ETV Bharat / international

পিচাইকে ডক্টর অফ সায়েন্স, স্ত্রী অঞ্জলিকে বিশিষ্ট প্রাক্তনী পুরস্কার দিল খড়গপুর আইআইটি - IIT Kharagpur honours Pichai - IIT KHARAGPUR HONOURS PICHAI

IIT-Kharagpur honours Sundar Pichai: গুগলের সিইও সুন্দর পিচাইকে ডক্টর অফ সায়েন্স এবং তাঁর স্ত্রী অঞ্জলি পিচাইকে বিশিষ্ট প্রাক্তনী পুরস্কার দিল খড়গপুর আইআইটি ৷ সান ফ্রান্সিসকোতে আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁদের এই পুরস্কার দেওয়া হয় ৷

ETV BHARAT
পিচাইকে ডক্টর অফ সায়েন্স পুরস্কার দিল খড়গপুর আইআইটি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 26, 2024, 4:57 PM IST

খড়গপুর, 26 জুলাই: সান ফ্রান্সিসকোতে একটি অনুষ্ঠানে গুগলের সিইও সুন্দর পিচাইকে ডক্টর অফ সায়েন্স (অনারিস কসা) পুরস্কার দিল খড়গপুর আইআইটি ৷ পাশাপাশি তাঁর স্ত্রী অঞ্জলি পিচাইকে ডিস্টিংগুইশ অ্যালামনাস অ্যাওয়ার্ড অর্থাৎ বিশিষ্ট প্রাক্তনী পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে ৷ বৃহস্পতিবার এই শিক্ষাপ্রতিষ্ঠানের তরফে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয় ৷

বিবৃতিতে বলা হয়েছে যে, খড়গপুর আইআইটি-র অধিকর্তা ভিকে তিওয়ারি এবং সুন্দর পিচাইয়ের বাবা-মা ও তাঁদের মেয়ে কাব্য পিচাইয়ের উপস্থিতিতে এই সম্মান জানানো হয় ৷ আইআইটি-খড়গপুর বিবৃতিতে বলেছে, "ডিজিটাল রূপান্তর, সাশ্রয়ী প্রযুক্তি এবং অভাবনীয় উদ্ভাবনের প্রতি তাঁর উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ; গত বছরের ডিসেম্বরে আইআইটি-খড়গপুরের 69তম সমাবর্তনে প্রতিষ্ঠানের পরিদর্শক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পিচাইকে ডক্টর অফ সায়েন্স (অনারিস কসা) ডিগ্রি প্রদান করেন । যেহেতু পিচাই বার্ষিক সমাবর্তনে উপস্থিত ছিলেন না, তাই প্রতিষ্ঠান তাঁর সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয় । 23 জুলাই প্রতিষ্ঠানের আধিকারিকরা সান ফ্রান্সিসকোতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ৷"

এদিনের অনুষ্ঠানে সুন্দর পিচাই বলেন, "এটি সত্যিই একটি বড় সম্মান যা খড়গপুর আইআইটি আমাকে দিয়েছে । এই পুরস্কারটি পেয়ে আমি ধন্য…হাতে এই পুরস্কার নিয়ে দাঁড়িয়ে থাকা আমাকে সেই তরুণ ছেলেটির কথা মনে করিয়ে দেয়, যে আমি সেই পৃথিবীতে থাকার স্বপ্ন দেখেছিলাম যা আমি আমার উদ্ভাবন দিয়ে তৈরি করার চেষ্টা করছি । আইআইটি-খড়গপুর আমার হৃদয়ে একটি বিশেষ স্থান রাখে, কারণ এটি সেই জায়গা যেখানে আমার প্রিয় স্ত্রী অঞ্জলির সঙ্গে আমার প্রথম দেখা হয় এবং আমার দ্বিতীয় যে বাড়িতে আমি বড় হয়েছি, সেখানকার সুন্দর স্মৃতি রয়েছে ।"

ETV BHARAT
পিচাইকে ডক্টর অফ সায়েন্স দিল খড়গপুর আইআইটি (নিজস্ব চিত্র)

বৃহত্তর প্রযুক্তিগত কাজে গুগলের অংশীদারিত্বে খড়গপুর আইআইটি-র সঙ্গে সংযোগ স্থাপনের জন্য তিনি উন্মুখ রয়েছেন বলেও জানান পিচাই ৷ খড়গপুর আইআইটি থেকে মেটালার্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক (অনার্স) সুন্দররাজন পিচাই অ্যালফাবেট আইএনসি এবং গুগলের সিইও ।

খড়গপুর, 26 জুলাই: সান ফ্রান্সিসকোতে একটি অনুষ্ঠানে গুগলের সিইও সুন্দর পিচাইকে ডক্টর অফ সায়েন্স (অনারিস কসা) পুরস্কার দিল খড়গপুর আইআইটি ৷ পাশাপাশি তাঁর স্ত্রী অঞ্জলি পিচাইকে ডিস্টিংগুইশ অ্যালামনাস অ্যাওয়ার্ড অর্থাৎ বিশিষ্ট প্রাক্তনী পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে ৷ বৃহস্পতিবার এই শিক্ষাপ্রতিষ্ঠানের তরফে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয় ৷

বিবৃতিতে বলা হয়েছে যে, খড়গপুর আইআইটি-র অধিকর্তা ভিকে তিওয়ারি এবং সুন্দর পিচাইয়ের বাবা-মা ও তাঁদের মেয়ে কাব্য পিচাইয়ের উপস্থিতিতে এই সম্মান জানানো হয় ৷ আইআইটি-খড়গপুর বিবৃতিতে বলেছে, "ডিজিটাল রূপান্তর, সাশ্রয়ী প্রযুক্তি এবং অভাবনীয় উদ্ভাবনের প্রতি তাঁর উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ; গত বছরের ডিসেম্বরে আইআইটি-খড়গপুরের 69তম সমাবর্তনে প্রতিষ্ঠানের পরিদর্শক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পিচাইকে ডক্টর অফ সায়েন্স (অনারিস কসা) ডিগ্রি প্রদান করেন । যেহেতু পিচাই বার্ষিক সমাবর্তনে উপস্থিত ছিলেন না, তাই প্রতিষ্ঠান তাঁর সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয় । 23 জুলাই প্রতিষ্ঠানের আধিকারিকরা সান ফ্রান্সিসকোতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ৷"

এদিনের অনুষ্ঠানে সুন্দর পিচাই বলেন, "এটি সত্যিই একটি বড় সম্মান যা খড়গপুর আইআইটি আমাকে দিয়েছে । এই পুরস্কারটি পেয়ে আমি ধন্য…হাতে এই পুরস্কার নিয়ে দাঁড়িয়ে থাকা আমাকে সেই তরুণ ছেলেটির কথা মনে করিয়ে দেয়, যে আমি সেই পৃথিবীতে থাকার স্বপ্ন দেখেছিলাম যা আমি আমার উদ্ভাবন দিয়ে তৈরি করার চেষ্টা করছি । আইআইটি-খড়গপুর আমার হৃদয়ে একটি বিশেষ স্থান রাখে, কারণ এটি সেই জায়গা যেখানে আমার প্রিয় স্ত্রী অঞ্জলির সঙ্গে আমার প্রথম দেখা হয় এবং আমার দ্বিতীয় যে বাড়িতে আমি বড় হয়েছি, সেখানকার সুন্দর স্মৃতি রয়েছে ।"

ETV BHARAT
পিচাইকে ডক্টর অফ সায়েন্স দিল খড়গপুর আইআইটি (নিজস্ব চিত্র)

বৃহত্তর প্রযুক্তিগত কাজে গুগলের অংশীদারিত্বে খড়গপুর আইআইটি-র সঙ্গে সংযোগ স্থাপনের জন্য তিনি উন্মুখ রয়েছেন বলেও জানান পিচাই ৷ খড়গপুর আইআইটি থেকে মেটালার্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক (অনার্স) সুন্দররাজন পিচাই অ্যালফাবেট আইএনসি এবং গুগলের সিইও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.