ETV Bharat / international

মার্কিন মুলুকে গুলি করে হত্যা কলকাতার নৃত্যশিল্পীকে, প্রতিবাদে সরব অভিনেত্রী দেবলীনা

Dancer shot dead in US: মার্কিন মুলুকে ফের এক ভারতীয় অধিবাসীর মৃত্যু ৷ প্রতিবাদে সরব টেলিভিশন তারকা তথা বন্ধু দেবলীনা ভট্টাচার্য ৷ ভারতীয় দূতাবাস ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে বিষয়টিতে নজর দেওয়ার অনুরোধ অভিনেত্রীর ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ANI

Published : Mar 2, 2024, 1:11 PM IST

মিসৌরি (মার্কিন যুক্তরাষ্ট্র), 2 মার্চ: ফের মার্কিন যুক্তরাষ্ট্রে এক ভারতীয়কে গুলি করে হত্যা ৷ ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে অমরনাথ ঘোষ নামে এক ভারতীয় নৃত্যশিল্পীকে গুলি করে খুন করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে ৷ দূতাবাসের তরফে এও জানানো হয়েছে ফরেনসিক ও পুলিশি তদন্তের পরেই পুরো বিষয়টি জানানো হবে ৷ শিকাগোতে ভারতীয় দূতাবাসের তরফে এক্স (টুইট) হ্যান্ডেলে জানানো হয়েছে, "মিসৌরির সেন্ট লুইসে অমর নাথের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ৷ দুঃখের দিনে তাঁর পরিবার ও বন্ধুদের আমাদের সমবেদনা ৷ পুরো ঘটনার তদন্ত চলছে ৷"

ঘটনাটি প্রথম সামনে আনেন টেলিভিশন তারকা দেবলীনা ভট্টাচার্য ৷ তিনি জানিয়েছিলেন, তাঁর কাছের বন্ধু অমর নাথ একজন কুচিপুরী ও ভরতনাট্যম নৃত্যশিল্পী ৷ তিনি মূল বাড়ি কলকাতায় ৷ তিনি পিএইচডি করার জন্য মার্কিন মুলুকে গিয়েছিলেন ৷ তিনি অভিযোগ করে বলেছেন, সেখানে তাঁকে গুলি করে খুন করা হয়েছে মঙ্গলবার ৷ এই ঘটনায় তিনি ভারতীয় দূতাবাস ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ঘটনার সত্যতা সামনে আনার জন্য সঠিক তদন্তের অনুরোধ জানিয়েছেন৷ দেবলীনা আরও জানিয়েছেন, অমরনাথ ঘোষের মা-বাবা দুজনেই প্রয়াত ৷

দেবলীনা জানিয়েছেন, অমরনাথ যখন সন্ধেবেলা সেন্ট লুইস অ্যাকাডেমির পাশে হাঁটতে বের হত তখন নাকি একাধিকবার অজ্ঞাত পরিচয়ের কেউ আক্রমণ করার চেষ্টা করেছিল ৷ তিনি বলেন, "মঙ্গলবার সন্ধ্যায় আমার বন্ধু অমরনাথ ঘোষকে অজ্ঞাত পরিচয়ের কেউ গুলি করে খুন করেছে ৷ সে পরিবারের একমাত্র সন্তান ছিল ৷ তাঁর মা তিন বছর আগে মারা গিয়েছেন ৷ তাঁর বাবা অনেক আগেই মারা গিয়েছেন ৷ ফলে তাঁর মৃত্যু নিয়ে কথা বলার কেউ নেই ৷ ফলে বন্ধু হিসাবে আমরাই এই অপরাধের বিরুদ্ধে আওয়াজ তুলছি ৷"

তিনি আরও লেখেন, "ও দারুণ নৃত্যশিল্পী ছিল ৷ পিএইচডি করছিল ৷ এদিন সন্ধেবেলায় সে হাঁটতে বেরিয়েছিল ৷ তারপরেই কেউ তাঁকে একাধিক গুলি করে খুন করেছে ৷ দোষীরা এখনও পর্যন্ত অধরা ৷ সেখানকার কিছু বন্ধুরা অমরনাথের দেহ শেষকৃত্যের জন্য নিতে চেয়েছিল ৷ কিন্তু সেই বিষয়েও কোনও আপডেট আসেনি ৷ তাই ভারতীয় দূতাবাসকে এই বিষয়ে নজর দেওয়ার অনুরোধ জানাব ৷ অনন্ত কেন তাঁকে খুন করা হল, এই সত্যটা সামনে আনা হোক ৷" সম্প্রতি মার্কিন মুলুকে ভারতীয়দের একের পর এক মৃত্যুর ঘটনা সামনে এসেছে ৷ চলতি বছর দু মাসের মধ্যে পাঁচ ভারতীয় ছাত্রের মৃত্যু ঘটেছে মার্কিন মুলুকে ৷ এই ঘটনায় সেখানে ভারতীয়দের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন উঠেছে ৷

আরও পড়ুন:

1. আমেরিকায় আগুনে পুড়ে ভারতীয় নাগরিকের মৃত্যু, সাহায্যের আশ্বাস দূতাবাসের

2. 'নাগরিক মৃত্যুর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে পারত ইজরায়েল', মন্তব্য জয়শঙ্করের

3. আমেরিকার বাড়িতে উদ্ধার কেরলের দম্পতি ও যমজ পুত্রসন্তানের দেহ

মিসৌরি (মার্কিন যুক্তরাষ্ট্র), 2 মার্চ: ফের মার্কিন যুক্তরাষ্ট্রে এক ভারতীয়কে গুলি করে হত্যা ৷ ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে অমরনাথ ঘোষ নামে এক ভারতীয় নৃত্যশিল্পীকে গুলি করে খুন করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে ৷ দূতাবাসের তরফে এও জানানো হয়েছে ফরেনসিক ও পুলিশি তদন্তের পরেই পুরো বিষয়টি জানানো হবে ৷ শিকাগোতে ভারতীয় দূতাবাসের তরফে এক্স (টুইট) হ্যান্ডেলে জানানো হয়েছে, "মিসৌরির সেন্ট লুইসে অমর নাথের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ৷ দুঃখের দিনে তাঁর পরিবার ও বন্ধুদের আমাদের সমবেদনা ৷ পুরো ঘটনার তদন্ত চলছে ৷"

ঘটনাটি প্রথম সামনে আনেন টেলিভিশন তারকা দেবলীনা ভট্টাচার্য ৷ তিনি জানিয়েছিলেন, তাঁর কাছের বন্ধু অমর নাথ একজন কুচিপুরী ও ভরতনাট্যম নৃত্যশিল্পী ৷ তিনি মূল বাড়ি কলকাতায় ৷ তিনি পিএইচডি করার জন্য মার্কিন মুলুকে গিয়েছিলেন ৷ তিনি অভিযোগ করে বলেছেন, সেখানে তাঁকে গুলি করে খুন করা হয়েছে মঙ্গলবার ৷ এই ঘটনায় তিনি ভারতীয় দূতাবাস ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ঘটনার সত্যতা সামনে আনার জন্য সঠিক তদন্তের অনুরোধ জানিয়েছেন৷ দেবলীনা আরও জানিয়েছেন, অমরনাথ ঘোষের মা-বাবা দুজনেই প্রয়াত ৷

দেবলীনা জানিয়েছেন, অমরনাথ যখন সন্ধেবেলা সেন্ট লুইস অ্যাকাডেমির পাশে হাঁটতে বের হত তখন নাকি একাধিকবার অজ্ঞাত পরিচয়ের কেউ আক্রমণ করার চেষ্টা করেছিল ৷ তিনি বলেন, "মঙ্গলবার সন্ধ্যায় আমার বন্ধু অমরনাথ ঘোষকে অজ্ঞাত পরিচয়ের কেউ গুলি করে খুন করেছে ৷ সে পরিবারের একমাত্র সন্তান ছিল ৷ তাঁর মা তিন বছর আগে মারা গিয়েছেন ৷ তাঁর বাবা অনেক আগেই মারা গিয়েছেন ৷ ফলে তাঁর মৃত্যু নিয়ে কথা বলার কেউ নেই ৷ ফলে বন্ধু হিসাবে আমরাই এই অপরাধের বিরুদ্ধে আওয়াজ তুলছি ৷"

তিনি আরও লেখেন, "ও দারুণ নৃত্যশিল্পী ছিল ৷ পিএইচডি করছিল ৷ এদিন সন্ধেবেলায় সে হাঁটতে বেরিয়েছিল ৷ তারপরেই কেউ তাঁকে একাধিক গুলি করে খুন করেছে ৷ দোষীরা এখনও পর্যন্ত অধরা ৷ সেখানকার কিছু বন্ধুরা অমরনাথের দেহ শেষকৃত্যের জন্য নিতে চেয়েছিল ৷ কিন্তু সেই বিষয়েও কোনও আপডেট আসেনি ৷ তাই ভারতীয় দূতাবাসকে এই বিষয়ে নজর দেওয়ার অনুরোধ জানাব ৷ অনন্ত কেন তাঁকে খুন করা হল, এই সত্যটা সামনে আনা হোক ৷" সম্প্রতি মার্কিন মুলুকে ভারতীয়দের একের পর এক মৃত্যুর ঘটনা সামনে এসেছে ৷ চলতি বছর দু মাসের মধ্যে পাঁচ ভারতীয় ছাত্রের মৃত্যু ঘটেছে মার্কিন মুলুকে ৷ এই ঘটনায় সেখানে ভারতীয়দের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন উঠেছে ৷

আরও পড়ুন:

1. আমেরিকায় আগুনে পুড়ে ভারতীয় নাগরিকের মৃত্যু, সাহায্যের আশ্বাস দূতাবাসের

2. 'নাগরিক মৃত্যুর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে পারত ইজরায়েল', মন্তব্য জয়শঙ্করের

3. আমেরিকার বাড়িতে উদ্ধার কেরলের দম্পতি ও যমজ পুত্রসন্তানের দেহ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.