ETV Bharat / international

মেসির শহরে চারদিনে 4 খুন, ড্রাগ মাফিয়াদের যোগ পেল পুলিশ - Murders in Rosario - MURDERS IN ROSARIO

MURDERS IN ROSARIO: রোজারিওর গ্যাস সার্ভিস স্টেশনের কর্মী 25 বছরের ব্রুনো বুশানিচকে গুলি করে হত্যা করা হয় সপ্তাহ দুই আগে ৷ এর নেপথ্যে আর্জেন্তিনার রোজারিও শহরের ড্রাগ মাফিয়াদের হাত রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ ৷ ধীরে ধীরে আরও বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা।

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 5:57 PM IST

রোজারিও, 21 এপ্রিল: জেলের ভিতর থেকে খুনের নির্দেশ ৷ এমনই ঘটনা সম্প্রতি সামনে এসেছে আর্জেন্তিনার শহর রোজারিওতে ৷ প্রশাসন রোজারিওর সংশোধনাগারের ভিতর থেকে একটি ফোন কল ট্র্যাক করেছে ৷ সেখানে এক মাদকচক্রের মাথা সংশোধনাগারের ভিতর থেকে বাইরে তার দলবলের সঙ্গে যোগাযোগ স্থাপন করছিল ৷ রোজারিও শহরের 25 বছরের ব্রুনো বুশানিচকে খুনের নির্দেশ দিচ্ছিল ওই মাদকচক্রের মাথা ৷

উল্লেখ্য, গত 9 মার্চ রোজারিওর গ্যাস সার্ভিস স্টেশনের কর্মী 25 বছরের ব্রুনো বুশানিচকে গুলি করে হত্যা করা হয় ৷ সেই ঘটনার তদন্তে নেমে রোজারিও পুলিশ সংশোধনাগারের ভিতর থেকে আসা একটি কল-রেকর্ড হাতে পায় ৷ সেখানেই জানা যায়, বুশানিচ মাদককারবারিদের শিকার হয়েছেন ৷ তাঁকে একফুটের দূরত্ব থেকে তিনটি গুলি করা হয়েছে ৷ তবে, একা বুশানিচ নন ৷ গত চারদিনে আর্জেন্তাইন মহাতারকা লিওনেল মেসির শহরে 4 জন যুবককে এভাবেই খুন করা হয়েছে ৷

বুশানিচের রক্তাক্ত দেহের পাশে একটি হাতে লেখা চিঠি পাওয়া গিয়েছে ৷ সেখানে মাদকপাচারকারীদের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷ বলা হয়েছে, রোজারিও শহরে নিজেদের আধিপত্য বিস্তার করতে যুবসমাজকে তারা টার্গেট করেছে ৷ যারা তাদের দলে সামিল হতে অস্বীকার করবে, তাদেরই এভাবে হত্যা করা হবে ৷ উল্লেখ্য, ব্রুনো বুশানিচকে হত্যা করার জন্য 15 বছরের এক কিশোরকে দায়িত্ব দিয়েছিল মাদক কারবারিরা ৷ এমনকী ওই কিশোরের কাছে ব্রুনোকে হত্যা করার আগ্নেয়াস্ত্র কীভাবে এল ? তাও জানতে পারেননি ওই কিশোরের অভিভাবকরা ৷

উল্লেখ্য়, যে হাতে লেখা চিঠিটি পাওয়া গিয়েছিল, সেখানে ড্রাগ মাফিয়ারা প্রশাসনের উদ্দেশ্যে লিখেছে, "আমরা কোনও আপোসে যেতে রাজি নই ৷ আমরা আমাদের অধিকার বুঝে নেব ৷ এবার আমরা আরও নির্দোষ মানুষকে মারব ৷" অর্থাৎ, যুবসমাজকে ড্রাগপাচার ও সেবনে বাধ্য করতে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে মাফিয়ারা ৷ তবে, এই ঘটনায় রোজারিও প্রশাসন এবং আর্জেন্তিনার সরকার দমবে না বলে জানিয়েছে ৷ প্রশাসন একের পর এক এই খুন ও হুমকির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ৷

আরও পড়ুন:

  1. রোজারিওতে ফিরলেই জীবন বিপন্ন, খুনের হুমকি পেলেন মেসির বিশ্বকাপজয়ী সতীর্থ
  2. সুপারমার্কেটে গুলি চালিয়ে মেসিকে বন্দুকবাজদের হুমকি

রোজারিও, 21 এপ্রিল: জেলের ভিতর থেকে খুনের নির্দেশ ৷ এমনই ঘটনা সম্প্রতি সামনে এসেছে আর্জেন্তিনার শহর রোজারিওতে ৷ প্রশাসন রোজারিওর সংশোধনাগারের ভিতর থেকে একটি ফোন কল ট্র্যাক করেছে ৷ সেখানে এক মাদকচক্রের মাথা সংশোধনাগারের ভিতর থেকে বাইরে তার দলবলের সঙ্গে যোগাযোগ স্থাপন করছিল ৷ রোজারিও শহরের 25 বছরের ব্রুনো বুশানিচকে খুনের নির্দেশ দিচ্ছিল ওই মাদকচক্রের মাথা ৷

উল্লেখ্য, গত 9 মার্চ রোজারিওর গ্যাস সার্ভিস স্টেশনের কর্মী 25 বছরের ব্রুনো বুশানিচকে গুলি করে হত্যা করা হয় ৷ সেই ঘটনার তদন্তে নেমে রোজারিও পুলিশ সংশোধনাগারের ভিতর থেকে আসা একটি কল-রেকর্ড হাতে পায় ৷ সেখানেই জানা যায়, বুশানিচ মাদককারবারিদের শিকার হয়েছেন ৷ তাঁকে একফুটের দূরত্ব থেকে তিনটি গুলি করা হয়েছে ৷ তবে, একা বুশানিচ নন ৷ গত চারদিনে আর্জেন্তাইন মহাতারকা লিওনেল মেসির শহরে 4 জন যুবককে এভাবেই খুন করা হয়েছে ৷

বুশানিচের রক্তাক্ত দেহের পাশে একটি হাতে লেখা চিঠি পাওয়া গিয়েছে ৷ সেখানে মাদকপাচারকারীদের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷ বলা হয়েছে, রোজারিও শহরে নিজেদের আধিপত্য বিস্তার করতে যুবসমাজকে তারা টার্গেট করেছে ৷ যারা তাদের দলে সামিল হতে অস্বীকার করবে, তাদেরই এভাবে হত্যা করা হবে ৷ উল্লেখ্য, ব্রুনো বুশানিচকে হত্যা করার জন্য 15 বছরের এক কিশোরকে দায়িত্ব দিয়েছিল মাদক কারবারিরা ৷ এমনকী ওই কিশোরের কাছে ব্রুনোকে হত্যা করার আগ্নেয়াস্ত্র কীভাবে এল ? তাও জানতে পারেননি ওই কিশোরের অভিভাবকরা ৷

উল্লেখ্য়, যে হাতে লেখা চিঠিটি পাওয়া গিয়েছিল, সেখানে ড্রাগ মাফিয়ারা প্রশাসনের উদ্দেশ্যে লিখেছে, "আমরা কোনও আপোসে যেতে রাজি নই ৷ আমরা আমাদের অধিকার বুঝে নেব ৷ এবার আমরা আরও নির্দোষ মানুষকে মারব ৷" অর্থাৎ, যুবসমাজকে ড্রাগপাচার ও সেবনে বাধ্য করতে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে মাফিয়ারা ৷ তবে, এই ঘটনায় রোজারিও প্রশাসন এবং আর্জেন্তিনার সরকার দমবে না বলে জানিয়েছে ৷ প্রশাসন একের পর এক এই খুন ও হুমকির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ৷

আরও পড়ুন:

  1. রোজারিওতে ফিরলেই জীবন বিপন্ন, খুনের হুমকি পেলেন মেসির বিশ্বকাপজয়ী সতীর্থ
  2. সুপারমার্কেটে গুলি চালিয়ে মেসিকে বন্দুকবাজদের হুমকি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.