ওয়াশিংটন, 21 সেপ্টেম্বর: ওয়াশিংটন ডিসি-র ভারতীয় দূতাবাসের ভিতর থেকে এক আধিকারিকের দেহ উদ্ধার হয়েছে৷ ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, তিনদিন আগে সন্ধ্যায় ওই আধিকারিকের দেহ উদ্ধার হয় দূতাবাসের ভিতরে ৷ এই ঘটনায় স্থানীয় পুলিশ ও মার্কিন সিক্রেট সার্ভিসের গোয়েন্দারা তদন্ত শুরু করেছে ৷ উল্লেখ্য, আজ, শনিবার ভোরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনদিনের মার্কিন সফরে রওনা দিয়েছেন ৷ তার আগে এই ঘটনা বেশ উদ্বেগজনক বলেই মনে করছে বিদেশমন্ত্রক ৷
ওয়াশিংটন ডিসি-র ভারতীয় দূতাবাসের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, "দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে, ওয়াশিংটন ডিসি-র ভারতীয় দূতাবাসের একজন সদস্য গত 18 সেপ্টেম্বর 2024 তারিখে, সন্ধ্যায় মারা গিয়েছেন ৷ স্থানীয় পুলিশ ও সিক্রেট সার্ভিস এজেন্সি এই মুহূর্তে ঘটনার তদন্ত শুরু করেছে ৷ তদন্তকারী সংস্থার তরফে এমনটাই মনে করা হচ্ছে, ওই আধিকারিক আত্মঘাতীও হয়ে থাকতে পারেন ৷ আমরা ভারতের সংশ্লিষ্ট সংস্থা এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি ৷ দ্রুততার সঙ্গে নির্বিঘ্নে তাঁর দেহ ভারতে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে ৷"
পাশাপাশি, ভারতীয় দূতাবাসের ওই আধিকারিকের পরিচয় গোপন রাখা হয়েছে ৷ জাতীয় সুরক্ষা ও পরিবারের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বিদেশমন্ত্রক ৷ তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের কয়েকদিন আগে ভারতীয় দূতাবাসের এক আধিকারিকের রহস্যজনক মৃত্যু চিন্তার কারণ হয় উঠেছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে এবছরেই শেষে নির্বাচন ৷ তার আগে চতুর্থ বার্ষিক কোয়াড বৈঠক অংশ নিতে প্রধানমন্ত্রীর এই মার্কিন সফর ৷ যেখানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা ছাড়াও, জাপান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং অ্যান্থনি আলবেনিজ উপস্থিত থাকবেন ৷