ETV Bharat / international

ইজরায়েল-হামাস যুদ্ধের এক বছর, রইল টাইমলাইন - ISRAEL HAMAS WAR - ISRAEL HAMAS WAR

ইজরায়েল-হামাস যুদ্ধের এক বছর ৷ কবে কী হয়েছিল ? দেখে নিন এক নজরে ৷

ISRAEL HAMAS WAR
কবে কী হয়েছিল ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2024, 4:17 PM IST

হায়দরাবাদ, 7 অক্টোবর: যুদ্ধের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য 16 পাতার 'আওয়ার ন্যারেটিভ' নামক একটি প্রতিবেদন প্রকাশ করে হামাস ৷ সেখানে যুদ্ধের পটভূমি ও গতিপ্রকৃতি স্পষ্ট করতে প্রতিবেদনটি প্রকাশ করা হয় ৷ হামাসের দাবি, প্যালেস্তাইনের জনগণের বিরুদ্ধে ইজরায়েলের সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলা করার জন্য এই প্রতিবেদনটির প্রয়োজনীয়তা রয়েছে ৷

ইজরায়েল সরকার যুদ্ধের প্রেক্ষাপটে হামাসের বিরুদ্ধে নির্যাতন, ধর্ষণ ও যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে ৷ যদিও এই ধরনের সমস্ত অভিযোগকে অস্বীকার করেছে হামাস । হামলার পর থেকে কী কী হয়েছে ! এক নজরে দেখে নেওয়া যাক ৷

7 অক্টোবর, 2023: প্যালেস্তাইন জঙ্গি গোষ্ঠী হামাস ইজরায়েলের উপর অতর্কিত হামলা করে ৷ প্রাণ হারান 1 হাজার 200 জন ৷ সরকারি তথ্য অনুসারে, প্রায় 200 জনেরও বেশি লোককেও বন্দি বানায় হামাস ৷ ইজরায়েলের ইতিহাসে এই হামলা সবচেয়ে মারাত্মক বলে দাবি সরকারের ।

13 অক্টোবর, 2023: হামলার প্রতিবাদে পাল্টা গাজায় পাল্টা আক্রমণ করে ইজরায়েল ৷ 15 নভেম্বর গাজার সবথেকে বড় হায়পাতাল, আল-শিফা হাসপাতালে হামলা চালায় ইজরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) ৷ ইজরায়েলের দাবি, হাসপাতালে হামাসের ঘাঁটি ছিল ৷

29 অক্টোবর, 2023: ওয়েস্ট ব্যাঙ্ক ভিত্তিক জঙ্গি গোষ্ঠী, প্যালেস্তিনিয়ন ইসলামিক জিহাদ আল-কাদস হাসপাতালে থেকে 20 মিটার দূরে হামলা চালায় ৷ একাধিক চিকিৎসক জানান, হামলায় ফসফেরাস নিয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা ৷

30 অক্টোবর, 2023: ইজরায়েলের উপর হামলার প্রতিবাদে সিরিয়ায় আক্রমণ করে ইজরায়েলি সেনা ৷ নভেম্বরে 80 জন ইজরায়েলি বন্দিকে মুক্তি দেয় হামাস ৷ অন্যদিকে, 240 জন প্যালেস্তাইনি বন্দিকে মুক্তি দেয় ইজরায়েল ৷

মার্চ, 2024: ইজরায়েলি হামলায় রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয় গাজা ৷ মাথার উপর ছাদ, বেঁচে থাকার জন্য দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের চাহিদার হাহাকার শুরু হয় দেশজুড়ে ৷ এই আবহে 15 মার্চ গাজায় প্রথম সাহায্য পাঠায় সাইপ্রাস ৷ এরপর 1 এপ্রিল মার্কিন স্বেচ্ছাসেবী সংস্থার সদকস্যরা গাজায় এসে পৌঁছয় ৷

13 এপ্রিল: যুদ্ধের মাত্রা আরও একগুণ বাড়িয়ে ইজরায়েলের উপর ড্রোন ও মিসাইল নিয়ে হামলা চালায় ইরান ৷

20 জুলাই, 2024: ইরানের হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের দেশগুলিকে যোগ্য জবাব দিতে ইয়েমেনের উপর হামলা চালায় আইডিএফ ৷ ইজরায়েলি হামলায় ইয়েমেনের তেল শোধনাগার, শক্তি কেন্দ্রের বড় ক্ষতি হয় ৷ আইডিএফ-এর দাবি, ইয়েমের এই শক্তিকে কাজে লাগিয়ে যুদ্ধের মান আরও বাড়ায় হামাস ৷

31 জুলাই, 2024: দক্ষিণ বেইরুটে ইজরায়েলের হামলায় প্রাণ হারান হিজবুল্লার শীর্ষ কমান্ডার ফুয়াদ সুকর ৷

17-18 সেপ্টেম্বর, 2024: লেবাননে একাধিক পেজার বিস্ফোরণ ঘটায় ইজরায়েল ৷ প্রায় 3 হাজার মানুষ গুরুতর আহত হয় ৷ প্রাণ হারান 39 জন ৷ এরপর যুদ্ধের ঝাঁঝ আরও কয়েকগুণ বেড়ে যায় ৷ এই আবহে ইজরায়েলি হামলায় প্রাণ হারান হিজবুল্লা প্রধান শীর্ষ নেতা নাসরাল্লাহ ৷

1 অক্টোবর, 2024: যুদ্ধের মাত্রা আরও কয়েকগুণ বাড়ানোর হুমকি দেয় ইরান ৷ 1 অক্টোবর ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান ৷

হায়দরাবাদ, 7 অক্টোবর: যুদ্ধের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য 16 পাতার 'আওয়ার ন্যারেটিভ' নামক একটি প্রতিবেদন প্রকাশ করে হামাস ৷ সেখানে যুদ্ধের পটভূমি ও গতিপ্রকৃতি স্পষ্ট করতে প্রতিবেদনটি প্রকাশ করা হয় ৷ হামাসের দাবি, প্যালেস্তাইনের জনগণের বিরুদ্ধে ইজরায়েলের সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলা করার জন্য এই প্রতিবেদনটির প্রয়োজনীয়তা রয়েছে ৷

ইজরায়েল সরকার যুদ্ধের প্রেক্ষাপটে হামাসের বিরুদ্ধে নির্যাতন, ধর্ষণ ও যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে ৷ যদিও এই ধরনের সমস্ত অভিযোগকে অস্বীকার করেছে হামাস । হামলার পর থেকে কী কী হয়েছে ! এক নজরে দেখে নেওয়া যাক ৷

7 অক্টোবর, 2023: প্যালেস্তাইন জঙ্গি গোষ্ঠী হামাস ইজরায়েলের উপর অতর্কিত হামলা করে ৷ প্রাণ হারান 1 হাজার 200 জন ৷ সরকারি তথ্য অনুসারে, প্রায় 200 জনেরও বেশি লোককেও বন্দি বানায় হামাস ৷ ইজরায়েলের ইতিহাসে এই হামলা সবচেয়ে মারাত্মক বলে দাবি সরকারের ।

13 অক্টোবর, 2023: হামলার প্রতিবাদে পাল্টা গাজায় পাল্টা আক্রমণ করে ইজরায়েল ৷ 15 নভেম্বর গাজার সবথেকে বড় হায়পাতাল, আল-শিফা হাসপাতালে হামলা চালায় ইজরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) ৷ ইজরায়েলের দাবি, হাসপাতালে হামাসের ঘাঁটি ছিল ৷

29 অক্টোবর, 2023: ওয়েস্ট ব্যাঙ্ক ভিত্তিক জঙ্গি গোষ্ঠী, প্যালেস্তিনিয়ন ইসলামিক জিহাদ আল-কাদস হাসপাতালে থেকে 20 মিটার দূরে হামলা চালায় ৷ একাধিক চিকিৎসক জানান, হামলায় ফসফেরাস নিয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা ৷

30 অক্টোবর, 2023: ইজরায়েলের উপর হামলার প্রতিবাদে সিরিয়ায় আক্রমণ করে ইজরায়েলি সেনা ৷ নভেম্বরে 80 জন ইজরায়েলি বন্দিকে মুক্তি দেয় হামাস ৷ অন্যদিকে, 240 জন প্যালেস্তাইনি বন্দিকে মুক্তি দেয় ইজরায়েল ৷

মার্চ, 2024: ইজরায়েলি হামলায় রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয় গাজা ৷ মাথার উপর ছাদ, বেঁচে থাকার জন্য দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের চাহিদার হাহাকার শুরু হয় দেশজুড়ে ৷ এই আবহে 15 মার্চ গাজায় প্রথম সাহায্য পাঠায় সাইপ্রাস ৷ এরপর 1 এপ্রিল মার্কিন স্বেচ্ছাসেবী সংস্থার সদকস্যরা গাজায় এসে পৌঁছয় ৷

13 এপ্রিল: যুদ্ধের মাত্রা আরও একগুণ বাড়িয়ে ইজরায়েলের উপর ড্রোন ও মিসাইল নিয়ে হামলা চালায় ইরান ৷

20 জুলাই, 2024: ইরানের হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের দেশগুলিকে যোগ্য জবাব দিতে ইয়েমেনের উপর হামলা চালায় আইডিএফ ৷ ইজরায়েলি হামলায় ইয়েমেনের তেল শোধনাগার, শক্তি কেন্দ্রের বড় ক্ষতি হয় ৷ আইডিএফ-এর দাবি, ইয়েমের এই শক্তিকে কাজে লাগিয়ে যুদ্ধের মান আরও বাড়ায় হামাস ৷

31 জুলাই, 2024: দক্ষিণ বেইরুটে ইজরায়েলের হামলায় প্রাণ হারান হিজবুল্লার শীর্ষ কমান্ডার ফুয়াদ সুকর ৷

17-18 সেপ্টেম্বর, 2024: লেবাননে একাধিক পেজার বিস্ফোরণ ঘটায় ইজরায়েল ৷ প্রায় 3 হাজার মানুষ গুরুতর আহত হয় ৷ প্রাণ হারান 39 জন ৷ এরপর যুদ্ধের ঝাঁঝ আরও কয়েকগুণ বেড়ে যায় ৷ এই আবহে ইজরায়েলি হামলায় প্রাণ হারান হিজবুল্লা প্রধান শীর্ষ নেতা নাসরাল্লাহ ৷

1 অক্টোবর, 2024: যুদ্ধের মাত্রা আরও কয়েকগুণ বাড়ানোর হুমকি দেয় ইরান ৷ 1 অক্টোবর ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.