ETV Bharat / international

দক্ষিণ টোকিওর প্রত্যন্ত দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প, আছড়ে পড়ল সুনামির ছোট ঢেউ - Japan Tsunami Advisory - JAPAN TSUNAMI ADVISORY

Japan Issues Tsunami Advisory: মঙ্গলবার ভোরে টোকিওর দক্ষিণ দিকে প্রত্যন্ত দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয় ৷ এর কিছুক্ষণ পরেই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে আছড়ে পড়ে সুনামি ঢেউ ৷ তবে ঢেউয়ের উচ্চতা ছিল 50 সেমি ৷ এরপর সুনামি নিয়ে সতর্ক করেছে জাপানের আবহাওয়া দফতর ৷

Japan Tsunami Advisory
জাপানে সুনামি সতর্কতা (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2024, 9:40 AM IST

Updated : Sep 24, 2024, 11:52 AM IST

টোকিও, 24 সেপ্টেম্বর: ছোট ছোট সুনামি ঢেউ আছড়ে পড়েছে টোকিওর দক্ষিণে প্রত্যন্ত দ্বীপপুঞ্জের তীরে ৷ মঙ্গলবার এই দ্বীপপুঞ্জে এই সুনামির সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া এজেন্সি ৷ এদিন ভোরে এই দ্বীপাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয় ৷ তার কিছুক্ষণ পর ছোট সুনামি ঢেউ আছড়ে পড়ে ৷ অগ্ন্যুৎপাতের ফলেই ভূমিকম্প বলে জানা গিয়েছে ৷ কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি ৷

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের তীরবর্তী এলাকাগুলিতে অবশ্য ভূমিকম্প তেমন টের পাওয়া যায়নি ৷ এর প্রায় তিন ঘণ্টা পরে জাপান সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয় ৷ জাপানের মেটেরিওলজিক্যাল এজেন্সি জানিয়েছে, এদিন ভোরে প্রশান্ত মহাসাগরের ইজু দ্বীপপুঞ্জের উপকূলবর্তী এলাকায় শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল 5.9 ৷ এর প্রায় 40 মিনিট পরে ইজু দ্বীপপুঞ্জের একটি দ্বীপ হাচিজো থেকে 180 কিলোমিটার দূরে 50 সেমি (1 মিটার) দীর্ঘ সুনামি ঢেউ আছড়ে পড়ে ৷ এই এলাকাগুলিতে মানুষের বসবাস তেমন একটা নেই ৷

এর আগে জেএমএ জানিয়েছিল, ইজু ও ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জের এক মিটার দীর্ঘ (3.3 ফুট) সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে ৷ বাসিন্দারা জন্য আগেভাগে প্রস্তুত থাকে ৷ টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের গত বছরের হিসেব অনুযায়ী, ইজু, ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে 24 হাজার মানুষের বাস ৷

জাপান চারটি গুরুত্বপূর্ণ টেকটোনিক প্লেটের উপর অবস্থান করছে ৷ বছরে 1 হাজার 500 টি ছোট-বড় ভূমিকম্প হয়েই থাকে এখানে ৷ এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে জাপানে অত্যাধুনিক প্রযুক্তিতে বাড়িঘর তৈরি করা হয় ৷ ভূমিকম্প-সুনামির মতো প্রাকৃতিক বিপর্যয়গুলির বিরুদ্ধে মোকাবিলায় জাপান যথেষ্ট দক্ষ ৷ 2011 সালের 11 মার্চ জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি হয় ৷ 9.1 তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপানের উত্তর-পূর্ব অঞ্চল ৷ এরপরই 30 মিটার উচ্চ সুনামির ঢেউ আছড়ে পড়ে ৷ তছনছ হয়ে যায় জাপানের বিস্তীর্ণ এলাকা ৷

টোকিও, 24 সেপ্টেম্বর: ছোট ছোট সুনামি ঢেউ আছড়ে পড়েছে টোকিওর দক্ষিণে প্রত্যন্ত দ্বীপপুঞ্জের তীরে ৷ মঙ্গলবার এই দ্বীপপুঞ্জে এই সুনামির সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া এজেন্সি ৷ এদিন ভোরে এই দ্বীপাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয় ৷ তার কিছুক্ষণ পর ছোট সুনামি ঢেউ আছড়ে পড়ে ৷ অগ্ন্যুৎপাতের ফলেই ভূমিকম্প বলে জানা গিয়েছে ৷ কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি ৷

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের তীরবর্তী এলাকাগুলিতে অবশ্য ভূমিকম্প তেমন টের পাওয়া যায়নি ৷ এর প্রায় তিন ঘণ্টা পরে জাপান সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয় ৷ জাপানের মেটেরিওলজিক্যাল এজেন্সি জানিয়েছে, এদিন ভোরে প্রশান্ত মহাসাগরের ইজু দ্বীপপুঞ্জের উপকূলবর্তী এলাকায় শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল 5.9 ৷ এর প্রায় 40 মিনিট পরে ইজু দ্বীপপুঞ্জের একটি দ্বীপ হাচিজো থেকে 180 কিলোমিটার দূরে 50 সেমি (1 মিটার) দীর্ঘ সুনামি ঢেউ আছড়ে পড়ে ৷ এই এলাকাগুলিতে মানুষের বসবাস তেমন একটা নেই ৷

এর আগে জেএমএ জানিয়েছিল, ইজু ও ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জের এক মিটার দীর্ঘ (3.3 ফুট) সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে ৷ বাসিন্দারা জন্য আগেভাগে প্রস্তুত থাকে ৷ টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের গত বছরের হিসেব অনুযায়ী, ইজু, ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে 24 হাজার মানুষের বাস ৷

জাপান চারটি গুরুত্বপূর্ণ টেকটোনিক প্লেটের উপর অবস্থান করছে ৷ বছরে 1 হাজার 500 টি ছোট-বড় ভূমিকম্প হয়েই থাকে এখানে ৷ এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে জাপানে অত্যাধুনিক প্রযুক্তিতে বাড়িঘর তৈরি করা হয় ৷ ভূমিকম্প-সুনামির মতো প্রাকৃতিক বিপর্যয়গুলির বিরুদ্ধে মোকাবিলায় জাপান যথেষ্ট দক্ষ ৷ 2011 সালের 11 মার্চ জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি হয় ৷ 9.1 তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপানের উত্তর-পূর্ব অঞ্চল ৷ এরপরই 30 মিটার উচ্চ সুনামির ঢেউ আছড়ে পড়ে ৷ তছনছ হয়ে যায় জাপানের বিস্তীর্ণ এলাকা ৷

Last Updated : Sep 24, 2024, 11:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.