ইসলামাবাদ, 24 ফেব্রুয়ারি: ইসলামাবাদের জন্য কোনো নতুন ঋণ বা লোন অনুমোদন করার আগে নির্বাচনের ফল যাচাই করে নিন ৷ এমনই দাবি করে জেলে বসেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) চিঠি লিখলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ৷ শুক্রবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান নিজেই নিশ্চিত করেছেন যে তিনি অডিট করার দাবি জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন আইএমএফকে । এমনটাই দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে ।
আদিয়ালা জেলে মামলার শুনানি চলাকালীন সংবাদমাধ্যমকে ইমরান খান বলেছেন, "আইএমএফকে চিঠি লেখা হয়েছে এবং আজই সেই চিঠি পাঠানো হবে । এমন পরিস্থিতিতে দেশ যদি ঋণ পায়, তাহলে কে ফেরত দেবে?" প্রাক্তন প্রধানমন্ত্রী সতর্ক করে জানান, নতুন ঋণ দেশকে আরও দারিদ্র্যের দিকে নিয়ে যাবে এবং দেশের বোঝা বাড়াবে ।
দ্য নিউজ ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলেছে, পিটিআই সিনেটর আলি জাফর ঘোষণা করেছিলেন যে দলের প্রধান নতুন ঋণ দেওয়ার ব্যাপারে আইএমএফকে চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তাঁর সেই ঘোষণা অনুযায়ী একদিন পরেই ইমরান খানের চিঠির বিষয়টি সামনে এল ৷ তবে আইএমএফ শনিবার পিটিআই প্রধানের দাবি উপেক্ষা করে পাকিস্তানের নয়া সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছা প্রকাশ করেছে ৷ সংবাদ প্রতিবেদনে তাই বলা হয়েছে ।
এ দিকে পাকিস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী ইসহাক দার বলেছেন, "ইমরান খানের ওই চিঠির কোনো গুরুত্ব নেই ৷ পিটিআই প্রধান যদি দেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে চিঠি লিখে থাকেন তবে তা নিন্দনীয় । ব্যক্তিগত লাভের জন্য কিছু লেখা লজ্জাজনক । পিটিআই নেতার চিঠির কোনও তাৎপর্য থাকবে না ৷" পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর একজন প্রবীণ নেতা ইসহাক দার পঞ্জাব অ্যাসেম্বলির বাইরে সংবাদমাধ্যমকে এই কথাগুলি বলেন ।
পাকিস্তান গত বছর আইএমএফের থেকে মার্কিন ডলারে 3 বিলিয়ন স্বল্পমেয়াদি ঋণ পেয়েছিল, যা অন্যান্য ঋণ শোধ করতে দেশকে সাহায্য করেছিল । এই ঋণের টাকা পরের মাসে শেষ হয়ে যাবে ৷ তাই এখন দেশের জন্য একটি নতুন এবং অনেক বড় ঋণ চাই নতুন প্রশাসনের বলে মনে করা হচ্ছে ৷ তবে সেই ঋণ যাতে এখনই না দেওয়া হয় তার জন্য চিঠি লিখলেন ইমরান খান ।
আরও পড়ুন: