ETV Bharat / international

মেলানিয়ার সঙ্গে হ্যারিসের তুলনা, মাস্কের সঙ্গে সাক্ষাৎকারে আর কী বললেন ট্রাম্প ? - Donald Trump Interview - DONALD TRUMP INTERVIEW

Donald Trump and Elon Musk Interview: চলতি বছরের শেষের দিকে হতে চলেছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ৷ দ্বিতীয়বার হোয়াইট হাউস দখলের স্বপ্ন বুনছেন ডোনাল্ড ট্রাম্প ৷ এরই মাঝে এক্সে তিনি মুখোমুখি হলেন ইলন মাস্কের সঙ্গে ৷ সাক্ষাৎকারে স্ত্রী মেলানিয়ার সঙ্গে হ্যারিসের তুলনা, বাইডনের কথা ছাড়া আরও অনেক কিছু বললেন আমেরিকার রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ৷

Donald Trump and Elon Musk Interview
ইলন মাস্কের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার (ছবি সূত্র - সংবাদ সংস্থা এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 13, 2024, 12:27 PM IST

নিউইয়র্ক, 13 অগস্ট: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি হলেন এক্সের মালিক ইলন মাস্ক ৷ ভারতীয় সময় মঙ্গলবার সকালে দীর্ঘ তিন ঘণ্টা সোশাল মিডিয়া হ্যান্ডেল এক্সে লাইভ সম্প্রচারিত হল এই সাক্ষাৎকার ৷ ট্রাম্প ও মাস্কের কথোপকথনে উঠে এল জো বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতির কথা ৷ নিজের উপর হামলা নিয়েও ইলন মাস্কের কাছে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প ৷

গত মাসে এক জনসভায় বক্তৃতা রাখার সময় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের উপর হয় এই প্রাণঘাতী হামলা ৷ ওই হামলার বিষয়ে মাস্কের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, "ওই সময় আমি যদি মাথা না-সরিয়ে নিতাম, তাহলে আমি এখন আপনার সামনে বসে কথা বলার অবস্থায় থাকতাম না ৷ সে যতই আমি আপনাকে পছন্দ করি না কেন ৷" পালটা মাস্ক বলেন, "জাতীয় নিরাপত্তার জন্য এই ঘটনা সমালোচনামূলক ৷ এখানে কিছু কঠিন চরিত্র আছে এবং যদি তারা আমেরিকান প্রেসিডেন্টকে কঠোর বলে মনে না করে তবে তারা যা করতে চায় তাই করবে ৷"

বাইডেনকে নিয়ে মন্তব্য ট্রাম্পের

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের দামামা বেজে গিয়েছে ৷ চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে চলেছে এই নির্বাচন ৷ জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন ৷ এ দিনের সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, একটি অভ্যুত্থানের কারণে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে সরে যেতে বাধ্য হয়েছেন জো বাইডেন। তিনি বলেন, "আমি বিতর্কসভায় বাইডেনকে খুব খারাপভাবে পরাজিত করেছি ৷ যার ফলে তিনি প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে নিজের নাম তুলে নিতে বাধ্য হন ৷ সর্বকালের শ্রেষ্ঠ বিতর্কসভা ছিল ওটি ৷ যেখানে আমি সেরা পারফরম্যান্স দিয়েছি ।"

মেলানিয়ার সঙ্গে হ্যারিসের তুলনা ট্রাম্পের

জো বাইডেনের জায়গায় ডেমোক্র্যাটিক পার্টি প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে মনোনীত করেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ৷ প্রেসিডেন্ট নির্বাচনে 59 বছর বয়সি কমলা হ্যারিসের লড়াই রিপাবলিকান পার্টির প্রার্থী 78 বছরের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ৷ মাস্কের সঙ্গে সাক্ষাৎকারে তাঁর প্রতিদ্বন্দ্বী হ্যারিসকে নিয়ে মন্তব্য করেছেন ট্রাম্প ৷

হ্যারিসের কথা বলতে গিয়ে টাইম ম্যাগাজিনের উল্লেখ করেছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ৷ সম্প্রতি টাইম ম্যাগাজিনের কভারে পেজে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ফিচার করা হয় ৷ ট্রাম্প ম্যাগাজিনের কভারে হ্যারিসকে দেখে আমেরিকান রাজনীতির আরেকটি অত্যন্ত দৃশ্যমান মহিলার কথা মনে পড়ে গিয়েছে ট্রাম্পের ৷ তিনি আর কেউ না খোদ ট্রাম্পের স্ত্রী মেলানিয়া । কভার ইমেজ নিয়ে আলোচনা করার সময় ট্রাম্প মাস্ককে বলেন, "কমলা হ্যারিসকে আমাদের মহান ফার্স্ট লেডি মেলানিয়ার মতো দেখতে লাগছে ।" হ্যারিসের উপর ফিচার টাইমের নতুন কভার স্টোরিটিতে ভাইস প্রেসিডেন্টের একটি সাদা-কালো চিত্রের পাশাপাশি 'হার মোমেন্ট' বা তাঁর মুহূর্ত বলে শব্দ লেখা রয়েছে ।

আমেরিকার জন্য আয়রন ডোম তৈরি

ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎকারে ইলন মাস্ককে জানিয়েছেন, তিনি ইজরায়েলের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে একটি শীর্ষস্তরের আয়রন ডোম সিস্টেম তৈরি করার পরিকল্পনা করছেন । তিনি জোর দিয়েছেন যে, জাতীয় সুরক্ষা নিশ্চিত করার জন্য সিস্টেমটি বিশ্বের সেরা হবে এবং সম্পূর্ণরূপে আমেরিকায় তৈরি হবে ।

তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি

ডোনাল্ড ট্রাম্প ওই সাক্ষাৎকারে আশঙ্কা করেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে । তিনি বলেন, "আমি যদি প্রেসিডেন্ট থাকতাম তাহলে ইজরায়েলের উপর আক্রমণ হত না । সবাই ইজরায়েলের উপর ইরানের আক্রমণের প্রত্যাশা করছে, কিন্তু ইরানিরা আক্রমণ করবে না ৷ আমি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারতাম ৷ যে কোনও স্মার্ট প্রেসিডেন্ট এই যুদ্ধ বন্ধ করতে পারত ৷ আমি প্রেসিডেন্ট পদে থাকলে 7 অক্টোবরের হামলা হত না এবং ইউক্রেনে যুদ্ধই শুরু হত না ।"

ট্রাম্পের সঙ্গে মাস্কের কথা সাক্ষাৎকারে কম ছিল ৷ বরং এটি ট্রাম্প এবং মাস্কের মধ্যে বিরল কথোপকথনে বা আলোচনায় পরিণত হয়েছিল, যা তিন ঘন্টারও বেশি সময় ধরে চলে ৷ দু'জনের ব্যবহার অত্যধিক বন্ধুত্বপূর্ণ ছিল ৷ দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হলে ট্রাম্প আগামীতে দেশের জন্য কী করবেন, সেই পরিকল্পনা সম্পর্কে সামান্য নতুন তথ্যপ্রকাশ করেন তিনি ৷ বেআইনিভাবে অভিবাসন এবং সরকারি বিধি পরিবর্তনের পরিকল্পনা নিয়ে মাস্কের সঙ্গে আলোচনার বেশিরভাগ সময় ব্যয় করেন ট্রাম্প ৷ এই সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর কথোপকথন সম্পর্কে ট্রাম্প বিভিন্ন তথ্য জানান ৷

তবে সাক্ষাৎকার শুরুর সঙ্গেই প্রযুক্তিগত সমস্যায় জর্জরিত হয়ে পড়ে এক্স হ্যান্ডেল ৷ অনেক ব্যবহারকারী সাক্ষাৎকারটি দেখতে পাচ্ছেন বলে জানান ৷ যার ফলে নির্ধারিত সময়ের 41 মিনিট পর শুরু হয় সাক্ষাৎকার সম্প্রচার ৷ টেক বিলিয়নেয়ার এবং এক্সের মালিক ইলন মাস্ক বলেন, "ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তআমার সাক্ষাৎকারটি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে সাইবার আক্রমণের শিকার হয়েছে ৷ এক্সে একটি ব্যাপক DDOS আক্রমণ বলে মনে হচ্ছে । এটি বন্ধ করার জন্য কাজ করা হচ্ছে ৷"

নিউইয়র্ক, 13 অগস্ট: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি হলেন এক্সের মালিক ইলন মাস্ক ৷ ভারতীয় সময় মঙ্গলবার সকালে দীর্ঘ তিন ঘণ্টা সোশাল মিডিয়া হ্যান্ডেল এক্সে লাইভ সম্প্রচারিত হল এই সাক্ষাৎকার ৷ ট্রাম্প ও মাস্কের কথোপকথনে উঠে এল জো বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতির কথা ৷ নিজের উপর হামলা নিয়েও ইলন মাস্কের কাছে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প ৷

গত মাসে এক জনসভায় বক্তৃতা রাখার সময় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের উপর হয় এই প্রাণঘাতী হামলা ৷ ওই হামলার বিষয়ে মাস্কের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, "ওই সময় আমি যদি মাথা না-সরিয়ে নিতাম, তাহলে আমি এখন আপনার সামনে বসে কথা বলার অবস্থায় থাকতাম না ৷ সে যতই আমি আপনাকে পছন্দ করি না কেন ৷" পালটা মাস্ক বলেন, "জাতীয় নিরাপত্তার জন্য এই ঘটনা সমালোচনামূলক ৷ এখানে কিছু কঠিন চরিত্র আছে এবং যদি তারা আমেরিকান প্রেসিডেন্টকে কঠোর বলে মনে না করে তবে তারা যা করতে চায় তাই করবে ৷"

বাইডেনকে নিয়ে মন্তব্য ট্রাম্পের

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের দামামা বেজে গিয়েছে ৷ চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে চলেছে এই নির্বাচন ৷ জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন ৷ এ দিনের সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, একটি অভ্যুত্থানের কারণে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে সরে যেতে বাধ্য হয়েছেন জো বাইডেন। তিনি বলেন, "আমি বিতর্কসভায় বাইডেনকে খুব খারাপভাবে পরাজিত করেছি ৷ যার ফলে তিনি প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে নিজের নাম তুলে নিতে বাধ্য হন ৷ সর্বকালের শ্রেষ্ঠ বিতর্কসভা ছিল ওটি ৷ যেখানে আমি সেরা পারফরম্যান্স দিয়েছি ।"

মেলানিয়ার সঙ্গে হ্যারিসের তুলনা ট্রাম্পের

জো বাইডেনের জায়গায় ডেমোক্র্যাটিক পার্টি প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে মনোনীত করেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ৷ প্রেসিডেন্ট নির্বাচনে 59 বছর বয়সি কমলা হ্যারিসের লড়াই রিপাবলিকান পার্টির প্রার্থী 78 বছরের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ৷ মাস্কের সঙ্গে সাক্ষাৎকারে তাঁর প্রতিদ্বন্দ্বী হ্যারিসকে নিয়ে মন্তব্য করেছেন ট্রাম্প ৷

হ্যারিসের কথা বলতে গিয়ে টাইম ম্যাগাজিনের উল্লেখ করেছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ৷ সম্প্রতি টাইম ম্যাগাজিনের কভারে পেজে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ফিচার করা হয় ৷ ট্রাম্প ম্যাগাজিনের কভারে হ্যারিসকে দেখে আমেরিকান রাজনীতির আরেকটি অত্যন্ত দৃশ্যমান মহিলার কথা মনে পড়ে গিয়েছে ট্রাম্পের ৷ তিনি আর কেউ না খোদ ট্রাম্পের স্ত্রী মেলানিয়া । কভার ইমেজ নিয়ে আলোচনা করার সময় ট্রাম্প মাস্ককে বলেন, "কমলা হ্যারিসকে আমাদের মহান ফার্স্ট লেডি মেলানিয়ার মতো দেখতে লাগছে ।" হ্যারিসের উপর ফিচার টাইমের নতুন কভার স্টোরিটিতে ভাইস প্রেসিডেন্টের একটি সাদা-কালো চিত্রের পাশাপাশি 'হার মোমেন্ট' বা তাঁর মুহূর্ত বলে শব্দ লেখা রয়েছে ।

আমেরিকার জন্য আয়রন ডোম তৈরি

ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎকারে ইলন মাস্ককে জানিয়েছেন, তিনি ইজরায়েলের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে একটি শীর্ষস্তরের আয়রন ডোম সিস্টেম তৈরি করার পরিকল্পনা করছেন । তিনি জোর দিয়েছেন যে, জাতীয় সুরক্ষা নিশ্চিত করার জন্য সিস্টেমটি বিশ্বের সেরা হবে এবং সম্পূর্ণরূপে আমেরিকায় তৈরি হবে ।

তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি

ডোনাল্ড ট্রাম্প ওই সাক্ষাৎকারে আশঙ্কা করেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে । তিনি বলেন, "আমি যদি প্রেসিডেন্ট থাকতাম তাহলে ইজরায়েলের উপর আক্রমণ হত না । সবাই ইজরায়েলের উপর ইরানের আক্রমণের প্রত্যাশা করছে, কিন্তু ইরানিরা আক্রমণ করবে না ৷ আমি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারতাম ৷ যে কোনও স্মার্ট প্রেসিডেন্ট এই যুদ্ধ বন্ধ করতে পারত ৷ আমি প্রেসিডেন্ট পদে থাকলে 7 অক্টোবরের হামলা হত না এবং ইউক্রেনে যুদ্ধই শুরু হত না ।"

ট্রাম্পের সঙ্গে মাস্কের কথা সাক্ষাৎকারে কম ছিল ৷ বরং এটি ট্রাম্প এবং মাস্কের মধ্যে বিরল কথোপকথনে বা আলোচনায় পরিণত হয়েছিল, যা তিন ঘন্টারও বেশি সময় ধরে চলে ৷ দু'জনের ব্যবহার অত্যধিক বন্ধুত্বপূর্ণ ছিল ৷ দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হলে ট্রাম্প আগামীতে দেশের জন্য কী করবেন, সেই পরিকল্পনা সম্পর্কে সামান্য নতুন তথ্যপ্রকাশ করেন তিনি ৷ বেআইনিভাবে অভিবাসন এবং সরকারি বিধি পরিবর্তনের পরিকল্পনা নিয়ে মাস্কের সঙ্গে আলোচনার বেশিরভাগ সময় ব্যয় করেন ট্রাম্প ৷ এই সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর কথোপকথন সম্পর্কে ট্রাম্প বিভিন্ন তথ্য জানান ৷

তবে সাক্ষাৎকার শুরুর সঙ্গেই প্রযুক্তিগত সমস্যায় জর্জরিত হয়ে পড়ে এক্স হ্যান্ডেল ৷ অনেক ব্যবহারকারী সাক্ষাৎকারটি দেখতে পাচ্ছেন বলে জানান ৷ যার ফলে নির্ধারিত সময়ের 41 মিনিট পর শুরু হয় সাক্ষাৎকার সম্প্রচার ৷ টেক বিলিয়নেয়ার এবং এক্সের মালিক ইলন মাস্ক বলেন, "ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তআমার সাক্ষাৎকারটি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে সাইবার আক্রমণের শিকার হয়েছে ৷ এক্সে একটি ব্যাপক DDOS আক্রমণ বলে মনে হচ্ছে । এটি বন্ধ করার জন্য কাজ করা হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.