ETV Bharat / health

সচেতনা মন্ত্র, শুরুতেই চিকিৎসকা করালেই নিরাময় হয় ক্যানসার, বার্তা বিশেষজ্ঞের

World Cancer Day 2024: বিশ্ব ক্যানসার দিবস পালন করা হয় প্রতি বছরের 4 ফেব্রুয়ারি । মারণ রোগ ক্যানসার সম্পর্কে বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইন্দ্রনীল খাঁনের সঙ্গে কথা বললেন ইটিভি ভারতের প্রতিনিধি অনামিকা ভট্টাচার্য্য ৷

World Cancer Day News
আজ বিশ্ব ক্যানসার দিবস
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 11:06 AM IST

Updated : Feb 5, 2024, 4:13 PM IST

উত্তর দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক

হায়দরাবাদ: বিশ্ব ক্যানসার দিবস আন্তর্জাতিকভাবে পালিত হয় । প্রতি বছর 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস পালিত হয় ৷ এই দিনটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ক্যানসার প্রতিরোধ এবং ক্যানসার রোগীদের জীবন ধারার মান উন্নয়নে ইন্টারন্যাশানাল ইউনিয়ন এগেনস্ট ক্যানসার (International Union Against Cancer)-কে সহায়তা করে থাকে ৷

আজকাল অনেকেই ক্যানসারের সমস্যায় ভুগছেন। এটি একটি মারাত্মক রোগ ৷ যে কেউ এর শিকার হতে পারেন। অনেক ধরনের ক্যানসার আছে। সেগুলি শরীরের বিভিন্ন অংশকে প্রভাবিত করে। এই মারাত্মক রোগ সারা বিশ্বে বহু মানুষের মৃত্যুর কারণ । এ কারণেই প্রতি বছর 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস পালিত হয় মানুষকে সচেতন করতে । এই দিবসটি উদযাপনের উদ্দেশ্য ক্যানসার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া, এর প্রতিরোধ, শনাক্তকরণ এবং চিকিৎসায় উৎসাহিত করা।

এই নিয়ে ক্যানসার চিকিৎসক ডাঃ ইন্দ্রনীল খাঁন বলেন, "এখনকার দিনে ক্যানসার বেড়ে যাচ্ছে ৷ ঘরে ঘরে ক্যানসার দেখা যাচ্ছে ৷ ক্যানসার বিভিন্ন ধরনের হয়। শরীরের বিভিন্ন অংশে ক্যানসার দেখা যায় ৷ অনেক ক্যানসার আছে যেগুলি আমরা রুখতে পারি না ৷ কিন্তু কিছু ক্যানসার আছে টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব হয় ৷ যেমন হেপাটাটিস বি ভ্যাকসিনেশনের মাধ্যমে লিভার ক্যানসার প্রতিরোধ করতে সম্ভব। সেটি রোখা সম্ভব হয় ৷"

"বিশেষ করে ভারতীয় নারীদের ক্ষেত্রে সার্ভিকাল ক্যানসার বেশি দেখা যায় ৷ এটি টিকাকরণের মাধ্যমে রোখা সম্ভব ৷ এই ক্যানসার অরিজিনেট করে একটি ভাইরাস থেকে নাম প্যাপিলোমা ভাইরাস ৷ পরে এটি মারাত্বক আকার ধারণ করে ৷ ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে ৷ বর্তমানে যা ট্রিটমেন্ট পদ্ধতি তাতে অনেক ঠিক হয়ে যান ৷ এই ক্যানসার টিকাকরণের মাধ্যমেও আমরা রুখতে পারি ৷"

তিনি আরও বলেন, ক্যানসারের জন্য খাদ্য বিশেষ গুরুত্বপূর্ণ ৷ ধূমপান ক্যানসারের জন্য অনেকাংশে দায়ী ৷ প্রশেস ফুড বিশেষ করে প্রশেস মিট খাওয়া উচিত নয় ৷ টাটকা ফল এবং শাকসবজি খাওয়া প্রয়োজন ৷ এছাড়াও ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া প্রয়োজন ৷ যারা 40 বছরের বেশি মহিলাদের বছরে ম্যামোগ্রাফি করা প্রয়োজন ৷ বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে তিনি বলেন, সচেতনার উদ্দেশ্যে এটি পালিত হয় তবে সারা বছর সচেতনতা অবলম্বন করা প্রয়োজন ৷

আরও পড়ুন:

  1. শীতের মরশুমে যত্নে থাকবেন কীভাবে, রইল টিপস
  2. রিউমাটয়েড আর্থ্রাইটিস মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে, দরকার সচেতনতা
  3. ঋতু পরিবর্তনে বাড়ছে ভাইরাল জ্বর, সুস্থ থাকার চাবিকাঠি দিলেন বিশেষজ্ঞ

উত্তর দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক

হায়দরাবাদ: বিশ্ব ক্যানসার দিবস আন্তর্জাতিকভাবে পালিত হয় । প্রতি বছর 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস পালিত হয় ৷ এই দিনটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ক্যানসার প্রতিরোধ এবং ক্যানসার রোগীদের জীবন ধারার মান উন্নয়নে ইন্টারন্যাশানাল ইউনিয়ন এগেনস্ট ক্যানসার (International Union Against Cancer)-কে সহায়তা করে থাকে ৷

আজকাল অনেকেই ক্যানসারের সমস্যায় ভুগছেন। এটি একটি মারাত্মক রোগ ৷ যে কেউ এর শিকার হতে পারেন। অনেক ধরনের ক্যানসার আছে। সেগুলি শরীরের বিভিন্ন অংশকে প্রভাবিত করে। এই মারাত্মক রোগ সারা বিশ্বে বহু মানুষের মৃত্যুর কারণ । এ কারণেই প্রতি বছর 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস পালিত হয় মানুষকে সচেতন করতে । এই দিবসটি উদযাপনের উদ্দেশ্য ক্যানসার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া, এর প্রতিরোধ, শনাক্তকরণ এবং চিকিৎসায় উৎসাহিত করা।

এই নিয়ে ক্যানসার চিকিৎসক ডাঃ ইন্দ্রনীল খাঁন বলেন, "এখনকার দিনে ক্যানসার বেড়ে যাচ্ছে ৷ ঘরে ঘরে ক্যানসার দেখা যাচ্ছে ৷ ক্যানসার বিভিন্ন ধরনের হয়। শরীরের বিভিন্ন অংশে ক্যানসার দেখা যায় ৷ অনেক ক্যানসার আছে যেগুলি আমরা রুখতে পারি না ৷ কিন্তু কিছু ক্যানসার আছে টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব হয় ৷ যেমন হেপাটাটিস বি ভ্যাকসিনেশনের মাধ্যমে লিভার ক্যানসার প্রতিরোধ করতে সম্ভব। সেটি রোখা সম্ভব হয় ৷"

"বিশেষ করে ভারতীয় নারীদের ক্ষেত্রে সার্ভিকাল ক্যানসার বেশি দেখা যায় ৷ এটি টিকাকরণের মাধ্যমে রোখা সম্ভব ৷ এই ক্যানসার অরিজিনেট করে একটি ভাইরাস থেকে নাম প্যাপিলোমা ভাইরাস ৷ পরে এটি মারাত্বক আকার ধারণ করে ৷ ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে ৷ বর্তমানে যা ট্রিটমেন্ট পদ্ধতি তাতে অনেক ঠিক হয়ে যান ৷ এই ক্যানসার টিকাকরণের মাধ্যমেও আমরা রুখতে পারি ৷"

তিনি আরও বলেন, ক্যানসারের জন্য খাদ্য বিশেষ গুরুত্বপূর্ণ ৷ ধূমপান ক্যানসারের জন্য অনেকাংশে দায়ী ৷ প্রশেস ফুড বিশেষ করে প্রশেস মিট খাওয়া উচিত নয় ৷ টাটকা ফল এবং শাকসবজি খাওয়া প্রয়োজন ৷ এছাড়াও ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া প্রয়োজন ৷ যারা 40 বছরের বেশি মহিলাদের বছরে ম্যামোগ্রাফি করা প্রয়োজন ৷ বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে তিনি বলেন, সচেতনার উদ্দেশ্যে এটি পালিত হয় তবে সারা বছর সচেতনতা অবলম্বন করা প্রয়োজন ৷

আরও পড়ুন:

  1. শীতের মরশুমে যত্নে থাকবেন কীভাবে, রইল টিপস
  2. রিউমাটয়েড আর্থ্রাইটিস মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে, দরকার সচেতনতা
  3. ঋতু পরিবর্তনে বাড়ছে ভাইরাল জ্বর, সুস্থ থাকার চাবিকাঠি দিলেন বিশেষজ্ঞ
Last Updated : Feb 5, 2024, 4:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.