ETV Bharat / international

লাখ টাকায় রফা! নাবালিকা মেয়ের সঙ্গে বৃদ্ধের বিয়ে ঠিক করল বাবা - MARRY OF A MINOR GIRL IN PAKISTAN - MARRY OF A MINOR GIRL IN PAKISTAN

Minor Girl forced to Marry 72 year Old: বৃদ্ধের সঙ্গে নাবালিকার বিয়ে দিলেই মিলবে লক্ষ লক্ষ টাকা ৷ সেই লোভে বাবা এক বৃদ্ধের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করল ৷ পাকিস্তানের বেশ কিছু জায়গায় এমন ঘটনায় ঘুম ছুটেছে পুলিশের ৷

Minor Girl forced to Marry 72-year-Old
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ANI

Published : Jun 16, 2024, 10:14 PM IST

Updated : Jun 16, 2024, 10:47 PM IST

খাইবার পাখতুনখোয়া (পাকিস্তান), 16 জুন: পাত্র ও পাত্রীর বয়সের ফারাক 60 বছর ৷ পাত্র মেয়ের বাবা বা বলা ভালো দাদুর বয়সি ৷ এদিকে নাবালিকা মেয়ের সঙ্গে বিয়ে দিলে হাতে আসবে লক্ষ লক্ষ টাকা ৷ এমন প্রলোভনে পা দিয়ে জোর করে বিয়ের নামে মেয়েকে বিক্রির ব্যবস্থা করেন বাবা আলম সায়েদ ৷

12 বছরের নাবালিকা মেয়ের সঙ্গে বিয়ে দিলেন 72 বছরের বৃদ্ধের ৷ ঘটনার খবর পেয়ে বিয়ের মণ্ডপে পৌঁছে যায় পুলিশ ৷ উদ্ধার করা হয় নাবালিকাকে ৷ ঘটনায় 72 বছরের বৃদ্ধ হাবিব খান ও বিয়ের পুরোহিতকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার চরসাদ্দা শহরে ৷

এআরওয়াই নিউজ অনুযায়ী, নাবালিকার বাবা পলাতক ৷ জানা গিয়েছে, ঘটনায় মেয়েটির বাবা, 72 বছরের পাত্র হাবিব খান ও নিকাহ করানোর দায়িত্বে থাকা ব্যক্তি র বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ ৷ বাল্যবিবাহের মতো জঘন্য অপরাধের বিরোধিতা করা হলেও পাকিস্তানে এই ধরনের ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে বলে জানা গিয়েছে ৷

সম্প্রতি আইন প্রয়োগকারী সংস্থা (Law Enforcement Agencies) রাজনপুর ও থাট্টা এলাকা থেকেও এমন খবর সামনে এনেছে ৷ যেখানে নাবালিকাদের জোর করে 40 বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ৷ থাট্টাতে এক নাবালিকাকে 50 বছর বয়স্ক বাড়ির মালিকের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷ তবে সঠিক সময়ে পুলিশ পৌঁছে যাওয়ায় নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয় ৷

গত 6 মে পুলিশ 13 বছরের এক নাবালিকাকে বিয়ে করার জন্য গ্রেফতার করে 70 বছরের বৃদ্ধকে ৷ পাকিস্তানের সোয়াতে নাবালিকার বাবা জোর করে 70 বছরের বৃদ্ধর সঙ্গে বিয়ে দেয় বলে অভিযোগ ৷ ঘটনার কথা জানতে পেরে পুলিশ অভিযুক্ত বাবা, 70 বছরের বৃদ্ধ বর ও নাবালিকা মেয়েকে নিজেদের হেফাজতে নেয় ৷ শুধু তাই নয়, যাঁরা এই বিয়ের ব্যবস্থা করেছিল, তাঁদেরও গ্রেফতার করা হয় ৷ ঘটনার পর নাবালিকাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয় ৷

খাইবার পাখতুনখোয়া (পাকিস্তান), 16 জুন: পাত্র ও পাত্রীর বয়সের ফারাক 60 বছর ৷ পাত্র মেয়ের বাবা বা বলা ভালো দাদুর বয়সি ৷ এদিকে নাবালিকা মেয়ের সঙ্গে বিয়ে দিলে হাতে আসবে লক্ষ লক্ষ টাকা ৷ এমন প্রলোভনে পা দিয়ে জোর করে বিয়ের নামে মেয়েকে বিক্রির ব্যবস্থা করেন বাবা আলম সায়েদ ৷

12 বছরের নাবালিকা মেয়ের সঙ্গে বিয়ে দিলেন 72 বছরের বৃদ্ধের ৷ ঘটনার খবর পেয়ে বিয়ের মণ্ডপে পৌঁছে যায় পুলিশ ৷ উদ্ধার করা হয় নাবালিকাকে ৷ ঘটনায় 72 বছরের বৃদ্ধ হাবিব খান ও বিয়ের পুরোহিতকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার চরসাদ্দা শহরে ৷

এআরওয়াই নিউজ অনুযায়ী, নাবালিকার বাবা পলাতক ৷ জানা গিয়েছে, ঘটনায় মেয়েটির বাবা, 72 বছরের পাত্র হাবিব খান ও নিকাহ করানোর দায়িত্বে থাকা ব্যক্তি র বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ ৷ বাল্যবিবাহের মতো জঘন্য অপরাধের বিরোধিতা করা হলেও পাকিস্তানে এই ধরনের ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে বলে জানা গিয়েছে ৷

সম্প্রতি আইন প্রয়োগকারী সংস্থা (Law Enforcement Agencies) রাজনপুর ও থাট্টা এলাকা থেকেও এমন খবর সামনে এনেছে ৷ যেখানে নাবালিকাদের জোর করে 40 বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ৷ থাট্টাতে এক নাবালিকাকে 50 বছর বয়স্ক বাড়ির মালিকের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷ তবে সঠিক সময়ে পুলিশ পৌঁছে যাওয়ায় নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয় ৷

গত 6 মে পুলিশ 13 বছরের এক নাবালিকাকে বিয়ে করার জন্য গ্রেফতার করে 70 বছরের বৃদ্ধকে ৷ পাকিস্তানের সোয়াতে নাবালিকার বাবা জোর করে 70 বছরের বৃদ্ধর সঙ্গে বিয়ে দেয় বলে অভিযোগ ৷ ঘটনার কথা জানতে পেরে পুলিশ অভিযুক্ত বাবা, 70 বছরের বৃদ্ধ বর ও নাবালিকা মেয়েকে নিজেদের হেফাজতে নেয় ৷ শুধু তাই নয়, যাঁরা এই বিয়ের ব্যবস্থা করেছিল, তাঁদেরও গ্রেফতার করা হয় ৷ ঘটনার পর নাবালিকাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয় ৷

Last Updated : Jun 16, 2024, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.