ETV Bharat / international

ইসকনের 17 জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিল বাংলাদেশ - ISKCON BANK ACCOUNTS FREEZE

সনাতনী নেতা চিন্ময়কৃষ্ণ দাস-সহ ইসকনের 17 জনের ব্যাঙ্ক ও অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ সরকার ৷

ISKCON in Bangladesh faces Freeze of Accounts
ইসকনের 30 জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনে নিষেধাজ্ঞা (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Nov 29, 2024, 3:50 PM IST

ঢাকা, 29 নভেম্বর: এবার নজরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ! বাংলাদেশের ইসকনের 17 জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিল দেশের অর্থনৈতিক কর্তৃপক্ষ ৷ এর মধ্যে রয়েছেন ধৃত সনাতনী নেতা চিন্ময়কৃষ্ণ দাসও ৷ শুক্রবার দেশের সংবাদমাধ্যমে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷

প্রথম আলো সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, বৃহস্পতিবার দেশের বিভিন্ন ব্যাঙ্ক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিকে এই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাঙ্কের ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ৷ এক মাস এই অ্যাকাউন্টগুলিতে কোনও রকম আর্থিক লেনদেন হবে না, কড়া নির্দেশে জানিয়েছে বিএফআইইউ ৷

বিএফআইইউ ইসকনের 17 জনের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য জানাতে বলেছে ওই ব্যাঙ্ক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিকে ৷ 3টি কাজের দিনের মধ্যে অ্যাকাউন্টগুলির লেনদেনের বিস্তারিত তথ্য জানাতে হবে বিএফআইইউ-কে ৷

সোমবার, 25 নভেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হন সনাতনী নেতা চিন্ময়কৃষ্ণ দাস ৷ তিনি সম্মিলিত সনাতনী জাগরণ জোট-এর মুখপাত্র ৷ আগে বাংলাদেশের ইসকন-এর সদস্য ছিলেন চিন্ময়কৃষ্ণ দাস ৷ হিন্দু ধর্মগুরুর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলেছে বাংলাদেশ ৷ গ্রেফতারির পরদিন 26 নভেম্বর চট্টগ্রামের একটি আদালতে তিনি জামিনের আবেদন করলে, তা খারিজ হয়ে যায় ৷

এরপরই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে ৷ চিন্ময়কৃষ্ণ দাসের অনুগামীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এর মধ্যে মৃত্যু হয় সহকারী সরকারি আইনজীবী সইফুল ইসলাম আলিফের ৷ এই ঘটনার পরপরই বাংলাদেশের ইসকন বিবৃতিতে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির তীব্র নিন্দা করেছে ৷

বৃহস্পতিবারও এই ধর্মীয় প্রতিষ্ঠানের তরফে একটি বিবৃতিতে জানায়, আমরা সবাই হিন্দু ও অন্যান্য় সংখ্যালঘু সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের আর্জি জানাচ্ছি ৷ ফের শান্তি পুনঃপ্রতিষ্ঠা হোক দেশে ৷ চিন্ময়কৃষ্ণ দাস হিন্দুদের রক্ষার্থে এবং মন্দিরের সুরক্ষার জন্য লড়াই করছেন ৷ অধিকার আদায় এবং স্বাধীনতার জন্য সংগ্রামের অধিকার তাঁর রয়েছে ৷ এই পরিস্থিতিতে আমরা চিন্ময়কৃষ্ণ দাসকে সমর্থন করা থেকে বিরত হচ্ছি না ৷

ঢাকা, 29 নভেম্বর: এবার নজরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ! বাংলাদেশের ইসকনের 17 জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিল দেশের অর্থনৈতিক কর্তৃপক্ষ ৷ এর মধ্যে রয়েছেন ধৃত সনাতনী নেতা চিন্ময়কৃষ্ণ দাসও ৷ শুক্রবার দেশের সংবাদমাধ্যমে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷

প্রথম আলো সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, বৃহস্পতিবার দেশের বিভিন্ন ব্যাঙ্ক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিকে এই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাঙ্কের ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ৷ এক মাস এই অ্যাকাউন্টগুলিতে কোনও রকম আর্থিক লেনদেন হবে না, কড়া নির্দেশে জানিয়েছে বিএফআইইউ ৷

বিএফআইইউ ইসকনের 17 জনের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য জানাতে বলেছে ওই ব্যাঙ্ক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিকে ৷ 3টি কাজের দিনের মধ্যে অ্যাকাউন্টগুলির লেনদেনের বিস্তারিত তথ্য জানাতে হবে বিএফআইইউ-কে ৷

সোমবার, 25 নভেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হন সনাতনী নেতা চিন্ময়কৃষ্ণ দাস ৷ তিনি সম্মিলিত সনাতনী জাগরণ জোট-এর মুখপাত্র ৷ আগে বাংলাদেশের ইসকন-এর সদস্য ছিলেন চিন্ময়কৃষ্ণ দাস ৷ হিন্দু ধর্মগুরুর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলেছে বাংলাদেশ ৷ গ্রেফতারির পরদিন 26 নভেম্বর চট্টগ্রামের একটি আদালতে তিনি জামিনের আবেদন করলে, তা খারিজ হয়ে যায় ৷

এরপরই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে ৷ চিন্ময়কৃষ্ণ দাসের অনুগামীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এর মধ্যে মৃত্যু হয় সহকারী সরকারি আইনজীবী সইফুল ইসলাম আলিফের ৷ এই ঘটনার পরপরই বাংলাদেশের ইসকন বিবৃতিতে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির তীব্র নিন্দা করেছে ৷

বৃহস্পতিবারও এই ধর্মীয় প্রতিষ্ঠানের তরফে একটি বিবৃতিতে জানায়, আমরা সবাই হিন্দু ও অন্যান্য় সংখ্যালঘু সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের আর্জি জানাচ্ছি ৷ ফের শান্তি পুনঃপ্রতিষ্ঠা হোক দেশে ৷ চিন্ময়কৃষ্ণ দাস হিন্দুদের রক্ষার্থে এবং মন্দিরের সুরক্ষার জন্য লড়াই করছেন ৷ অধিকার আদায় এবং স্বাধীনতার জন্য সংগ্রামের অধিকার তাঁর রয়েছে ৷ এই পরিস্থিতিতে আমরা চিন্ময়কৃষ্ণ দাসকে সমর্থন করা থেকে বিরত হচ্ছি না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.