ঢাকা, 5 অগস্ট: বাংলাদেশের রাজধানী ঢাকায় ভাঙচুর চালানো হল ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে ৷ এর সঙ্গেই ভাঙচুর চালানো হয়েছে চারটি হিন্দু মন্দিরেও ৷
সোমবার দুপুরেই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা ৷ এরপরই প্রধানমন্ত্রীর বাসভবন 'গণভবন' চলে যায় আমজনতার দখলে ৷ সাধারণ মানুষ দখল করে নেয় সংসদ ভবনও ৷ এরপরই বিকেলে জানা গিয়েছে, ঢাকায় ভারতীয় সংস্কৃতি কেন্দ্রে ভাঙচুর চালানো হয়েছে ৷ একই সঙ্গে অশান্তির জের এসে পড়েছে সে দেশের হিন্দু মন্দিরেও ৷ ক্ষুব্ধ জনতার হাতে ক্ষতি হয়েছে বেশ কয়েকটি হিন্দু মন্দিরও ৷ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা কাজল দেবনাথ বলেন, "সারা দেশে অন্তত চারটি হিন্দু মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রিপোর্ট পেয়েছি।" এগুলিকে অবশ্য ছোট ক্ষতি বলেই জানিয়েছেন তিনি ৷ তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর উত্তেজিত পরিস্থিতির প্রেক্ষিতে সে দেশের হিন্দু সম্প্রদায়ের কিছু নেতাও আতঙ্কিত।
2010 সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল এই সাংস্কৃতিক কেন্দ্রটি ৷ সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, কর্মশালার আয়োজন করা হত সেখানে ৷ হিন্দি, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, ভারতীয় নৃত্য যেমন কত্থক এবং ভারতীয় নৃত্যের জন্য ভারত পেশাদার, প্রশিক্ষকদেরও সেখানে নিয়মিত পাঠাত ৷ ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক যোগসূত্রের অন্যতম প্রচার কেন্দ্রও ছিল এই সংস্কৃতি কেন্দ্র। বাংলাদেশের পেশাদারদেরও নিযুক্ত করা হয়েছিল বিভিন্ন সময়ে যাঁরা ভারতীয় গুরুদের কাছ থেকে বা ভারতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস অফ ইন্ডিয়ার একটি সাংস্কৃতিক কেন্দ্র, ভারতীয় শিল্প, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি এবং কথাসাহিত্যের ক্ষেত্রে 21 হাজারেরও বেশি বই-সহ একটি লাইব্রেরিও রয়েছে সেখানে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ঢাকার ধানমন্ডি এলাকায় অবস্থিত ইন্দিরা গান্ধি সাংস্কৃতিক কেন্দ্রে আচমকা হামলা চালায় উত্তেজিত জনতা ৷ অশান্ত জনতা নির্বিচারে ভাঙচুর চালায় সংস্কৃতি কেন্দ্রে। ঢাকা ট্রিবিউন পত্রিকার খবর অনুযায়ী, বিক্ষোভকারীরা ধানমন্ডি 32-এ 'বঙ্গবন্ধু স্মৃতি মিউজিয়াম' নামে পরিচিত বঙ্গবন্ধু ভবন-সহ ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে আগুন ধরিয়ে দেয়। মিউজিয়ামটি শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছিল ৷ গত 1975 সালে দেশের রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালীন এই বাড়িতেই হত্যা করা হয়েছিল মুজিবুর রহমানকে । বাংলাদেশে ব্যাপক প্রতিবাদের আঁচ এদিন এসে পড়ে এই বাড়িতেও ৷
অন্যদিকে, প্রধানমন্ত্রী হাসিনাকে পদত্যাগ করতে এবং বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলে খবর। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান একটি অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণাও করেছেন ৷ সেই সঙ্গে বিক্ষোভকারীদের হিংসা বন্ধ করারও আহ্বান জানিয়েছেন তিনি। (পিটিআই)