ETV Bharat / health

ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন ? এই খাবার খেলেই বিপদ - Uric Acid Avoid Food

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 7:13 PM IST

Uric Acid: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বব্যাপী 45 মিলিয়নেরও বেশি মানুষ উচ্চ ইউরিক অ্যাসিডের শিকার । তবে বিশেষজ্ঞরা জানান, এই সমস্যা থেকে মুক্তি পেতে এসব খাবার একেবারেই খাওয়া উচিত নয় ৷

Uric Acid News
ইউরিক অ্যাসিডের সমস্যার সমাধান (ফাইল চিত্র)

কলকাতা: সাম্প্রতিক সময়ে অনেকেই ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন । মহিলা-পুরুষ নির্বিশেষে অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন । এটি কমাতে, ডাক্তারের সঙ্গে পরামর্শ করা হয় এবং কিছু ওষুধ ব্যবহার করা হয় । কিন্তু ফলাফল হয় সীমিত । বিশেষজ্ঞরা পরামর্শ দেন, উচ্চ ইউরিক অ্যাসিডে আক্রান্ত ব্যক্তিদের খাদ্যাভাসে পরিবর্তন আনা জরুরি ৷

ডায়েটিশিয়ান ডাঃ শ্রীলথা বলেন, "আমরা যা খাবার খাই তাতে রাসায়নিক পিউরিন ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি হয় ৷ অনেক সময় ইউরিক অ্যাসিড অতিরিক্ত পরিমাণে নিঃসৃত হয়ে প্রস্রাবের মাধ্যমে ঠিকমতো না গেলে এই সমস্যা হয়ে থাকে । অনেক সময় জয়েন্টগুলির চারপাশের এবং টিস্যুতে জমা হয় ফলে হাইপারুরিসেমিয়ার মতো সমস্যা হতে পারে । যাঁদের ওজন বেশি তাঁদের ইউরিক অ্যাসিডের সমস্যা হওয়ার ঝুঁকিও বেশি ।"

ডায়েটিশিয়ান জানান, আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া ভালো নয় । এটির বৃদ্ধি কিডনির উপর সরাসরি প্রভাব ফেলে । এর বৃদ্ধির কারণে প্রস্রাব করতে অসুবিধা, উচ্চ রক্তচাপ, জয়েন্টে ব্যথা, ফুলে যাওয়া এবং হাঁটতে অসুবিধা ইত্যাদির মতো বহু সমস্যা হতে থাকে । অনেক গবেষণায় দেখা গিয়েছে, রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধির ফলে আয়ু প্রায় 11 বছর কমে যেতে পারে ।

এছাড়াও তিনি আরও জানান, আমরা যে খাবার খাই তার প্রোটিন থেকে পিউরিন নামক অ্যামিনো অ্যাসিড বিপাক করে ইউরিক অ্যাসিড তৈরি হয় । যখন আমাদের শরীর খুব বেশি ইউরিক অ্যাসিড তৈরি করে বা সঠিকভাবে নিঃসৃত হয় না, তখন এটি হাইপারুরিসেমিয়াতে পরিণত হয় । ফলস্বরূপ, ইউরিক অ্যাসিড শরীরে জমা হয় । আমাদের পায়ের বুড়ো আঙুলের ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে ৷

ডায়েটিশিয়ানের মতে, ইউরিক অ্যাসিড বেশি হলে যে খাবারগুলি খাওয়া উচিত নয়: ঠান্ডা পানীয়, অ্যালকোহল, রেড মিট, সামুদ্রিক খাবার, প্রক্রিয়াজাত খাবার, মটর, শাক, চিনাবাদাম, কিশমিশ ইত্যাদি ৷

ইউরিক অ্যাসিডযুক্ত ব্যক্তিদের যে খাবারগুলি গ্রহণ করা উচিত: ভিটামিন সি খাবার, মরশুমি ফল, লেটুস, দুধ ও দুগ্ধজাত পণ্য, পর্যাপ্ত জল পান, বার্লি জল, গ্রিন টি, স্ট্রবেরি-সহ সব ধরনের বেরি, চেরি, ওমেগা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার ৷

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC7886025/

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

কলকাতা: সাম্প্রতিক সময়ে অনেকেই ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন । মহিলা-পুরুষ নির্বিশেষে অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন । এটি কমাতে, ডাক্তারের সঙ্গে পরামর্শ করা হয় এবং কিছু ওষুধ ব্যবহার করা হয় । কিন্তু ফলাফল হয় সীমিত । বিশেষজ্ঞরা পরামর্শ দেন, উচ্চ ইউরিক অ্যাসিডে আক্রান্ত ব্যক্তিদের খাদ্যাভাসে পরিবর্তন আনা জরুরি ৷

ডায়েটিশিয়ান ডাঃ শ্রীলথা বলেন, "আমরা যা খাবার খাই তাতে রাসায়নিক পিউরিন ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি হয় ৷ অনেক সময় ইউরিক অ্যাসিড অতিরিক্ত পরিমাণে নিঃসৃত হয়ে প্রস্রাবের মাধ্যমে ঠিকমতো না গেলে এই সমস্যা হয়ে থাকে । অনেক সময় জয়েন্টগুলির চারপাশের এবং টিস্যুতে জমা হয় ফলে হাইপারুরিসেমিয়ার মতো সমস্যা হতে পারে । যাঁদের ওজন বেশি তাঁদের ইউরিক অ্যাসিডের সমস্যা হওয়ার ঝুঁকিও বেশি ।"

ডায়েটিশিয়ান জানান, আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া ভালো নয় । এটির বৃদ্ধি কিডনির উপর সরাসরি প্রভাব ফেলে । এর বৃদ্ধির কারণে প্রস্রাব করতে অসুবিধা, উচ্চ রক্তচাপ, জয়েন্টে ব্যথা, ফুলে যাওয়া এবং হাঁটতে অসুবিধা ইত্যাদির মতো বহু সমস্যা হতে থাকে । অনেক গবেষণায় দেখা গিয়েছে, রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধির ফলে আয়ু প্রায় 11 বছর কমে যেতে পারে ।

এছাড়াও তিনি আরও জানান, আমরা যে খাবার খাই তার প্রোটিন থেকে পিউরিন নামক অ্যামিনো অ্যাসিড বিপাক করে ইউরিক অ্যাসিড তৈরি হয় । যখন আমাদের শরীর খুব বেশি ইউরিক অ্যাসিড তৈরি করে বা সঠিকভাবে নিঃসৃত হয় না, তখন এটি হাইপারুরিসেমিয়াতে পরিণত হয় । ফলস্বরূপ, ইউরিক অ্যাসিড শরীরে জমা হয় । আমাদের পায়ের বুড়ো আঙুলের ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে ৷

ডায়েটিশিয়ানের মতে, ইউরিক অ্যাসিড বেশি হলে যে খাবারগুলি খাওয়া উচিত নয়: ঠান্ডা পানীয়, অ্যালকোহল, রেড মিট, সামুদ্রিক খাবার, প্রক্রিয়াজাত খাবার, মটর, শাক, চিনাবাদাম, কিশমিশ ইত্যাদি ৷

ইউরিক অ্যাসিডযুক্ত ব্যক্তিদের যে খাবারগুলি গ্রহণ করা উচিত: ভিটামিন সি খাবার, মরশুমি ফল, লেটুস, দুধ ও দুগ্ধজাত পণ্য, পর্যাপ্ত জল পান, বার্লি জল, গ্রিন টি, স্ট্রবেরি-সহ সব ধরনের বেরি, চেরি, ওমেগা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার ৷

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC7886025/

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.