ETV Bharat / international

ভোটের সামগ্রী ছিনতাই-নষ্টের অভিযোগ, পাকিস্তানের বেশ কিছু কেন্দ্রে হবে পুনর্নির্বাচন - পাকিস্তানে পুনর্নির্বাচন 2024

Pakistan re-polling 2024: ভোটের সামগ্রী ছিনতাই ও নষ্টের অভিযোগ খতিয়ে দেখার পর পাকিস্তানের বেশ কিছু ভোটকেন্দ্রে পুনর্নির্বাচন হবে বলে ঘোষণা করেছে সে দেশের নির্বাচন কমিশন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ANI

Published : Feb 11, 2024, 1:37 PM IST

ইসলামাবাদ, 11 ফেব্রুয়ারি: ভোটের সামগ্রী ছিনতাই এবং নষ্টের অভিযোগ যাচাই করার পর দেশব্যাপী বিভিন্ন ভোটকেন্দ্রে পুনরায় নির্বাচন করার নির্দেশ জারি করল পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ৷ জিও নিউজ এ কথা জানিয়েছে ।

ভোটগ্রহণ হয়ে গিয়েছে 48 ঘণ্টা ৷ আট ফেব্রুয়ারি দেশব্যাপী নির্বাচন পরিচালনার সমস্ত চ্যালেঞ্জিং পর্যায় অতিক্রম করার পর, পাকিস্তান নির্বাচন কমিশন এখন ভোটের ফলাফল ঘোষণার চূড়ান্ত পর্যায়ে রয়েছে ৷ জিও নিউজের মতে, কমিশন বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটের সামগ্রী ছিনতাই এবং নষ্ট করার অভিযোগ পেয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৷ তার ফলেই স্থানীয় নির্বাচনী কর্মকর্তাদের ভোটদান প্রক্রিয়া স্থগিত করতে হয়েছিল । সব অভিযোগ খতিয়ে দেখার পর শীর্ষ নির্বাচনী সংস্থা একাধিক স্থানে পুনর্নির্বাচনের জন্য 15 ফেব্রুয়ারি দিনটি নির্ধারিত করেছে । পুনর্নির্বাচন শেষ হওয়ার পর সেই ভোটকেন্দ্রগুলির ফলাফল ঘোষণা করা হবে ।

জিও নিউজের দেওয়া তথ্য অনুসারে যে ভোটকেন্দ্রগুলিতে পুনর্নির্বাচন হবে, তার তালিকা নিম্নরূপ ৷

1. এনএ-88 খুশাব-II - পঞ্জাব - জনতার ভিড় ও বিক্ষোভ এবং ভোটের সামগ্রী ধ্বংসের পর 26টি ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হবে

2. পিএস-18 ঘোটকি-আই - সিন্ধ - আট ফেব্রুয়ারি অজ্ঞাত ব্যক্তিরা ভোটের সামগ্রী ছিনতাইয়ের পর এই নির্বাচনী এলাকার দুটি ভোটকেন্দ্রে পুনরায় ভোট হবে

3. পিকে-90 কোহাট-I - খাইবার পাখতুনখাওয়া - নির্বাচনের দিনে সন্ত্রাসীরা ভোটদানের সামগ্রী নষ্ট করে দেওয়ার কারণে এই নির্বাচনী এলাকার 25টি ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ বাধ্যতামূলক করেছে ইসিপি

এ দিকে, নির্বাচনী সংস্থা আঞ্চলিক নির্বাচন কমিশনারকে এনএ-242 করাচি কেমারি-ই-সিন্ধের একটি ভোটকেন্দ্রে ভাঙচুরের অভিযোগের বিষয়ে তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে । (এএনআই)

আরও পড়ুন:

  1. কারচুপির অভিযোগের মধ্যে অন্যান্যদের সমর্থনে পাকিস্তানে সরকার গড়বেন শরিফ !
  2. পাকিস্তানের নির্বাচনের ফলাফল যেন এক রূপকথার গল্প, পড়ুন বিশেষজ্ঞের বিশ্লেষণ
  3. জেলে থেকেও পাকিস্তানের কুর্সির দৌড়ে এগিয়ে ইমরান, আত্মবিশ্বাসী নওয়াজ

ইসলামাবাদ, 11 ফেব্রুয়ারি: ভোটের সামগ্রী ছিনতাই এবং নষ্টের অভিযোগ যাচাই করার পর দেশব্যাপী বিভিন্ন ভোটকেন্দ্রে পুনরায় নির্বাচন করার নির্দেশ জারি করল পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ৷ জিও নিউজ এ কথা জানিয়েছে ।

ভোটগ্রহণ হয়ে গিয়েছে 48 ঘণ্টা ৷ আট ফেব্রুয়ারি দেশব্যাপী নির্বাচন পরিচালনার সমস্ত চ্যালেঞ্জিং পর্যায় অতিক্রম করার পর, পাকিস্তান নির্বাচন কমিশন এখন ভোটের ফলাফল ঘোষণার চূড়ান্ত পর্যায়ে রয়েছে ৷ জিও নিউজের মতে, কমিশন বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটের সামগ্রী ছিনতাই এবং নষ্ট করার অভিযোগ পেয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৷ তার ফলেই স্থানীয় নির্বাচনী কর্মকর্তাদের ভোটদান প্রক্রিয়া স্থগিত করতে হয়েছিল । সব অভিযোগ খতিয়ে দেখার পর শীর্ষ নির্বাচনী সংস্থা একাধিক স্থানে পুনর্নির্বাচনের জন্য 15 ফেব্রুয়ারি দিনটি নির্ধারিত করেছে । পুনর্নির্বাচন শেষ হওয়ার পর সেই ভোটকেন্দ্রগুলির ফলাফল ঘোষণা করা হবে ।

জিও নিউজের দেওয়া তথ্য অনুসারে যে ভোটকেন্দ্রগুলিতে পুনর্নির্বাচন হবে, তার তালিকা নিম্নরূপ ৷

1. এনএ-88 খুশাব-II - পঞ্জাব - জনতার ভিড় ও বিক্ষোভ এবং ভোটের সামগ্রী ধ্বংসের পর 26টি ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হবে

2. পিএস-18 ঘোটকি-আই - সিন্ধ - আট ফেব্রুয়ারি অজ্ঞাত ব্যক্তিরা ভোটের সামগ্রী ছিনতাইয়ের পর এই নির্বাচনী এলাকার দুটি ভোটকেন্দ্রে পুনরায় ভোট হবে

3. পিকে-90 কোহাট-I - খাইবার পাখতুনখাওয়া - নির্বাচনের দিনে সন্ত্রাসীরা ভোটদানের সামগ্রী নষ্ট করে দেওয়ার কারণে এই নির্বাচনী এলাকার 25টি ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ বাধ্যতামূলক করেছে ইসিপি

এ দিকে, নির্বাচনী সংস্থা আঞ্চলিক নির্বাচন কমিশনারকে এনএ-242 করাচি কেমারি-ই-সিন্ধের একটি ভোটকেন্দ্রে ভাঙচুরের অভিযোগের বিষয়ে তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে । (এএনআই)

আরও পড়ুন:

  1. কারচুপির অভিযোগের মধ্যে অন্যান্যদের সমর্থনে পাকিস্তানে সরকার গড়বেন শরিফ !
  2. পাকিস্তানের নির্বাচনের ফলাফল যেন এক রূপকথার গল্প, পড়ুন বিশেষজ্ঞের বিশ্লেষণ
  3. জেলে থেকেও পাকিস্তানের কুর্সির দৌড়ে এগিয়ে ইমরান, আত্মবিশ্বাসী নওয়াজ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.