ETV Bharat / international

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের জন্য আয়ুব খানের নাতি ওমর আয়ুবের নাম প্রস্তাব ইমরান খানের দলের - Pakistan Elections

Pakistan PM Candidate: কয়েকদিনের জল্পনার পর ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে পিটিআই-সমর্থিত প্রার্থী হিসেবে তাঁর সরকারে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী থাকা ওমর আয়ুব খানের নাম প্রস্তাব করেছেন । ওমর ইয়ুব খান কে এবং তাঁর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কতটুকু ? সেই নিয়ে লিখেছেন ইটিভি ভারত-এর অরুণিম ভূঁইয়া ।

imran
imran
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 8:39 PM IST

নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই সমর্থিত নির্দলরা সবচেয়ে বেশি আসনে জেতার পর পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জেলবন্দি ইমরান খান তাঁর তরফে নতুন প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করেছেন ৷ তিনি চান পাকিস্তানেক পরবর্তী প্রধানমন্ত্রী হোন ওমর আয়ুব খান ৷ এই ব্যক্তি ইমরান খানের সরকারে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী ছিলেন ৷ তিনি পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আয়ুব খানের নাতি ৷

পাকিস্তানের নির্বাচন কমিশনের তরফে দেওয়া হিসেব অনুযায়ী, সে দেশের নির্বাচনে 266 আসনের মধ্য়ে 92টি আসনে জিতেছেন পিটিআই সমর্থিক নির্দল প্রার্থীরা ৷ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) জিতেছে 75টি আসনে ৷ বিলওয়াল ভুট্টোর (প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টো ও প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ছেলে) নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি জিতেছে 54টি আসনে ৷

পাকিস্তানে সরকার গড়ার জন্য প্রয়োজন 134 জনের সমর্থন ৷ আর পিএমএল-এন ও পিপিপির জয়ী সদস্য়দের যোগফল 129 ৷ মনে করা হচ্ছিল অন্য নির্দল বা আঞ্চলিক দলগুলির সমর্থন নিয়ে জোট সরকার তৈরি হবে ৷ ইতিমধ্যে জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ভাই শাহবাজের নাম প্রস্তাব করেছেন নওয়াজ শরিফ ৷ তিনি আর প্রধানমন্ত্রী হতে চান না বলেও জানিয়েছেন ৷

এই পরিস্থিতিতে পাকিস্তানি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পিটিআই নেতা এবং ন্য়াশনাল অ্যাসেম্বলির প্রাক্তন স্পিকার আসাদ কায়সার জানিয়েছেন যে ইমরান খান প্রধানমন্ত্রী পদের জন্য ওমর আয়ুব খানকে বেছে নিয়েছেন । আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে তিনি এই ঘোষণা করেন । পিটিআই-সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওমর আয়ুব খান ৷ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের যে আসনে তিনি প্রার্থী হন, সেখানে লক্ষাধিক ভোটে হারিয়েছেন নওয়াজ শরিফের দলের প্রার্থীকে ৷

কে এই ওমর আয়ুব খান ?

1986 সালের 26 জানুয়ারিতে জন্ম নেওয়া এই ওমর আয়ুব খান ফিল্ড মার্শাল আয়ুব খানের নাতি ৷ আয়ুব খান 1958 থেকে 1969 পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ৷ তাঁর সময়ই 1965 সালে পাকিস্তান ভারতের কাছে যুদ্ধে পরাস্ত হয় ৷ ওমরের বাবা প্রয়াত গোহার আয়ুব খান পাক সেনায় ছিলেন ৷ পরে তিনি রাজনীতিতে আসেন ৷ তিনি পিএমএল-এন এর সদস্য ছিলেন ৷

2002 সালে পিএমএল-কিউ এর তরফে ভোটে লড়ে প্রথমবার জয়ী হন ওমর আয়ুব খান ৷ 2004 থেকে 2007 সাল পর্যন্ত তিনি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী সওকত আজিজের সরকারে অর্থ প্রতিমন্ত্রী ছিলেন ৷ 2008 সালে তিনি ভোটে হেরে যান ৷ পরে তিনি নওয়াজ শরিফের দলে যোগ দেন ৷ 2012 সালে ওই দলের হয়েও ভোটে হেরে যান ৷ তবে 2014 সালে তিনি আবার ভোটে জেতেন ৷

2018 সালের তিনি ইমরান খানের দল পিটিআই-তে যোগ দেন ৷ ওই দলের হয়ে ভোটে জেতেন ৷ সেই সময় তাঁকে ফেডারেল মিনিস্টার করা হয় ৷ 2019 সালে তাঁকে পেট্রোলিয়ামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় ৷ 2021 সালের এপ্রিলের মাঝামাঝি তিনি ইমরান খানের সরকারে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী হন ৷ এবার তাঁকেই প্রধানমন্ত্রী করতে চান ইমরান খান ৷ কিন্তু তাঁর প্রধানমন্ত্রী হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে ?

আপাতত ইমরান খান তাঁর দলের সমর্থিত নির্দল প্রার্থীদের মজলিস ওয়াদাত-ই-মুসলিমিন বা এমডাব্লুএম এর সঙ্গে জোট করার বিষয়ে সম্মতি জানিয়েছেন ৷ দলের মুখপাত্র রউফ হাসান মঙ্গলবারই তা জানিয়েছিলেন ৷ কিন্তু ওই দল জিতেছে মাত্র একটি আসনে৷ যেহেতু পিটিআই এবার তাদের প্রতীক পায়নি ৷ তাই ইমরানের পক্ষে থাকা নির্দলরা পিটিআই-তে যোগ দিতে পারবেন না ৷ তাঁদের অন্য কোনও দলে যোগ দিতে হবে ৷ সেক্ষেত্রে এমডাব্লুএম সেই বিকল্প, যেখানে ইমরান অনুগামী নির্দলরা যোগ দিতে পারেন ৷

তার পরও এমডাব্লুএম-এর সংখ্যা হবে 93 ৷ সরকার গড়তে তাদের 41 জনের সমর্থন প্রয়োজন ৷ কীভাবে এই সমর্থন জোগাড় করবে তারা ৷ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে 266টি নির্বাচিত আসন ছাড়াও 70টি সংরক্ষিত আসন রয়েছে ৷ যার মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য 10টি এবং মহিলাদের জন্য 60টি আসন রয়েছে । 5 শতাংশের বেশি ভোট পাওয়া দলগুলোর মধ্যে আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে এই আসনগুলো পূরণ করতে হবে ।

সেই হিসেবে পিটিআই-সমর্থিত নির্দল ও একমাত্র এমডব্লিউএম প্রার্থীর ভোট শতাংশের হিসেবে আরও 20টি আসন তারা পাবে৷ তাদের আসন সেক্ষেত্রে 113 হবে ৷ তখন প্রয়োজন হবে আর 21 জনের সমর্থনের ৷ এই পরিস্থিতিতে তৃতীয় দল জামায়াতে ইসলামী (জেআই) আলোচনায় চলে এসেছে ৷ তারা একটি আসন না জিতলেও তাদের কাছে যদি 5 শতাংশের বেশি ভোট থাকে, তাহলে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ৷

অন্যদিকে সাম্প্রতিক তথ্য়ের ভিত্তিতে জানা গিয়েছে যে পিপিপি-র সঙ্গে আলোচনায় রাজি ইমরান খান ৷ পিটিআই-এর একটি সূত্রকে উদ্ধৃত করে জিও নিউজ জানিয়েছে, "দুই রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে ৷" পাকিস্তানকে নতুন করে গড়ে তুলতে সব দলকে সঙ্গে নেওয়ার কথা সম্প্রতি বলেছেন আসিফ আলি জারদারি ৷ সেই সব দলের মধ্যে পিটিআই-ও রয়েছে ৷ তিনি পিটিআই-এর সঙ্গে এর জন্য আলোচনায় রাজি ৷ আর তার দু’দিন পরই পিটিআই ও পিপিপি-র মধ্যে আলোচনা হওয়ার বিষয়টি সামনে এসেছে ৷

শেষ পর্যন্ত পাকিস্তানের যে দলেরই সরকার হোক না কেন, তাতে যদি পিপিপি সামিল হয়, তাহলে আসিফ আলি জারদারি আবার পাকিস্তানের প্রেসিডেন্ট পদে বসবেন ৷ আর পদত্যাগ করতে হবে বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভিকে ৷

আরও পড়ুন:

  1. জোটে পিপিপি-পিএমএলএন, পাকিস্তানের প্রেসিডেন্ট হচ্ছেন আসিফ আলি জারদারি
  2. পিপিপি'র সঙ্গে পাকিস্তানে সরকার গঠনের আলোচনায় পিএমএল-এন, প্রধানমন্ত্রী ফের নওয়াজ!
  3. পাকিস্তানের নির্বাচনে গণনা শেষ, জয়ী তেহরিক-এ-ইনসাফ সমর্থিত নির্দল প্রার্থীরা

নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই সমর্থিত নির্দলরা সবচেয়ে বেশি আসনে জেতার পর পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জেলবন্দি ইমরান খান তাঁর তরফে নতুন প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করেছেন ৷ তিনি চান পাকিস্তানেক পরবর্তী প্রধানমন্ত্রী হোন ওমর আয়ুব খান ৷ এই ব্যক্তি ইমরান খানের সরকারে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী ছিলেন ৷ তিনি পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আয়ুব খানের নাতি ৷

পাকিস্তানের নির্বাচন কমিশনের তরফে দেওয়া হিসেব অনুযায়ী, সে দেশের নির্বাচনে 266 আসনের মধ্য়ে 92টি আসনে জিতেছেন পিটিআই সমর্থিক নির্দল প্রার্থীরা ৷ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) জিতেছে 75টি আসনে ৷ বিলওয়াল ভুট্টোর (প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টো ও প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ছেলে) নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি জিতেছে 54টি আসনে ৷

পাকিস্তানে সরকার গড়ার জন্য প্রয়োজন 134 জনের সমর্থন ৷ আর পিএমএল-এন ও পিপিপির জয়ী সদস্য়দের যোগফল 129 ৷ মনে করা হচ্ছিল অন্য নির্দল বা আঞ্চলিক দলগুলির সমর্থন নিয়ে জোট সরকার তৈরি হবে ৷ ইতিমধ্যে জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ভাই শাহবাজের নাম প্রস্তাব করেছেন নওয়াজ শরিফ ৷ তিনি আর প্রধানমন্ত্রী হতে চান না বলেও জানিয়েছেন ৷

এই পরিস্থিতিতে পাকিস্তানি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পিটিআই নেতা এবং ন্য়াশনাল অ্যাসেম্বলির প্রাক্তন স্পিকার আসাদ কায়সার জানিয়েছেন যে ইমরান খান প্রধানমন্ত্রী পদের জন্য ওমর আয়ুব খানকে বেছে নিয়েছেন । আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে তিনি এই ঘোষণা করেন । পিটিআই-সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওমর আয়ুব খান ৷ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের যে আসনে তিনি প্রার্থী হন, সেখানে লক্ষাধিক ভোটে হারিয়েছেন নওয়াজ শরিফের দলের প্রার্থীকে ৷

কে এই ওমর আয়ুব খান ?

1986 সালের 26 জানুয়ারিতে জন্ম নেওয়া এই ওমর আয়ুব খান ফিল্ড মার্শাল আয়ুব খানের নাতি ৷ আয়ুব খান 1958 থেকে 1969 পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ৷ তাঁর সময়ই 1965 সালে পাকিস্তান ভারতের কাছে যুদ্ধে পরাস্ত হয় ৷ ওমরের বাবা প্রয়াত গোহার আয়ুব খান পাক সেনায় ছিলেন ৷ পরে তিনি রাজনীতিতে আসেন ৷ তিনি পিএমএল-এন এর সদস্য ছিলেন ৷

2002 সালে পিএমএল-কিউ এর তরফে ভোটে লড়ে প্রথমবার জয়ী হন ওমর আয়ুব খান ৷ 2004 থেকে 2007 সাল পর্যন্ত তিনি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী সওকত আজিজের সরকারে অর্থ প্রতিমন্ত্রী ছিলেন ৷ 2008 সালে তিনি ভোটে হেরে যান ৷ পরে তিনি নওয়াজ শরিফের দলে যোগ দেন ৷ 2012 সালে ওই দলের হয়েও ভোটে হেরে যান ৷ তবে 2014 সালে তিনি আবার ভোটে জেতেন ৷

2018 সালের তিনি ইমরান খানের দল পিটিআই-তে যোগ দেন ৷ ওই দলের হয়ে ভোটে জেতেন ৷ সেই সময় তাঁকে ফেডারেল মিনিস্টার করা হয় ৷ 2019 সালে তাঁকে পেট্রোলিয়ামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় ৷ 2021 সালের এপ্রিলের মাঝামাঝি তিনি ইমরান খানের সরকারে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী হন ৷ এবার তাঁকেই প্রধানমন্ত্রী করতে চান ইমরান খান ৷ কিন্তু তাঁর প্রধানমন্ত্রী হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে ?

আপাতত ইমরান খান তাঁর দলের সমর্থিত নির্দল প্রার্থীদের মজলিস ওয়াদাত-ই-মুসলিমিন বা এমডাব্লুএম এর সঙ্গে জোট করার বিষয়ে সম্মতি জানিয়েছেন ৷ দলের মুখপাত্র রউফ হাসান মঙ্গলবারই তা জানিয়েছিলেন ৷ কিন্তু ওই দল জিতেছে মাত্র একটি আসনে৷ যেহেতু পিটিআই এবার তাদের প্রতীক পায়নি ৷ তাই ইমরানের পক্ষে থাকা নির্দলরা পিটিআই-তে যোগ দিতে পারবেন না ৷ তাঁদের অন্য কোনও দলে যোগ দিতে হবে ৷ সেক্ষেত্রে এমডাব্লুএম সেই বিকল্প, যেখানে ইমরান অনুগামী নির্দলরা যোগ দিতে পারেন ৷

তার পরও এমডাব্লুএম-এর সংখ্যা হবে 93 ৷ সরকার গড়তে তাদের 41 জনের সমর্থন প্রয়োজন ৷ কীভাবে এই সমর্থন জোগাড় করবে তারা ৷ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে 266টি নির্বাচিত আসন ছাড়াও 70টি সংরক্ষিত আসন রয়েছে ৷ যার মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য 10টি এবং মহিলাদের জন্য 60টি আসন রয়েছে । 5 শতাংশের বেশি ভোট পাওয়া দলগুলোর মধ্যে আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে এই আসনগুলো পূরণ করতে হবে ।

সেই হিসেবে পিটিআই-সমর্থিত নির্দল ও একমাত্র এমডব্লিউএম প্রার্থীর ভোট শতাংশের হিসেবে আরও 20টি আসন তারা পাবে৷ তাদের আসন সেক্ষেত্রে 113 হবে ৷ তখন প্রয়োজন হবে আর 21 জনের সমর্থনের ৷ এই পরিস্থিতিতে তৃতীয় দল জামায়াতে ইসলামী (জেআই) আলোচনায় চলে এসেছে ৷ তারা একটি আসন না জিতলেও তাদের কাছে যদি 5 শতাংশের বেশি ভোট থাকে, তাহলে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ৷

অন্যদিকে সাম্প্রতিক তথ্য়ের ভিত্তিতে জানা গিয়েছে যে পিপিপি-র সঙ্গে আলোচনায় রাজি ইমরান খান ৷ পিটিআই-এর একটি সূত্রকে উদ্ধৃত করে জিও নিউজ জানিয়েছে, "দুই রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে ৷" পাকিস্তানকে নতুন করে গড়ে তুলতে সব দলকে সঙ্গে নেওয়ার কথা সম্প্রতি বলেছেন আসিফ আলি জারদারি ৷ সেই সব দলের মধ্যে পিটিআই-ও রয়েছে ৷ তিনি পিটিআই-এর সঙ্গে এর জন্য আলোচনায় রাজি ৷ আর তার দু’দিন পরই পিটিআই ও পিপিপি-র মধ্যে আলোচনা হওয়ার বিষয়টি সামনে এসেছে ৷

শেষ পর্যন্ত পাকিস্তানের যে দলেরই সরকার হোক না কেন, তাতে যদি পিপিপি সামিল হয়, তাহলে আসিফ আলি জারদারি আবার পাকিস্তানের প্রেসিডেন্ট পদে বসবেন ৷ আর পদত্যাগ করতে হবে বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভিকে ৷

আরও পড়ুন:

  1. জোটে পিপিপি-পিএমএলএন, পাকিস্তানের প্রেসিডেন্ট হচ্ছেন আসিফ আলি জারদারি
  2. পিপিপি'র সঙ্গে পাকিস্তানে সরকার গঠনের আলোচনায় পিএমএল-এন, প্রধানমন্ত্রী ফের নওয়াজ!
  3. পাকিস্তানের নির্বাচনে গণনা শেষ, জয়ী তেহরিক-এ-ইনসাফ সমর্থিত নির্দল প্রার্থীরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.