ETV Bharat / international

প্যারাসুট না খোলায় ত্রাণ বিলির সময় গাজায় মৃত 5, আহত অনেক

Hamas-Israel Conflict: গাজায় ত্রাণের বস্তা চাপা পড়ে মৃত্যু হল পাঁচ জনের ৷ আহতে বেশ কয়েকজন ৷ আকাশপথে ত্রাণ বিতরণ সময় প্যারাসুট না-খোলায় এই দুর্ঘটনা ঘটে ৷ খাবারের বস্তা সোজা মাথায় এসে পড়ে নাগরিকদের ৷

aid drop in Gaza
ত্রাণ বিতরণের সময় বিপত্তি
author img

By ANI

Published : Mar 9, 2024, 3:51 PM IST

Updated : Mar 9, 2024, 4:47 PM IST

তেল আভিভ, 9 মার্চ: গাজায় আকাশ পথে ত্রাণ বিতরণের সময় বিপত্তি ৷ খুলল না প্যারাসুট ৷ ত্রাণের বস্তা চাপা পড়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের ৷ আহত বেশ কয়েকজন ৷ গাজায় যুদ্ধ অব্যাহত ৷ যার জেরে তীব্র খাবারের সংকট দেখা দিয়েছে ৷ বিভিন্ন দেশ থেকে গাজায় ত্রাণ পাঠানো হচ্ছে ৷ সেরকমই বিমান থেকে প্যারাসুটে করে ত্রাণ দিতে গিয়ে শুক্রবার গাজায় দুর্ঘটনা ঘটে ৷

গাজার সরকারি মিডিয়া অফিস এই ঘটনার কথা স্বীকার করেছে ৷ তারা একটি বিবৃতিতে জানিয়েছে, "আমরা আগে সতর্ক করেছিলাম ৷ এভাবে আকাশপথে ত্রাণ বিতরণ গাজা স্ট্রিপের নাগরিকদের জন্য বিপজ্জনক ৷ আমাদের সেই আশংকাই সত্যি হল ৷ ত্রাণের বস্তাগুলি নাগরিকদের মাথায় পড়ে এই দুর্ঘটনা ঘটেছে ৷"

গত মাসে রাষ্ট্রসংঘের তরফে রিপোর্টে বলা হয়েছে, গাজায় অন্তত 5 লক্ষ মানুষ অর্থাৎ চার জনের একজন অনাহারে ভুগছেন ৷ এর ফলে দুর্ভিক্ষের আশংকা করা হয়েছে ৷ বিভিন্ন দেশ থেকে গাজায় ত্রাণ বিতরণ করা হচ্ছে ৷ তবে সড়ক পথে নিষেধাজ্ঞা থাকায় আকাশপথে এই ত্রাণ পাঠানো হচ্ছে ৷ মিশর, মার্কিন যুক্তরাষ্ট্র, জর্ডন এবং সংযুক্ত আরব আমিরশাহীর তরফে আকাশপথে ত্রাণ বিতরণ করা হয়েছে ৷ গাজার স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, গত পাঁচ মাসের সংঘাতে 30 হাজার মানুষের মৃত্যু হয়েছে । আন্তর্জাতিক বিচার আদালত প্যালেস্তাইন ভূখণ্ডে ইজরায়েলের 57 বছরের দখলদারিত্বের বৈধতা নিয়ে ঐতিহাসিক শুনানি শুরু করার প্রস্তুতি নিচ্ছে ।

7 অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস জঙ্গি ৷ এই হামলায় 1 হাজার 200 জনকে হত্যা করা হয়েছিল ৷ এরপরে পালটা গাজায় অক্রমণ করে ইজরায়েল ৷ তারপর থেকে গত পাঁচ মাস ধরে ইজরায়েল-হামাল যুদ্ধ চলছে ৷

আরও পড়ুন:

  1. ইজরায়েল-গাজা সংঘাতে রাষ্ট্রসংঘে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে সায় ভারতের
  2. 'এই যুদ্ধ যেন আর ছড়িয়ে না পড়ে', ইজরায়েল-হামাস যুদ্ধ প্রসঙ্গে জয়শঙ্কর
  3. 'নাগরিক মৃত্যুর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে পারত ইজরায়েল', মন্তব্য জয়শঙ্করের

তেল আভিভ, 9 মার্চ: গাজায় আকাশ পথে ত্রাণ বিতরণের সময় বিপত্তি ৷ খুলল না প্যারাসুট ৷ ত্রাণের বস্তা চাপা পড়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের ৷ আহত বেশ কয়েকজন ৷ গাজায় যুদ্ধ অব্যাহত ৷ যার জেরে তীব্র খাবারের সংকট দেখা দিয়েছে ৷ বিভিন্ন দেশ থেকে গাজায় ত্রাণ পাঠানো হচ্ছে ৷ সেরকমই বিমান থেকে প্যারাসুটে করে ত্রাণ দিতে গিয়ে শুক্রবার গাজায় দুর্ঘটনা ঘটে ৷

গাজার সরকারি মিডিয়া অফিস এই ঘটনার কথা স্বীকার করেছে ৷ তারা একটি বিবৃতিতে জানিয়েছে, "আমরা আগে সতর্ক করেছিলাম ৷ এভাবে আকাশপথে ত্রাণ বিতরণ গাজা স্ট্রিপের নাগরিকদের জন্য বিপজ্জনক ৷ আমাদের সেই আশংকাই সত্যি হল ৷ ত্রাণের বস্তাগুলি নাগরিকদের মাথায় পড়ে এই দুর্ঘটনা ঘটেছে ৷"

গত মাসে রাষ্ট্রসংঘের তরফে রিপোর্টে বলা হয়েছে, গাজায় অন্তত 5 লক্ষ মানুষ অর্থাৎ চার জনের একজন অনাহারে ভুগছেন ৷ এর ফলে দুর্ভিক্ষের আশংকা করা হয়েছে ৷ বিভিন্ন দেশ থেকে গাজায় ত্রাণ বিতরণ করা হচ্ছে ৷ তবে সড়ক পথে নিষেধাজ্ঞা থাকায় আকাশপথে এই ত্রাণ পাঠানো হচ্ছে ৷ মিশর, মার্কিন যুক্তরাষ্ট্র, জর্ডন এবং সংযুক্ত আরব আমিরশাহীর তরফে আকাশপথে ত্রাণ বিতরণ করা হয়েছে ৷ গাজার স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, গত পাঁচ মাসের সংঘাতে 30 হাজার মানুষের মৃত্যু হয়েছে । আন্তর্জাতিক বিচার আদালত প্যালেস্তাইন ভূখণ্ডে ইজরায়েলের 57 বছরের দখলদারিত্বের বৈধতা নিয়ে ঐতিহাসিক শুনানি শুরু করার প্রস্তুতি নিচ্ছে ।

7 অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস জঙ্গি ৷ এই হামলায় 1 হাজার 200 জনকে হত্যা করা হয়েছিল ৷ এরপরে পালটা গাজায় অক্রমণ করে ইজরায়েল ৷ তারপর থেকে গত পাঁচ মাস ধরে ইজরায়েল-হামাল যুদ্ধ চলছে ৷

আরও পড়ুন:

  1. ইজরায়েল-গাজা সংঘাতে রাষ্ট্রসংঘে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে সায় ভারতের
  2. 'এই যুদ্ধ যেন আর ছড়িয়ে না পড়ে', ইজরায়েল-হামাস যুদ্ধ প্রসঙ্গে জয়শঙ্কর
  3. 'নাগরিক মৃত্যুর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে পারত ইজরায়েল', মন্তব্য জয়শঙ্করের
Last Updated : Mar 9, 2024, 4:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.