নিউইয়র্ক, 25 ফেব্রুয়ারি: নিউইয়র্কের হার্লেনে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রাণ কাড়ল 27 বছর বয়সি এক ভারতীয় নাগরিকের । নিহতের নাম ফাজিল খান । নিউইয়র্কে থাকা ভারতীয় দূতাবাস এই ঘটনায় শোকপ্রকাশ করেছে এবং বলেছে যে দূতাবাস ফাজিলের বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে । ভারতীয় দূতাবাস সোশাল মিডিয়ায় লিখেছে, " নিউইয়র্কের হার্লেনে অগ্নিকাণ্ডে 27 বছর বয়সি ভারতীয় নাগরিক ফাজিল খানের মৃত্যুর বিষয়ে জানতে পেরে আমরা দুঃখিত । ভারতীয় দূতাবাস ফাজিল খানের পরিবার এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ করছে । আমরা তাদের যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব । ভারতে ফাজিলের দেহ নিয়ে যাওয়ার জন্য সব ধরনের সহায়তা করা হবে ৷"
নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) মতে, লিথিয়াম-আয়ন ব্যাটারির কারণে শুক্রবার হার্লেন অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে ৷ জানা গিয়েছে, এই ঘটনায় 17 জন আহত এবং বহু লোককে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । প্রত্যক্ষদর্শী অ্যাঞ্জি ব়্যার্চফোর্ড বলেন, " বিল্ডিংয়ের উপরের দিকে আগুন লাগে ৷ মানুষ ভয়ে হুড়োহুড়ি করে বিল্ডিং থেকে বেরিয়ে আসছিল । অনেকে আবার প্রাণের ভয়ে জানালা থেকে লাফ দেয় ।"
এ দিকে দমকলের আধিকারিকরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে 18 জনকে উদ্ধার করা হয়েছে । তাঁদের মধ্যে 12 জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ চারজনের অবস্থা গুরুতর ৷ আগুন লাগার ঘটনার পর বিল্ডিংয়টি খালি করে দেওয়ার আদেশ জারি করা হয় এবং রেড ক্রসের কাছাকাছি একটি স্কুলে অস্থায়ীভাবে আবাসনের লোকেদের রাখা হয় ৷
সূত্রের খবর, বিল্ডিংয়ের তৃতীয় তলায় আগুন লেগেছিল ৷ সেখানে অ্যাপার্টমেন্টের একটি দরজা খোলা রেখে দেওয়া হয়েছিল । আগুন এতটাই তীব্র ছিল লেলিহান শিখা সেই দরজা থেকে বাইরে বেরিয়ে আসে এবং সিঁড়িটি অবরুদ্ধ হয়ে যায় ৷ 2023 সালে লিথিয়াম-আয়ন ব্যাটারির কারণে শহরে 267টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ৷ যাতে 150 জন আহত এবং 18 জনের মৃত্যু হয়েছে । সোমবার পর্যন্ত এই বছরে এখনও পর্যন্ত 24টি লিথিয়াম-আয়ন ব্যাটারির ফলে আগুনের ঘটনা ঘটেছে ৷ যেখানে আটজন আহত হয়েছে ৷ এমনটাই জানা গিয়েছে সিবিএস নিউজের রিপোর্ট অনুসারে ।
(সংবাদ সংস্থা-এএনআই)
আরও পড়ুন: