ETV Bharat / international

ওমানে মাঝ সমুদ্রে উলটে গেল তেলের ট্যাঙ্কার, নিখোঁজ 13 ভারতীয় - Oil Tanker Capsizes

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 8:54 AM IST

Updated : Jul 17, 2024, 10:39 AM IST

Oil Tanker Capsizes off Oman Coast: সমুদ্রে উলটে গেল তেলের ট্যাঙ্কার ৷ জাহাজটিতে ছিলেন 13 জন ভারতীয় নাবিক ।

Oil Tanker Capsizes off Oman Coast
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

মাসকাট, 17 জুলাই: ওমানে মাঝসমুদ্রে উলটে গেল তেলের ট্যাঙ্কার । নিখোঁজ জাহাজে থাকা 13 জন ভারতীয় ৷ সে দেশের মেরিটাইম সিকিউরিটি সেন্টার বা সমুদ্র নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, কমোরসের পতাকাবাহী প্রেস্টিজ ফ্যালকন নামক তেলের ট্যাঙ্কারটি ওমান উপকূলে উলটে যায় ৷ জাহাজটিতে 13 জন ভারতীয় এবং তিনজন শ্রীলঙ্কান-সহ 16 জন ক্রু সদস্য ছিলেন ।

মেরিটাইম সিকিউরিটি সেন্টার সূত্রে জানানো হয়েছে, রাস মাদ্রাকার 25 নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ডুকম বন্দরের কাছে জাহাজডুবি হয়েছে । ডুকম বন্দরটি ওমানের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত ৷ সালতানাতের প্রধান তেল ও গ্যাস খনির প্রকল্পগুলির কাছাকাছি ৷ এর মধ্যে একটি বড় তৈল শোধনাগার রয়েছে যা ওমানের বৃহত্তম একক অর্থনৈতিক প্রকল্প ডুকমের বিশাল শিল্প অঞ্চলের অংশ । ট্যাঙ্কার উলটে যাওয়ার পর থেকেই নিখোঁজ 16 জন ক্রু সদস্য । তাঁদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে । তবে এখনও পর্যন্ত কারও খোঁজ মেলেনি ।

শিপিং ডেটা অনুযায়ী, জাহাজটি 2007 সালে নির্মিত একটি 117-মিটার দীর্ঘ তৈল পণ্যের ট্যাঙ্কার ৷ শিপিং ওয়েবসাইট marinetraffic.com অনুযায়ী, প্রেস্টিজ ফ্যালকন নামক জাহাজটি ইয়েমেনের বন্দর শহর এডেনের দিকে যাচ্ছিল ।

মাসকাট, 17 জুলাই: ওমানে মাঝসমুদ্রে উলটে গেল তেলের ট্যাঙ্কার । নিখোঁজ জাহাজে থাকা 13 জন ভারতীয় ৷ সে দেশের মেরিটাইম সিকিউরিটি সেন্টার বা সমুদ্র নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, কমোরসের পতাকাবাহী প্রেস্টিজ ফ্যালকন নামক তেলের ট্যাঙ্কারটি ওমান উপকূলে উলটে যায় ৷ জাহাজটিতে 13 জন ভারতীয় এবং তিনজন শ্রীলঙ্কান-সহ 16 জন ক্রু সদস্য ছিলেন ।

মেরিটাইম সিকিউরিটি সেন্টার সূত্রে জানানো হয়েছে, রাস মাদ্রাকার 25 নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ডুকম বন্দরের কাছে জাহাজডুবি হয়েছে । ডুকম বন্দরটি ওমানের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত ৷ সালতানাতের প্রধান তেল ও গ্যাস খনির প্রকল্পগুলির কাছাকাছি ৷ এর মধ্যে একটি বড় তৈল শোধনাগার রয়েছে যা ওমানের বৃহত্তম একক অর্থনৈতিক প্রকল্প ডুকমের বিশাল শিল্প অঞ্চলের অংশ । ট্যাঙ্কার উলটে যাওয়ার পর থেকেই নিখোঁজ 16 জন ক্রু সদস্য । তাঁদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে । তবে এখনও পর্যন্ত কারও খোঁজ মেলেনি ।

শিপিং ডেটা অনুযায়ী, জাহাজটি 2007 সালে নির্মিত একটি 117-মিটার দীর্ঘ তৈল পণ্যের ট্যাঙ্কার ৷ শিপিং ওয়েবসাইট marinetraffic.com অনুযায়ী, প্রেস্টিজ ফ্যালকন নামক জাহাজটি ইয়েমেনের বন্দর শহর এডেনের দিকে যাচ্ছিল ।

Last Updated : Jul 17, 2024, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.