ETV Bharat / health

ইগো ভুলে গড়ে উঠুক বন্ধুত্ব, বার্তা মনোবিদের - World Ego Awareness Day - WORLD EGO AWARENESS DAY

Avoid Ego Relates Mistakes: মানুষের উন্নতিতে হোক বা সম্পর্কের সমীকরণ সুন্দর রাখার ক্ষেত্রে ইগো বড় বাধা হয়ে দাঁড়ায় ৷ কীভাবে ইগোকে সরিয়ে রেখে জীবন সুন্দর করে তুলবেন, বিশ্ব ইগো সচেতনতা দিবসে পথ দেখালেন মনোবিদ ৷

WORLD EGO AWARENESS DAY
ইগো ভুলে তৈরি হোক বন্ধুত্ব (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 10:14 PM IST

Updated : May 11, 2024, 10:46 PM IST

মনোবিদ অপরূপা ওঝা (ইটিভি ভারত)

কলকাতা, 11 মে: ইগো, বর্তমান যুগে এই শব্দ বহু চর্চিত। এই শব্দটাই নষ্ট করে দেয় একাধিক ভালো সম্পর্ক । ছোটদের মধ্যেও এই শব্দই তৈরি করে বড় সমস্যা। আর ওই সমস্যা থেকে বহু মানুষ নিজেকে শেষ করে দেওয়ার মতো চূড়ান্ত সিদ্ধান্তেও পৌঁছে যান অনেক সময় ৷ এই ইগো থেকেই জীবনে শুরু হয় নানা জটিলতা (difference between ego and awareness)। ইগো ভুলে নিজেকে ভালো রাখবেন কীভাবে? বিশ্ব ইগো সচেতনতা দিবসে বার্তা দিলেন বিশিষ্ট মনোবিদ অপরূপা ওঝা।


* ইগো কী?
মনোবিদ: ইগোকে আমরা ধরে রাখি একটা নেতিবাচক মনোভাবের সঙ্গে যা প্রকাশ পায় ব্যবহারের মাধ্যমে। অন্যকে ছোট করে দেখা বা তার সম্পর্কে বাজে কোনও কথা বলা এগুলোই ইগোর প্রকাশ। আর এই বিষয়টা জড়িত আছে আমাদের আত্মসম্মানের সঙ্গে। সম্মান যদি কমে যায়, তখন ইগোর কারণে আক্রমণাত্মক মনোভাব দেখা যায়।


* কেন ইগোর সমস্যা বাড়ছে?
মনোবিদ: কেউ প্রথমে এসে ইগো নিয়ে কথা বলেন না। আমরা কথা বলার সময় বুঝতে পারি। আসলে আত্মসম্মান সকল মানুষের আছে। কিন্তু কে কীভাবে সেটা প্রকাশ করছেন, সেটাই বড় বিষয়। অনেক সময় এটা হয়, কেউ হয়তো একটা বিষয় নিয়ে ইগো দেখাচ্ছেন অর্থাৎ তার মধ্যে ওই বিষয়টা ক্রিটিকাল অবস্থায় রয়েছে। এমনকী, তিনি জানেন বলেই এই বিষয়টা অন্য কেউ বললে, তিনি ইগোতে নিচ্ছেন। এছাড়াও, অনেক সময় পরিবেশ থেকে অনেকে বিভিন্ন জিনিস শেখেন সেটাই যখন প্রকাশ পায়, সাধারণ মানুষ মনে করে, তার খুব ইগোর সমস্যা রয়েছে। এর সঙ্গে জড়িত রয়েছে ছোটবেলাও। তিনি কীভাবে বড় হচ্ছেন, তাঁকে কি বলা হচ্ছে এই সব কিছুই নির্ভর করে ইগোর সঙ্গে।


* মূলত কাদের মধ্যে এই সমস্যা দেখা যাচ্ছে?
মনোবিদ: কোনও নির্দিষ্ট বয়সে এই সমস্যা দেখা দেবে এমনটা নয় ৷ পুরো বিষয়টাই নির্ভর করে আত্মসম্মান এবং তিনি কীভাবে বড় হয়েছেন তার উপর। অনেক ব্যক্তি নিজেকে অনুপযোগীয় মনে করেন ৷ সেখানেও কিন্তু ইগো বিভিন্নভাবে প্রকাশ পায়।


* ইগোর সমস্যা বোঝার উপায়?
মনোবিদ: কেউ এসে বলে না ইগোর জন্য চিকিৎসা করাতে এসছি। এই বিষয়টা আমাদের কথা বলে বুঝতে হয়। অনেক সময় হয়তো ছোটবেলা থেকে অনেক বাচ্চারা মানসিক নির্যাতনের উপর দিয়ে গিয়েছে। অথবা বোর্ড পরীক্ষা নিয়ে সে খুব আত্মবিশ্বাসী ছিল কিন্তু আচমকা তার আত্মবিশ্বাস কমে গিয়েছে। তারমানে সব সময় সে মানসিক সমস্যায় ভুগছে তা নয় ৷ হয়তো আত্মবিশ্বাস, আত্মসম্মানের ধারণায় কোনও সমস্যা হচ্ছে। তখন তার ব্যবহারে এই ইগোর প্রকাশ পায় ৷


* ইগোর জন্য কী থেরাপি হয়?
মনোবিদ: আত্মসম্মানকে ঠিক ভাবে তৈরি করা আমাদের একটা কাজ । ইগো থাকলে আক্রমণাত্মক ভাব আসে। অনেক সময় ইগো মানে তার ভিতরে যে জটিল অবস্থাটা রয়েছে, সেই নেতিবাচক অবস্থাটাও আমরা আলোচনার মধ্যে নিয়ে আসি। সেখানে তার আত্মবিশ্বাসটা বৃদ্ধি পায়। ছোটদের ক্ষেত্রে আমরা বেশ কিছু টাস্ক দিয়ে থাকি আবার ভিডিয়োর মাধ্যমেও বোঝানো হয়।


আরও পড়ুন

1. প্রচন্ড গরমে রেহাই পেতে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন? সাবধান! শরীরে বাসা বাঁধছে নানা রোগ

2. সেরেল্যাকের পর এবার স্বাস্থ্যকর পানীয়র তালিকা থেকে বাদ পড়ল হরলিক্স

3. তীব্র গরমেও ভোটপ্রচার, প্রার্থী ও দলীয় কর্মীদের সুস্থ থাকার উপায় বাতলালেন চিকিৎসক

মনোবিদ অপরূপা ওঝা (ইটিভি ভারত)

কলকাতা, 11 মে: ইগো, বর্তমান যুগে এই শব্দ বহু চর্চিত। এই শব্দটাই নষ্ট করে দেয় একাধিক ভালো সম্পর্ক । ছোটদের মধ্যেও এই শব্দই তৈরি করে বড় সমস্যা। আর ওই সমস্যা থেকে বহু মানুষ নিজেকে শেষ করে দেওয়ার মতো চূড়ান্ত সিদ্ধান্তেও পৌঁছে যান অনেক সময় ৷ এই ইগো থেকেই জীবনে শুরু হয় নানা জটিলতা (difference between ego and awareness)। ইগো ভুলে নিজেকে ভালো রাখবেন কীভাবে? বিশ্ব ইগো সচেতনতা দিবসে বার্তা দিলেন বিশিষ্ট মনোবিদ অপরূপা ওঝা।


* ইগো কী?
মনোবিদ: ইগোকে আমরা ধরে রাখি একটা নেতিবাচক মনোভাবের সঙ্গে যা প্রকাশ পায় ব্যবহারের মাধ্যমে। অন্যকে ছোট করে দেখা বা তার সম্পর্কে বাজে কোনও কথা বলা এগুলোই ইগোর প্রকাশ। আর এই বিষয়টা জড়িত আছে আমাদের আত্মসম্মানের সঙ্গে। সম্মান যদি কমে যায়, তখন ইগোর কারণে আক্রমণাত্মক মনোভাব দেখা যায়।


* কেন ইগোর সমস্যা বাড়ছে?
মনোবিদ: কেউ প্রথমে এসে ইগো নিয়ে কথা বলেন না। আমরা কথা বলার সময় বুঝতে পারি। আসলে আত্মসম্মান সকল মানুষের আছে। কিন্তু কে কীভাবে সেটা প্রকাশ করছেন, সেটাই বড় বিষয়। অনেক সময় এটা হয়, কেউ হয়তো একটা বিষয় নিয়ে ইগো দেখাচ্ছেন অর্থাৎ তার মধ্যে ওই বিষয়টা ক্রিটিকাল অবস্থায় রয়েছে। এমনকী, তিনি জানেন বলেই এই বিষয়টা অন্য কেউ বললে, তিনি ইগোতে নিচ্ছেন। এছাড়াও, অনেক সময় পরিবেশ থেকে অনেকে বিভিন্ন জিনিস শেখেন সেটাই যখন প্রকাশ পায়, সাধারণ মানুষ মনে করে, তার খুব ইগোর সমস্যা রয়েছে। এর সঙ্গে জড়িত রয়েছে ছোটবেলাও। তিনি কীভাবে বড় হচ্ছেন, তাঁকে কি বলা হচ্ছে এই সব কিছুই নির্ভর করে ইগোর সঙ্গে।


* মূলত কাদের মধ্যে এই সমস্যা দেখা যাচ্ছে?
মনোবিদ: কোনও নির্দিষ্ট বয়সে এই সমস্যা দেখা দেবে এমনটা নয় ৷ পুরো বিষয়টাই নির্ভর করে আত্মসম্মান এবং তিনি কীভাবে বড় হয়েছেন তার উপর। অনেক ব্যক্তি নিজেকে অনুপযোগীয় মনে করেন ৷ সেখানেও কিন্তু ইগো বিভিন্নভাবে প্রকাশ পায়।


* ইগোর সমস্যা বোঝার উপায়?
মনোবিদ: কেউ এসে বলে না ইগোর জন্য চিকিৎসা করাতে এসছি। এই বিষয়টা আমাদের কথা বলে বুঝতে হয়। অনেক সময় হয়তো ছোটবেলা থেকে অনেক বাচ্চারা মানসিক নির্যাতনের উপর দিয়ে গিয়েছে। অথবা বোর্ড পরীক্ষা নিয়ে সে খুব আত্মবিশ্বাসী ছিল কিন্তু আচমকা তার আত্মবিশ্বাস কমে গিয়েছে। তারমানে সব সময় সে মানসিক সমস্যায় ভুগছে তা নয় ৷ হয়তো আত্মবিশ্বাস, আত্মসম্মানের ধারণায় কোনও সমস্যা হচ্ছে। তখন তার ব্যবহারে এই ইগোর প্রকাশ পায় ৷


* ইগোর জন্য কী থেরাপি হয়?
মনোবিদ: আত্মসম্মানকে ঠিক ভাবে তৈরি করা আমাদের একটা কাজ । ইগো থাকলে আক্রমণাত্মক ভাব আসে। অনেক সময় ইগো মানে তার ভিতরে যে জটিল অবস্থাটা রয়েছে, সেই নেতিবাচক অবস্থাটাও আমরা আলোচনার মধ্যে নিয়ে আসি। সেখানে তার আত্মবিশ্বাসটা বৃদ্ধি পায়। ছোটদের ক্ষেত্রে আমরা বেশ কিছু টাস্ক দিয়ে থাকি আবার ভিডিয়োর মাধ্যমেও বোঝানো হয়।


আরও পড়ুন

1. প্রচন্ড গরমে রেহাই পেতে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন? সাবধান! শরীরে বাসা বাঁধছে নানা রোগ

2. সেরেল্যাকের পর এবার স্বাস্থ্যকর পানীয়র তালিকা থেকে বাদ পড়ল হরলিক্স

3. তীব্র গরমেও ভোটপ্রচার, প্রার্থী ও দলীয় কর্মীদের সুস্থ থাকার উপায় বাতলালেন চিকিৎসক

Last Updated : May 11, 2024, 10:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.