মালে, 11 অগস্ট: ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বজায় রাখতে ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার মলদ্বীপ । রবিবার দ্বীপরাষ্ট্রে সফর শেষে সে দেশের শীর্ষ নেতৃত্বকে এই বার্তাই দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷
গত বছর নভেম্বরে চিনপন্থী নেতা মহম্মদ মুইজু রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দিল্লি থেকে মলদ্বীপে প্রথম উচ্চ-পর্যায়ের সফর করলেন জয়শংকর ৷ নতুন সরকারের পদক্ষেপের কারণে নভেম্বরের পর থেকেই মলদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক গুরুতর চাপের মুখে পড়ে । জয়শংকর মলদ্বীপ সফরে গিয়ে প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে বৈঠক করেন, বিস্তৃত আলোচনা করেন সে দেশের বিদেশমন্ত্রী মুসা জমিরের সঙ্গে ৷ এছাড়াও মলদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী ঘাসান মাউমুন, অর্থ ও অর্থনৈতিক উন্নয়ন এবং বাণিজ্য মন্ত্রী ও মলদ্বীপ মানিটারি অথরিটির গভর্নরের সঙ্গেও দেখা করেন জয়শংকর ।
বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, জয়শংকরের সফর ভারতের সামুদ্রিক প্রতিবেশী মলদ্বীপের গুরুত্বকে তুলে ধরেছে ৷ নেবারহুড ফার্স্ট নীতি এবং ভারতের ভিশন সাগরের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে তুলে ধরা হয়েছে মলদ্বীপকে ৷ অর্থাৎ এই অঞ্চলে সবার জন্য নিরাপত্তা এবং বৃদ্ধির পক্ষে সওয়াল করেছে ভারতের বিদেশমন্ত্রক ৷
শনিবার মলদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী মুসা জমির তাঁর পোস্টে লেখেন, "বিদেশমন্ত্রী (ভারতের) এস জয়শংকরকে স্বাগত জানাতে পেরে আনন্দিত ৷ আমরা শীঘ্রই পুনরুদ্ধার এবং উপকূল সুরক্ষা প্রকল্পের হস্তান্তর অনুষ্ঠান এবং 4-লেন ডিট্যুর লিঙ্ক রোড প্রকল্পের উদ্বোধন শুরু করব । দুটি প্রকল্পেই ভারত সরকার সহায়তা করেছে ৷ আড্ডু সিটির মানুষের উন্নয়ন ও সমৃদ্ধিতে তা অবদান রাখবে ৷"
এর আগে, শনিবার মালে সফররত জয়শংকরের সঙ্গে দেখা করেন মলদ্বীপের ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) প্রেসিডেন্ট আবদুল্লাহ শহিদ ৷ ভারত সর্বদা প্রয়োজনের সময়ে মলদ্বীপকে সহায়তা করবে বলে তিনি আস্থা প্রকাশ করেন । পূর্ববর্তী সরকারের ভারত বিরোধী অবস্থানের জন্য দু'দেশের অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক ধাক্কা খেয়েছে বলে মনে করেন তিনি ৷ একইসঙ্গে সরকারের পরিবর্তনে উন্নত সম্পর্কের আশাপ্রকাশ করেন শহিদ ৷ (পিটিআই)