ETV Bharat / international

দেশ ছাড়ার পর প্রথম বার্তা, হিংসায় জড়িতদের শাস্তির দাবি হাসিনার - Sheikh Hasina Seeks Probe - SHEIKH HASINA SEEKS PROBE

Sheikh Hasina Demands Justice: দেশ ছাড়ার পর এই প্রথম বার্তা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ বাবার মৃত্যুদিন শোকদিবস হিসেবে পালনের ডাক দিলেন তিনি ৷ পাশাপাশি সাম্প্রতিক হিংসা নিয়ে বিচারও চাইলেন ৷

Sheikh Hasina Demands justice
শেখ হাসিনা (নিজস্ব চিত্র)
author img

By PTI

Published : Aug 13, 2024, 11:03 PM IST

Updated : Aug 13, 2024, 11:09 PM IST

নয়াদিল্লি, 13 অগস্ট: দেশ ছাড়ার পর সাম্প্রতিক সময় বাংলাদেশে যে হিংসা হয়েছে, তাতে জড়িতদের শাস্তির দাবি জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ পাশাপাশি পিতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন 15 অগস্ট নিয়েও মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ ছেলে সজীব ওয়াজেদ জয়ের এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি পোস্ট করেন হাসিনা ৷ সেখানে দেশের বাইরে থেকেও বঙ্গবন্ধুর মৃত্যুদিনটিকে শোক দিবস হিসেবে পালন করার কথা মনে করিয়ে দিয়েছেন ৷ প্রসঙ্গত, হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালীন প্রতি বছর এই দিনটি বাংলাদেশে শোকদিবস হিসেবে পালিত হত ৷ এবারে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের জাতির পিতার প্রয়াণ দিবসে শোক পালনের বার্তা দিলেন মেয়ে হাসিনা ৷

আমেরিকা নিবাসী ছেলে জয়ের পোস্টে মুজিবের হত্যার সম্পূর্ণ বিবরণ তুলে ধরেছেন হাসিনা ৷ পাশাপাশি 1975 সালের 15 অগস্ট তাঁর পরিবারের কাদের কাদের প্রাণ গিয়েছিল তাও তুলে ধরেন তিনি ৷ জানান, এই ঘটনায় তাঁর তিন ভাইয়ের প্রাণ গিয়েছিল। ঘটনার সময় ছোট ভাইয়ের বয়স ছিল মাত্র দশ বছর। বাকি দুই ভাই ছিলেন সামরিক বাহিনীতে। দুজনেই অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধে। তাঁদেরও প্রাণ যায়। খুন হতে হয় তাঁদের স্ত্রীদেরও। শুধু তাই নয় হাসিনার এক কাকাও সামরিক বাহিনীর সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পায়ে আঘাত পান। তাঁকেও সেদিন হত্যা করা হয়।

গত কয়েকদিন ধরে যে হামলা চলেছে তারও বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি ৷ হাসিনা দেশ ছাড়ার প্রায় সঙ্গে সঙ্গে মুজিবের একাধিক মূর্তি ভাঙা শুরু হয়। সেই সূত্র ধরেই হাসিনা বাংলাদেশের বিভিন্ন সরকারি ভবন থেকে শুরু করে বঙ্গবন্ধুর স্মৃতিতে তৈরি যাদুঘর ভাঙার কথা বলেন।

পাশাপাশি এদিনই খুনের মামলা রুজু হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৷ গত জুলাই মাসে দেশে ছাত্র আন্দোলনের জেরে বহু মানুষের মৃত্যু হয় ৷ এরপর 5 অগস্ট মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে হেলিকপ্টারে দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নেন ৷ এমনই আবহে মঙ্গলবার বাংলাদেশের একটি আদালত দেশছাড়া হাসিনা-সহ দেশের সাতজন উচ্চস্তরীয় ব্যক্তিত্বের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে ৷ আর সেদিনই এলো তাঁর বার্তা ৷

বাংলাদেশের আইন মেনে বিচারের প্রথম পর্যায়ে হাসিনার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে ৷ মামলাকারী পক্ষের আইনজীবী জানিয়েছেন, হাসিনা ছাড়াও 6 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে ৷ পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা গ্রহণ করার নির্দেশ দিয়েছে ঢাকার আদালত ৷

নয়াদিল্লি, 13 অগস্ট: দেশ ছাড়ার পর সাম্প্রতিক সময় বাংলাদেশে যে হিংসা হয়েছে, তাতে জড়িতদের শাস্তির দাবি জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ পাশাপাশি পিতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন 15 অগস্ট নিয়েও মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ ছেলে সজীব ওয়াজেদ জয়ের এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি পোস্ট করেন হাসিনা ৷ সেখানে দেশের বাইরে থেকেও বঙ্গবন্ধুর মৃত্যুদিনটিকে শোক দিবস হিসেবে পালন করার কথা মনে করিয়ে দিয়েছেন ৷ প্রসঙ্গত, হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালীন প্রতি বছর এই দিনটি বাংলাদেশে শোকদিবস হিসেবে পালিত হত ৷ এবারে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের জাতির পিতার প্রয়াণ দিবসে শোক পালনের বার্তা দিলেন মেয়ে হাসিনা ৷

আমেরিকা নিবাসী ছেলে জয়ের পোস্টে মুজিবের হত্যার সম্পূর্ণ বিবরণ তুলে ধরেছেন হাসিনা ৷ পাশাপাশি 1975 সালের 15 অগস্ট তাঁর পরিবারের কাদের কাদের প্রাণ গিয়েছিল তাও তুলে ধরেন তিনি ৷ জানান, এই ঘটনায় তাঁর তিন ভাইয়ের প্রাণ গিয়েছিল। ঘটনার সময় ছোট ভাইয়ের বয়স ছিল মাত্র দশ বছর। বাকি দুই ভাই ছিলেন সামরিক বাহিনীতে। দুজনেই অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধে। তাঁদেরও প্রাণ যায়। খুন হতে হয় তাঁদের স্ত্রীদেরও। শুধু তাই নয় হাসিনার এক কাকাও সামরিক বাহিনীর সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পায়ে আঘাত পান। তাঁকেও সেদিন হত্যা করা হয়।

গত কয়েকদিন ধরে যে হামলা চলেছে তারও বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি ৷ হাসিনা দেশ ছাড়ার প্রায় সঙ্গে সঙ্গে মুজিবের একাধিক মূর্তি ভাঙা শুরু হয়। সেই সূত্র ধরেই হাসিনা বাংলাদেশের বিভিন্ন সরকারি ভবন থেকে শুরু করে বঙ্গবন্ধুর স্মৃতিতে তৈরি যাদুঘর ভাঙার কথা বলেন।

পাশাপাশি এদিনই খুনের মামলা রুজু হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৷ গত জুলাই মাসে দেশে ছাত্র আন্দোলনের জেরে বহু মানুষের মৃত্যু হয় ৷ এরপর 5 অগস্ট মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে হেলিকপ্টারে দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নেন ৷ এমনই আবহে মঙ্গলবার বাংলাদেশের একটি আদালত দেশছাড়া হাসিনা-সহ দেশের সাতজন উচ্চস্তরীয় ব্যক্তিত্বের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে ৷ আর সেদিনই এলো তাঁর বার্তা ৷

বাংলাদেশের আইন মেনে বিচারের প্রথম পর্যায়ে হাসিনার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে ৷ মামলাকারী পক্ষের আইনজীবী জানিয়েছেন, হাসিনা ছাড়াও 6 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে ৷ পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা গ্রহণ করার নির্দেশ দিয়েছে ঢাকার আদালত ৷

Last Updated : Aug 13, 2024, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.