ETV Bharat / international

শ্রীলঙ্কায় 'লাল ঝড়', প্রেসিডেন্ট পদে শপথ নিলেন বামপন্থী নেতা দিসানায়েকে - Sri Lanka Presidential Election

New President of Sri Lanka: শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন অনুরা কুমার দিসানায়েকে ৷ 2022 সালে অর্থনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েনের পর এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ৷

New President of Sri Lanka
শ্রীলঙ্কায় 'লাল ঝড়' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2024, 1:49 PM IST

কলম্বো, 23 সেপ্টেম্বর: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন অনুরা কুমারা দিসানায়েকে ৷ সোমবার সকালে প্রেসিডেন্ট সচিবালয়ে তাঁকে শপথ বাক্য পাঠ করান দেশের প্রধান বিচারপতি জয়ন্ত জয়সূর্য ৷ শনিবার দ্বীপরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয় ৷ রবিবার ভোটের গণনায় দেখা যায়, সমগি জন বলওয়েগয়া (এসজেবি) নেতা সজিত প্রেমাদাসকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন বামপন্থী দল এনপিপি-র নেতা দিসানায়েকে ৷

2022 সালে প্রবল অর্থনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন শুরু হয় শ্রীলঙ্কায় ৷ সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ৷ তারপর দেশের ব্যাটন সামলাছিলেন প্রধানমন্ত্রী দিনেশ গুনবর্ধন এবং প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ৷ এরপর শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায় ৷ রবিবার ছিল ফল ঘোষণার দিন ৷

নির্বাচনী ফলাফলে দেখা যায়, দুই প্রতিদ্বন্দ্বি সজিত ও বিক্রমসিংহে বিপুল ভোটে হারিয়ে ক্ষমতা দখল করেছেন বাম নেতা দিসানায়েকে ৷ শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দিসানায়েকে পেয়েছেন 5 লক্ষ 74 হাজার 179টি ভোট ৷ অন্যদিকে, প্রেমাদাস পেয়েছেন 4 লক্ষ 53 হাজার 902টি ভোট ৷ এদিকে, দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন দীনেশ গুণবর্ধন ৷

নির্বাচনী ফলাফল প্রকাশের পর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন দিসানায়েকে ৷ লেখেন, "এই জয় কোনও একজন ব্যক্তির জয় নয় ৷ দেশের হাজার হাজার মানুষের দীর্ঘ প্রচেষ্টার ফল ৷ আপনারা কথা রেখেছেন ৷ তারজন্য সকলকে অসংখ্য় ধন্যবাদ ৷ এই জয় আমাদের সকলের জয় ৷"

প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের পর দিসানায়েকেকে শুভেচ্ছা জানিয়েছেন বিক্রমসিংহে ৷ একটি অডিয়ো বার্তায় তিনি বলেন, "দেশের সংকটের সময় আমার কাঁধে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা আমি সফলভাবে সম্পন্ন করেছি । দুই বছরের অল্প সময়ে দেশের অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি সামাল দিতে আমার সাধ্যমত চেষ্টা করেছি ৷" এরপরই তিনি জানান, তাঁর আশা দেশের অর্থনৈতিক অবস্থার পুনরুদ্ধারে বিশেষ ভূমিকা পালন করবেন দিসানায়েকে ৷

2022 সালে আইএমএফ-এর দেনার দায়ে ডুবে যায় শ্রীলঙ্কা ৷ মে মাসের সেই অর্থনৈতিক দুর্দশার মধ্যে দেশে গণঅভ্যুত্থান হয় ৷ প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন গোতাবায়া রাজাপক্ষে ৷ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মাহিন্দা রাজাপক্ষে ৷ দেশজুড়ে প্রবল বিক্ষোভের মধ্যে 13 জুলাই শ্রীলঙ্কা ছেড়ে প্রথমে মলদ্বীপের রাজধানী মালেতে পালিয়ে যান গোতাবায়া ৷ এরপর সিঙ্গাপুরে গিয়ে আশ্রয় নেন ৷ পরে অবশ্য তিনি দেশে ফিরে আসেন ৷

এই অবস্থায় প্রেসিডেন্টের ক্ষমতায় এসে অর্থনৈতিক পরিস্থিতি সুধরামোর যথেষ্ট চেষ্টা করেন বিক্রমসিংহে ৷ তাঁর অধীনে দেশের মুদ্রাস্ফীতি হার কমেছে এবং বৈদেশিক রিজার্ভ এবং স্থানীয় মুদ্রা খানিক শক্তিশালী হয়েছে । রিপোর্ট অনুযায়ী, 2022 সালে 7% সংকোচনের পর এই বছর 2 শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস রয়েছে ৷ যদিও উচ্চহারে কর এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মাত্রাতিরিক্ত খরচের সঙ্গে এখনও লড়াই করে যাচ্ছে শ্রীলঙ্কাবাসী ৷ তবে এই সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন নয়া প্রেসিডেন্ট ৷

কলম্বো, 23 সেপ্টেম্বর: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন অনুরা কুমারা দিসানায়েকে ৷ সোমবার সকালে প্রেসিডেন্ট সচিবালয়ে তাঁকে শপথ বাক্য পাঠ করান দেশের প্রধান বিচারপতি জয়ন্ত জয়সূর্য ৷ শনিবার দ্বীপরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয় ৷ রবিবার ভোটের গণনায় দেখা যায়, সমগি জন বলওয়েগয়া (এসজেবি) নেতা সজিত প্রেমাদাসকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন বামপন্থী দল এনপিপি-র নেতা দিসানায়েকে ৷

2022 সালে প্রবল অর্থনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন শুরু হয় শ্রীলঙ্কায় ৷ সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ৷ তারপর দেশের ব্যাটন সামলাছিলেন প্রধানমন্ত্রী দিনেশ গুনবর্ধন এবং প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ৷ এরপর শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায় ৷ রবিবার ছিল ফল ঘোষণার দিন ৷

নির্বাচনী ফলাফলে দেখা যায়, দুই প্রতিদ্বন্দ্বি সজিত ও বিক্রমসিংহে বিপুল ভোটে হারিয়ে ক্ষমতা দখল করেছেন বাম নেতা দিসানায়েকে ৷ শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দিসানায়েকে পেয়েছেন 5 লক্ষ 74 হাজার 179টি ভোট ৷ অন্যদিকে, প্রেমাদাস পেয়েছেন 4 লক্ষ 53 হাজার 902টি ভোট ৷ এদিকে, দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন দীনেশ গুণবর্ধন ৷

নির্বাচনী ফলাফল প্রকাশের পর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন দিসানায়েকে ৷ লেখেন, "এই জয় কোনও একজন ব্যক্তির জয় নয় ৷ দেশের হাজার হাজার মানুষের দীর্ঘ প্রচেষ্টার ফল ৷ আপনারা কথা রেখেছেন ৷ তারজন্য সকলকে অসংখ্য় ধন্যবাদ ৷ এই জয় আমাদের সকলের জয় ৷"

প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের পর দিসানায়েকেকে শুভেচ্ছা জানিয়েছেন বিক্রমসিংহে ৷ একটি অডিয়ো বার্তায় তিনি বলেন, "দেশের সংকটের সময় আমার কাঁধে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা আমি সফলভাবে সম্পন্ন করেছি । দুই বছরের অল্প সময়ে দেশের অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি সামাল দিতে আমার সাধ্যমত চেষ্টা করেছি ৷" এরপরই তিনি জানান, তাঁর আশা দেশের অর্থনৈতিক অবস্থার পুনরুদ্ধারে বিশেষ ভূমিকা পালন করবেন দিসানায়েকে ৷

2022 সালে আইএমএফ-এর দেনার দায়ে ডুবে যায় শ্রীলঙ্কা ৷ মে মাসের সেই অর্থনৈতিক দুর্দশার মধ্যে দেশে গণঅভ্যুত্থান হয় ৷ প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন গোতাবায়া রাজাপক্ষে ৷ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মাহিন্দা রাজাপক্ষে ৷ দেশজুড়ে প্রবল বিক্ষোভের মধ্যে 13 জুলাই শ্রীলঙ্কা ছেড়ে প্রথমে মলদ্বীপের রাজধানী মালেতে পালিয়ে যান গোতাবায়া ৷ এরপর সিঙ্গাপুরে গিয়ে আশ্রয় নেন ৷ পরে অবশ্য তিনি দেশে ফিরে আসেন ৷

এই অবস্থায় প্রেসিডেন্টের ক্ষমতায় এসে অর্থনৈতিক পরিস্থিতি সুধরামোর যথেষ্ট চেষ্টা করেন বিক্রমসিংহে ৷ তাঁর অধীনে দেশের মুদ্রাস্ফীতি হার কমেছে এবং বৈদেশিক রিজার্ভ এবং স্থানীয় মুদ্রা খানিক শক্তিশালী হয়েছে । রিপোর্ট অনুযায়ী, 2022 সালে 7% সংকোচনের পর এই বছর 2 শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস রয়েছে ৷ যদিও উচ্চহারে কর এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মাত্রাতিরিক্ত খরচের সঙ্গে এখনও লড়াই করে যাচ্ছে শ্রীলঙ্কাবাসী ৷ তবে এই সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন নয়া প্রেসিডেন্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.