট্রনেতার ৷

আরও পড়ুন:

  1. সংঘাতের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের রাষ্ট্রপ্রধানকে টেলিফোন মোদির, পেলেন আমন্ত্রণ
  2. বিশ্লেষণ: লোকসভা ভোটের আগে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ভুটান সফর তাৎপর্যপূর্ণ?
  3. বইয়ের আড়ালে অভিনব প্রচার! মোদিকে ভোট দেওয়ার 101 কারণ দেখালেন লেখক
Last Updated : Mar 22, 2024, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.