ওয়াশিংটন, 5 মার্চ: এই মুহূর্তে ব্লুমবার্গ ইনডেক্সের তালিকায় জেফ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি অ্যামাজন কর্ণধার জেফ বেজোস ৷ টেসলা প্রধান এলন মাস্ককে টেক্কা দিয়ে এই দৌড়ে এগিয়ে গিয়েছেন অ্যামাজনের জেফ বেজোস। বেজোসের মোট মূল্য মার্কিন ডলারে 200 বিলিয়ন আর সেখানে মাস্কের 198 বিলিয়ন ডলার ৷ আর তাতেই সামান্য এগিয়ে থেকে দৌড়ে শীর্ষপদ পকেটে পুরে ফেলেছেন জেফ বেজোস।
বেজোসকে এর আগে 2021 সালে বিশ্বের সেরা ধনীর গদি থেকে সরিয়ে সেরার মসনদে বসেছিলেন মাস্ক। সেবার টেসলার সিইওর কাছে ছিল 195 বিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি। প্রসঙ্গত, এলন মাস্ক এবং জেফ বেজোসের মধ্যে এক সময় সম্পত্তির ব্যবধান ছিল প্রায় 142 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। কিন্তু ক্রমাগতভাবে টেসলা ও অ্যামাজনের শেয়ার বিপরীত মুখে অগ্রসর হওয়ার কারণে এই ব্যবধান কমতে দেখা যায়। একদিকে টেসলার শেয়ার যখন হু হু করে নামতে দেখা গিয়েছে, সেই একই সময়ে অন্যদিকে বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে অ্যামাজনের শেয়ার। আর তাতেই বিশ্বের ধনীতম ব্যক্তি হিসাবে সেরা আসন দখল করে নিয়েছেন অ্যামাজোন কর্ণধার জেফ বেজোস ৷
পরিসংখ্যা অনুযায়ী অ্যামাজনের শেয়ার 2022 সালের শেষের দিক থেকে দ্বিগুণেরও বেশি পরিমাণে বেড়েছে ৷ আর বর্তমানে তা রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে। অন্যদিকে, টেসলার শেয়ার 2021 সালের শীর্ষ জায়গা থেকে প্রায় 50 শতাংশ নেমে গিয়েছে।
- ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের তালিকায প্রথম দশজন ধনী ব্যক্তিদের ব়্যাঙ্কিংয়ের তালিকা-
1. জেফ বেজোস (ইউএস) 200 বিলিয়ন
2. এলন মাস্ক (ইউএস) 198 বিলিয়ন
3. বার্নাড আরনাল্ট (ফ্রান্স) 197 বিলিয়ন
4. মার্ক জুকারবার্গ (ইউএস) 179 বিলিয়ন
5. বিল গেটস (ইউএস) 150 বিলিয়ন
6. স্টিভ বালমার (ইউএস) 143 বিলিয়ন
7.ওয়ার্য়েন বাফেত (ইউএস) 133 বিলিয়ন
8. ল্যারি এলিসন (ইউএস) 129 বিলিয়ন
9. ল্যারি পেজ (ইউএস) 122 বিলিয়ন
10.সার্জি ব্রিন (ইউএস) 116 বিলিয়ন
আরও পড়ুন: