ETV Bharat / international

তিনদিন পরেও বাংলাদেশের যুবকের খোঁজ পেল না কলকাতা পুলিশ - Bangladesh Man Missing

author img

By PTI

Published : Jun 22, 2024, 3:58 PM IST

Bangladesh Man Missing From Kolkata: ফের কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ হলেন বাংলাদেশের এক নাগরিক ৷ কলকাতার এক হোটেল থেকেই নিখোঁজ তিনি ৷ ঘটনার তিন দিন কেটে গেলেও এখনও তাঁর খোঁজ পায়নি কলকাতার পুলিশ ৷

Bangladesh Man Missing From Kolkata
কলকাতায় এসে নিখোঁজ বাংলাদেশের যুবক (প্রতীকী চিত্র)

কলকাতা, 22 জুন: সাংসদের পর সাধারণ যুবক ৷ বাংলাদেশ থেকে কলকাতায় চিকিৎসা করাতে এসে উধাও ৷ কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ছিলেন দিলওয়ার হোসেন ৷ নিখোঁজ হওয়ার পর তিন দিন কেটে গেলেও এখনও তাঁর খোঁজ পায়নি কলকাতার পুলিশ ৷

সপ্তাহখানেক আগে চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে কলকাতায় আসেন 23 বছরের মহম্মদ দিলওয়ার হোসেন ৷ বাংলাদেশের পাবনা জেলার পাবনা সদর উপজেলার হেমায়তপুর এলাকার বাসিন্দা তিনি ৷ গত বুধবার তাঁকে শেষ দেখা গিয়েছে ৷ তারপর থেকে আর কোনও খোঁজ নেই তাঁর ৷ 3 দিন কেটে গিয়েছে ৷ তারপরও তাঁর খোঁজ না-মেলায় অবশেষে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন নিখোঁজ যুবকের পরিবার ৷ তারপরই তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছেন পুলিশ আধিকারিকরা ৷

ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, "সিসিটিভি ফুটেজে তাঁকে ময়দান এলাকায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে ৷ কিন্তু তারপর তাঁকে আর দেখা যায়নি কোনও ফুটেজে ৷ তদন্ত শুরু হয়েছে ৷ শহরের সমস্ত এলাকায় তাঁর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে ৷ কলকাতার আশপাশের এলাকার থানাগুলিকেও খবর দেওয়া হয়েছে সজাগ থাকার জন্য ৷"

সম্প্রতি চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন বাংলাদেশের আওয়ামী লিগের সাংসদ আনোয়ারুল আজিম । দিন দুয়েকের মধ্যে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি ৷ বরানগর থানায় একটি নিখোঁজের মামলা শুরু করে পুলিশ । পরে তদন্তে জানা যায়, উত্তর 24 পরগনার নিউটাউনের একটি ফ্ল্যাটে খুন করা হয় তাঁকে ৷ পরে তাঁর দেহ সেখান থেকে লোপাট করে দেওয়া হয়। সেই ঘটনায় ধোঁয়াশা এখনও কাটেনি ৷

ঘটনার সঙ্গে যুক্ত থাকা সন্দেহে ধৃত জিহাদ জানান, আনওয়ারুলের দেহ নাকি টুকরো করে কেটে ভাঙড় এলাকার খালে ভাসিয়ে দেওয়া হয়েছিল ৷ পরে নিউ টাউনের সংশ্লিষ্ট ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছিল প্রায় চার কেজি মাংসের ডেলা এবং চুল। সেই চুল এবং মাংসের অংশগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয় ।

কলকাতা, 22 জুন: সাংসদের পর সাধারণ যুবক ৷ বাংলাদেশ থেকে কলকাতায় চিকিৎসা করাতে এসে উধাও ৷ কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ছিলেন দিলওয়ার হোসেন ৷ নিখোঁজ হওয়ার পর তিন দিন কেটে গেলেও এখনও তাঁর খোঁজ পায়নি কলকাতার পুলিশ ৷

সপ্তাহখানেক আগে চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে কলকাতায় আসেন 23 বছরের মহম্মদ দিলওয়ার হোসেন ৷ বাংলাদেশের পাবনা জেলার পাবনা সদর উপজেলার হেমায়তপুর এলাকার বাসিন্দা তিনি ৷ গত বুধবার তাঁকে শেষ দেখা গিয়েছে ৷ তারপর থেকে আর কোনও খোঁজ নেই তাঁর ৷ 3 দিন কেটে গিয়েছে ৷ তারপরও তাঁর খোঁজ না-মেলায় অবশেষে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন নিখোঁজ যুবকের পরিবার ৷ তারপরই তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছেন পুলিশ আধিকারিকরা ৷

ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, "সিসিটিভি ফুটেজে তাঁকে ময়দান এলাকায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে ৷ কিন্তু তারপর তাঁকে আর দেখা যায়নি কোনও ফুটেজে ৷ তদন্ত শুরু হয়েছে ৷ শহরের সমস্ত এলাকায় তাঁর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে ৷ কলকাতার আশপাশের এলাকার থানাগুলিকেও খবর দেওয়া হয়েছে সজাগ থাকার জন্য ৷"

সম্প্রতি চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন বাংলাদেশের আওয়ামী লিগের সাংসদ আনোয়ারুল আজিম । দিন দুয়েকের মধ্যে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি ৷ বরানগর থানায় একটি নিখোঁজের মামলা শুরু করে পুলিশ । পরে তদন্তে জানা যায়, উত্তর 24 পরগনার নিউটাউনের একটি ফ্ল্যাটে খুন করা হয় তাঁকে ৷ পরে তাঁর দেহ সেখান থেকে লোপাট করে দেওয়া হয়। সেই ঘটনায় ধোঁয়াশা এখনও কাটেনি ৷

ঘটনার সঙ্গে যুক্ত থাকা সন্দেহে ধৃত জিহাদ জানান, আনওয়ারুলের দেহ নাকি টুকরো করে কেটে ভাঙড় এলাকার খালে ভাসিয়ে দেওয়া হয়েছিল ৷ পরে নিউ টাউনের সংশ্লিষ্ট ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছিল প্রায় চার কেজি মাংসের ডেলা এবং চুল। সেই চুল এবং মাংসের অংশগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.