ETV Bharat / international

বিমান হামলায় মৃত্য়ু হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাহর, দাবি ইজরায়েলি সেনার - Hezbollah leader Hassan Nasrallah - HEZBOLLAH LEADER HASSAN NASRALLAH

Hezbollah Leader Hassan Nasrallah is Killed: শুক্রবার বেইরুটে বিমান হামলায় হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর প্রধান হাসান নাসরাল্লাহকে খতম করা হয়েছে ৷ এমনটাই দাবি করেছে ইজরায়েলি সেনা ৷

Hezbollah leader Hassan Nasrallah is killed
নিকেশ হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাহ (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Sep 28, 2024, 2:16 PM IST

Updated : Sep 28, 2024, 3:10 PM IST

তেলআবিব, 28 সেপ্টেম্বর: হিজবুল্লার শীর্ষ কমান্ডার ইব্রাহিম কোবেইসির পর এবার নিকেশ হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর নেতা হাসান নাসরাল্লাহ ? ইজরায়েলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, শুক্রবার বেইরুটে বিমান হামলায় হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর প্রধান হাসান নাসরাল্লাহের মৃত্যু হয়েছে ৷

ইজরায়েলের সামরিক বাহিনীর দাবি, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আকাশ পথে যুদ্ধবিমানে হামলা চালানো হয় ৷ সে সময় হিজবুল্লার নেতারা বেইরুটের দক্ষিণে দাহিয়েহে নিজেদের সদর দফতরেই ছিল ৷ আর ইজরায়েলি বিমান বাহিনীর হামলাতেই প্রাণ যায় হাসান নাসিরুল্লাহর ৷

হিজবুল্লার দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলি কারকি এবং হিজবুল্লাহর অতিরিক্ত কমান্ডাররাও ইজরায়েলি হামলায় নিহত বলে জানিয়েছে ইজরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) ৷ লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, শুক্রবারের ইজরায়েল সেনার হামলায় 6 জন নিহত এবং 91 জন আহত হয়েছে ৷ হামলায় ছ'টি ভবন ধ্বংস হয়েছে ৷

নাসরাল্লাহ তিন দশকেরও বেশি সময় ধরে হিজবুল্লাহের নেতৃত্ব দিয়েছেন। হিজবুল্লা অবশ্য কোনও প্রতিক্রিয়া দেয়নি। ইজরায়েল শনিবারও হিজবুল্লার বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা জারি রেখেছে ৷ হিজবুল্লাও ইজরায়েলের দিকে বেশ কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে বলে জানা যায়। ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর পরই অতিরিক্ত সেনা মোতায়েন করছে। সেনাবাহিনী এদিন সকালে জানিয়েছে, আক্রমণের ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য সপ্তাহের শুরুতে উত্তর ইজরায়েলে দুটি ব্রিগেড পাঠানোর পরে রিজার্ভ সেনাদের তিনটি ব্যাটালিয়নকে আরও সক্রিয় করা হয়েছে।

শনিবার সকালে, ইজরায়েলি সেনা দক্ষিণ বেইরুট এবং পূর্ব লেবাননের বেকা উপত্যকায় বেশ কয়েকটি হামলা চালায় বলেও জানা যায়। হিজবুল্লা উত্তর ও মধ্য ইজরায়েল এবং ইজরায়েল-অধিকৃত পশ্চিম এলাকাতেও বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রসঙ্গত, ইজরায়েলি সেনা শনিবার এও দাবি করে, তারা বেইরুটে হিজবুল্লার সদর দফতরে হামলা চালায় যেখানে মহম্মদ আলি ইসমাইল এবং তাঁর সহকারী হুসেন আহমেদ ইসমাইল-সহ বেশ কয়েকজন শীর্ষ হিজবুল নেতাদের মৃত্যু হয়েছে ৷ আক্রমণের জেরে আশপাশেরও বেশ কয়েকটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরে লেবাননের রাজধানীতে হামলা এরপর লাগাতার আক্রমণের জেরে এই সংঘাত আদতে পূর্ণাঙ্গ যুদ্ধের কাছাকাছি যাবে বলে মনে করছে ওয়াকিবহল মহল ৷ লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত ছয়জন নিহত ও 91 জন আহত হয়েছেন।

তেলআবিব, 28 সেপ্টেম্বর: হিজবুল্লার শীর্ষ কমান্ডার ইব্রাহিম কোবেইসির পর এবার নিকেশ হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর নেতা হাসান নাসরাল্লাহ ? ইজরায়েলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, শুক্রবার বেইরুটে বিমান হামলায় হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর প্রধান হাসান নাসরাল্লাহের মৃত্যু হয়েছে ৷

ইজরায়েলের সামরিক বাহিনীর দাবি, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আকাশ পথে যুদ্ধবিমানে হামলা চালানো হয় ৷ সে সময় হিজবুল্লার নেতারা বেইরুটের দক্ষিণে দাহিয়েহে নিজেদের সদর দফতরেই ছিল ৷ আর ইজরায়েলি বিমান বাহিনীর হামলাতেই প্রাণ যায় হাসান নাসিরুল্লাহর ৷

হিজবুল্লার দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলি কারকি এবং হিজবুল্লাহর অতিরিক্ত কমান্ডাররাও ইজরায়েলি হামলায় নিহত বলে জানিয়েছে ইজরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) ৷ লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, শুক্রবারের ইজরায়েল সেনার হামলায় 6 জন নিহত এবং 91 জন আহত হয়েছে ৷ হামলায় ছ'টি ভবন ধ্বংস হয়েছে ৷

নাসরাল্লাহ তিন দশকেরও বেশি সময় ধরে হিজবুল্লাহের নেতৃত্ব দিয়েছেন। হিজবুল্লা অবশ্য কোনও প্রতিক্রিয়া দেয়নি। ইজরায়েল শনিবারও হিজবুল্লার বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা জারি রেখেছে ৷ হিজবুল্লাও ইজরায়েলের দিকে বেশ কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে বলে জানা যায়। ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর পরই অতিরিক্ত সেনা মোতায়েন করছে। সেনাবাহিনী এদিন সকালে জানিয়েছে, আক্রমণের ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য সপ্তাহের শুরুতে উত্তর ইজরায়েলে দুটি ব্রিগেড পাঠানোর পরে রিজার্ভ সেনাদের তিনটি ব্যাটালিয়নকে আরও সক্রিয় করা হয়েছে।

শনিবার সকালে, ইজরায়েলি সেনা দক্ষিণ বেইরুট এবং পূর্ব লেবাননের বেকা উপত্যকায় বেশ কয়েকটি হামলা চালায় বলেও জানা যায়। হিজবুল্লা উত্তর ও মধ্য ইজরায়েল এবং ইজরায়েল-অধিকৃত পশ্চিম এলাকাতেও বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রসঙ্গত, ইজরায়েলি সেনা শনিবার এও দাবি করে, তারা বেইরুটে হিজবুল্লার সদর দফতরে হামলা চালায় যেখানে মহম্মদ আলি ইসমাইল এবং তাঁর সহকারী হুসেন আহমেদ ইসমাইল-সহ বেশ কয়েকজন শীর্ষ হিজবুল নেতাদের মৃত্যু হয়েছে ৷ আক্রমণের জেরে আশপাশেরও বেশ কয়েকটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরে লেবাননের রাজধানীতে হামলা এরপর লাগাতার আক্রমণের জেরে এই সংঘাত আদতে পূর্ণাঙ্গ যুদ্ধের কাছাকাছি যাবে বলে মনে করছে ওয়াকিবহল মহল ৷ লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত ছয়জন নিহত ও 91 জন আহত হয়েছেন।

Last Updated : Sep 28, 2024, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.