ETV Bharat / international

নতুন ঋণের আগে নির্বাচনের ফল যাচাইয়ের দাবি, জেলে বসেই আইএমএফকে চিঠি ইমরানের - আন্তর্জাতিক মুদ্রা তহবিল

Former Pak PM Imran Khan: জেলে বসেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে চিঠি লিখলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ৷ নতুন ঋণ দেওয়ার আগে নির্বাচনের ফল যাচাইয়ের দাবি জানিয়েছেন তিনি ৷ তবে পিটিআই প্রধানের চিঠিতে গুরুত্ব দিতে নারাজ আইএমএফ বলে সূত্রের খবর ৷

Former Pak PM Imran Khan
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান
author img

By ANI

Published : Feb 24, 2024, 11:10 AM IST

ইসলামাবাদ, 24 ফেব্রুয়ারি: ইসলামাবাদের জন্য কোনো নতুন ঋণ বা লোন অনুমোদন করার আগে নির্বাচনের ফল যাচাই করে নিন ৷ এমনই দাবি করে জেলে বসেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) চিঠি লিখলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ৷ শুক্রবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান নিজেই নিশ্চিত করেছেন যে তিনি অডিট করার দাবি জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন আইএমএফকে । এমনটাই দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে ।

আদিয়ালা জেলে মামলার শুনানি চলাকালীন সংবাদমাধ্যমকে ইমরান খান বলেছেন, "আইএমএফকে চিঠি লেখা হয়েছে এবং আজই সেই চিঠি পাঠানো হবে । এমন পরিস্থিতিতে দেশ যদি ঋণ পায়, তাহলে কে ফেরত দেবে?" প্রাক্তন প্রধানমন্ত্রী সতর্ক করে জানান, নতুন ঋণ দেশকে আরও দারিদ্র্যের দিকে নিয়ে যাবে এবং দেশের বোঝা বাড়াবে ।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলেছে, পিটিআই সিনেটর আলি জাফর ঘোষণা করেছিলেন যে দলের প্রধান নতুন ঋণ দেওয়ার ব্যাপারে আইএমএফকে চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তাঁর সেই ঘোষণা অনুযায়ী একদিন পরেই ইমরান খানের চিঠির বিষয়টি সামনে এল ৷ তবে আইএমএফ শনিবার পিটিআই প্রধানের দাবি উপেক্ষা করে পাকিস্তানের নয়া সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছা প্রকাশ করেছে ৷ সংবাদ প্রতিবেদনে তাই বলা হয়েছে ।

এ দিকে পাকিস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী ইসহাক দার বলেছেন, "ইমরান খানের ওই চিঠির কোনো গুরুত্ব নেই ৷ পিটিআই প্রধান যদি দেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে চিঠি লিখে থাকেন তবে তা নিন্দনীয় । ব্যক্তিগত লাভের জন্য কিছু লেখা লজ্জাজনক । পিটিআই নেতার চিঠির কোনও তাৎপর্য থাকবে না ৷" পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর একজন প্রবীণ নেতা ইসহাক দার পঞ্জাব অ্যাসেম্বলির বাইরে সংবাদমাধ্যমকে এই কথাগুলি বলেন ।

পাকিস্তান গত বছর আইএমএফের থেকে মার্কিন ডলারে 3 বিলিয়ন স্বল্পমেয়াদি ঋণ পেয়েছিল, যা অন্যান্য ঋণ শোধ করতে দেশকে সাহায্য করেছিল । এই ঋণের টাকা পরের মাসে শেষ হয়ে যাবে ৷ তাই এখন দেশের জন্য একটি নতুন এবং অনেক বড় ঋণ চাই নতুন প্রশাসনের বলে মনে করা হচ্ছে ৷ তবে সেই ঋণ যাতে এখনই না দেওয়া হয় তার জন্য চিঠি লিখলেন ইমরান খান ।

আরও পড়ুন:

  1. পাক নির্বাচনে কারচুপির অভিযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ইমরান খানের দলের সমর্থকদের
  2. পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের জন্য আয়ুব খানের নাতি ওমর আয়ুবের নাম প্রস্তাব ইমরান খানের দলের
  3. পিপিপি'র সঙ্গে পাকিস্তানে সরকার গঠনের আলোচনায় পিএমএল-এন, প্রধানমন্ত্রী ফের নওয়াজ!

ইসলামাবাদ, 24 ফেব্রুয়ারি: ইসলামাবাদের জন্য কোনো নতুন ঋণ বা লোন অনুমোদন করার আগে নির্বাচনের ফল যাচাই করে নিন ৷ এমনই দাবি করে জেলে বসেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) চিঠি লিখলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ৷ শুক্রবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান নিজেই নিশ্চিত করেছেন যে তিনি অডিট করার দাবি জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন আইএমএফকে । এমনটাই দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে ।

আদিয়ালা জেলে মামলার শুনানি চলাকালীন সংবাদমাধ্যমকে ইমরান খান বলেছেন, "আইএমএফকে চিঠি লেখা হয়েছে এবং আজই সেই চিঠি পাঠানো হবে । এমন পরিস্থিতিতে দেশ যদি ঋণ পায়, তাহলে কে ফেরত দেবে?" প্রাক্তন প্রধানমন্ত্রী সতর্ক করে জানান, নতুন ঋণ দেশকে আরও দারিদ্র্যের দিকে নিয়ে যাবে এবং দেশের বোঝা বাড়াবে ।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলেছে, পিটিআই সিনেটর আলি জাফর ঘোষণা করেছিলেন যে দলের প্রধান নতুন ঋণ দেওয়ার ব্যাপারে আইএমএফকে চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তাঁর সেই ঘোষণা অনুযায়ী একদিন পরেই ইমরান খানের চিঠির বিষয়টি সামনে এল ৷ তবে আইএমএফ শনিবার পিটিআই প্রধানের দাবি উপেক্ষা করে পাকিস্তানের নয়া সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছা প্রকাশ করেছে ৷ সংবাদ প্রতিবেদনে তাই বলা হয়েছে ।

এ দিকে পাকিস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী ইসহাক দার বলেছেন, "ইমরান খানের ওই চিঠির কোনো গুরুত্ব নেই ৷ পিটিআই প্রধান যদি দেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে চিঠি লিখে থাকেন তবে তা নিন্দনীয় । ব্যক্তিগত লাভের জন্য কিছু লেখা লজ্জাজনক । পিটিআই নেতার চিঠির কোনও তাৎপর্য থাকবে না ৷" পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর একজন প্রবীণ নেতা ইসহাক দার পঞ্জাব অ্যাসেম্বলির বাইরে সংবাদমাধ্যমকে এই কথাগুলি বলেন ।

পাকিস্তান গত বছর আইএমএফের থেকে মার্কিন ডলারে 3 বিলিয়ন স্বল্পমেয়াদি ঋণ পেয়েছিল, যা অন্যান্য ঋণ শোধ করতে দেশকে সাহায্য করেছিল । এই ঋণের টাকা পরের মাসে শেষ হয়ে যাবে ৷ তাই এখন দেশের জন্য একটি নতুন এবং অনেক বড় ঋণ চাই নতুন প্রশাসনের বলে মনে করা হচ্ছে ৷ তবে সেই ঋণ যাতে এখনই না দেওয়া হয় তার জন্য চিঠি লিখলেন ইমরান খান ।

আরও পড়ুন:

  1. পাক নির্বাচনে কারচুপির অভিযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ইমরান খানের দলের সমর্থকদের
  2. পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের জন্য আয়ুব খানের নাতি ওমর আয়ুবের নাম প্রস্তাব ইমরান খানের দলের
  3. পিপিপি'র সঙ্গে পাকিস্তানে সরকার গঠনের আলোচনায় পিএমএল-এন, প্রধানমন্ত্রী ফের নওয়াজ!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.