ETV Bharat / international

শনি রাতে মায়ার ছায়া ! আয়নার ওদিকে চওড়া হাসিতে হাজির কমলা

ভোটের তিন দিন আগে ব্যস্ত প্রচারের মাঝে একটি জনপ্রিয় কমেডি শোতে হাজির হলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৷

Maya Rudolph and Kamala Harris
স্যাটারডে নাইট লাইভ শো অনুষ্ঠানে মায়া রুডলফ ও তাঁর প্রতিবিম্ব কমলা হ্যারিস (ছবি সৌজন্য: কমলা হ্যারিসের ফেসবুক পেজ)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2024, 6:39 PM IST

নিউইয়র্ক, 3 নভেম্বর: রাত তখন 11.30টা ৷ জনপ্রিয় কমেডি শো 'স্যাটারডে নাইট'-এর সরাসরি সম্প্রচার হচ্ছে ৷ সঞ্চালক মায়া রুডলফ বলছেন, "আজ রাতে আমার মতো কারও সঙ্গে কথা বলতে পারলে ভালো লাগত... একজন অশ্বেতাঙ্গ, দক্ষিণ এশিয় মহিলা যিনি প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রয়েছেন"৷ শেষ কথাগুলি বলতে বলতে তিনি আয়নার দিকে ঘুরলেন ৷ আর তখনই চওড়া হাসিতে ধরা দিলেন কমলা হ্যারিস ৷ তাঁকে দেখে দর্শকরা হইহই করে উঠলেন ৷

তাঁকে স্বাগত জানিয়ে রুডলফ বললেন, "কমলা, আপনাকে দেখে ভালো লাগছে ৷" হেসে জবাব দেন হ্যারিসও । মায়া ও কমলা দু'জনে একই কালো পোশাক পরেছিলেন। একই রকম সাজগোজ করেছিলেন ৷ যেন একে অপরের যমজ ৷ এই শনিবার নির্বাচনী প্রচার সেরে গোপনে জনপ্রিয় 'স্যাটারডে নাইট' শোয়ের সেটে পৌঁছেছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৷ যিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ৷ তাঁর প্রতিপক্ষ প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

শনিবার বিকেলে নর্থ ক্যারোলিনার শার্লোটিতে প্রচার করেই আমেরিকার এয়ারফোর্স টু বিমানে নিউইয়র্ক পৌঁছন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৷ তাঁর ডেট্রয়েটে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু বিমান ওড়ার পর তাঁর এক সহযোগী জানান, তিনি অন্য কোথাও যাবেন ৷ বিমানটি লাগুয়াডিয়া বিমানবন্দরে অবতরণ করে ৷

বিমান থেকে নেমেই ম্যানহাটানের 30 রকফেলার প্লাজায় পৌঁছে যান হ্যারিস ৷ তখন ঘড়িতে রাত প্রায় 8টা ৷ রাত 11.30 মিনিটে 'স্যাটারডে নাইট লাইভ' (এসএনএল) ৷ সরাসরি সম্প্রচারের আগে অনুষ্ঠানের মহড়া দেওয়ার জন্য হাতে কিছুটা সময় পেয়ে গেলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ৷ 5 নভেম্বর, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে এটাই এসএনএল-এর ফাইনাল শো ৷

কমলার এই আচমকা সফরের কথা কিন্তু কেউ টের পাননি ৷ সম্প্রচার হওয়ার কয়েক মুহূর্ত আগে সাংবাদিকরা জানতে পারেন, ভাইস প্রেসিডেন্ট এসএনএল শোয়ে হাজির হচ্ছেন ৷ কমলা হ্যারিসের হাজির হওয়া ছিল অনুষ্ঠানের শুরুর অংশে ৷ তাই ওপেনিং মিটতেই হ্যারিস দ্রুত 'এসএনএল' সেট ছেড়ে বেরিয়ে যান ৷ যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, "এটা নিছক মজা !" এরপর ফের বিমানে নিউ ইয়র্ক ছেড়ে রওনা দেন ৷ প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাঁর এই নির্বাচনী চমকের প্রভাব পড়বে কি না তা জানা যাবে, 5 নভেম্বর ৷ নির্বাচনে জিতলে কমলা হ্যারিসই হবেন আমেরিকার প্রথম অশ্বেতাঙ্গ মহিলা প্রেসিডেন্ট ৷

হোয়াইট হাউজে কে? চাবিকাঠি আট প্রদেশের হাতে

নিউইয়র্ক, 3 নভেম্বর: রাত তখন 11.30টা ৷ জনপ্রিয় কমেডি শো 'স্যাটারডে নাইট'-এর সরাসরি সম্প্রচার হচ্ছে ৷ সঞ্চালক মায়া রুডলফ বলছেন, "আজ রাতে আমার মতো কারও সঙ্গে কথা বলতে পারলে ভালো লাগত... একজন অশ্বেতাঙ্গ, দক্ষিণ এশিয় মহিলা যিনি প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রয়েছেন"৷ শেষ কথাগুলি বলতে বলতে তিনি আয়নার দিকে ঘুরলেন ৷ আর তখনই চওড়া হাসিতে ধরা দিলেন কমলা হ্যারিস ৷ তাঁকে দেখে দর্শকরা হইহই করে উঠলেন ৷

তাঁকে স্বাগত জানিয়ে রুডলফ বললেন, "কমলা, আপনাকে দেখে ভালো লাগছে ৷" হেসে জবাব দেন হ্যারিসও । মায়া ও কমলা দু'জনে একই কালো পোশাক পরেছিলেন। একই রকম সাজগোজ করেছিলেন ৷ যেন একে অপরের যমজ ৷ এই শনিবার নির্বাচনী প্রচার সেরে গোপনে জনপ্রিয় 'স্যাটারডে নাইট' শোয়ের সেটে পৌঁছেছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৷ যিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ৷ তাঁর প্রতিপক্ষ প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

শনিবার বিকেলে নর্থ ক্যারোলিনার শার্লোটিতে প্রচার করেই আমেরিকার এয়ারফোর্স টু বিমানে নিউইয়র্ক পৌঁছন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৷ তাঁর ডেট্রয়েটে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু বিমান ওড়ার পর তাঁর এক সহযোগী জানান, তিনি অন্য কোথাও যাবেন ৷ বিমানটি লাগুয়াডিয়া বিমানবন্দরে অবতরণ করে ৷

বিমান থেকে নেমেই ম্যানহাটানের 30 রকফেলার প্লাজায় পৌঁছে যান হ্যারিস ৷ তখন ঘড়িতে রাত প্রায় 8টা ৷ রাত 11.30 মিনিটে 'স্যাটারডে নাইট লাইভ' (এসএনএল) ৷ সরাসরি সম্প্রচারের আগে অনুষ্ঠানের মহড়া দেওয়ার জন্য হাতে কিছুটা সময় পেয়ে গেলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ৷ 5 নভেম্বর, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে এটাই এসএনএল-এর ফাইনাল শো ৷

কমলার এই আচমকা সফরের কথা কিন্তু কেউ টের পাননি ৷ সম্প্রচার হওয়ার কয়েক মুহূর্ত আগে সাংবাদিকরা জানতে পারেন, ভাইস প্রেসিডেন্ট এসএনএল শোয়ে হাজির হচ্ছেন ৷ কমলা হ্যারিসের হাজির হওয়া ছিল অনুষ্ঠানের শুরুর অংশে ৷ তাই ওপেনিং মিটতেই হ্যারিস দ্রুত 'এসএনএল' সেট ছেড়ে বেরিয়ে যান ৷ যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, "এটা নিছক মজা !" এরপর ফের বিমানে নিউ ইয়র্ক ছেড়ে রওনা দেন ৷ প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাঁর এই নির্বাচনী চমকের প্রভাব পড়বে কি না তা জানা যাবে, 5 নভেম্বর ৷ নির্বাচনে জিতলে কমলা হ্যারিসই হবেন আমেরিকার প্রথম অশ্বেতাঙ্গ মহিলা প্রেসিডেন্ট ৷

হোয়াইট হাউজে কে? চাবিকাঠি আট প্রদেশের হাতে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.