ETV Bharat / health

রাত জেগে মোবাইল দেখছেন ? ডেকে আনতে পারে বড় বিপদ - Sleep Problem

Insomnia can be a problem: সুন্দর ঘুম আমাদের সামগ্রিক স্বাস্থ্য এবং ফিটনেসের উপর গভীরভাবে প্রভাব ফেলে ৷ ক্রমাগত ঘুমের সমস্যা হলে তাকে বলা হয় অনিদ্রা । এই ঘুমের বিষয়ে কিছু সমস্যার কথা বললেন, মনোবিদ অনন্যা ভট্টাচার্য ৷

Insomnia can be a problem News
রাত জেগে মোবাইল দেখা শরীরের জন্য ক্ষতিকর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 11:00 PM IST

হায়দরাবাদ: চিকিৎসকরা বলেন নিয়মিত সঠিক মাত্রায় ঘুম না হলে একজন মানুষ ক্রমাগত শারীরিক ও মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারেন যার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় (Insomnia can be a problem) ৷ ঘুম না আসার কিছু সমস্য়া নিয়ে ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন, মনোবিদ ৷

তিনি বলেন, "ঘুম না আসা এখনকার দিনে একটা বড় সমস্য়া ৷ এটি অনেক রোগের সঙ্গে জড়িত হতে পারে ৷ প্রথমত ঘুম না আসার নানা ভাগ আছে ৷ প্রথমত একটা মানুষের স্লিপ ইনিসিয়েশেনর সমস্যা অর্থাৎ ঘুম না আসা ৷ আবার অনেক ক্ষেত্রে ব্রেক হওয়া অর্থাৎ ঘুম মাঝে মাঝে ভেঙে যাওয়ার সমস্যা হয়। তৃতীয়ত খুব সকালে ঘুম ভেঙে যাওয়া তারপর আর বিছানায় থাকতে না পারা ৷ চতুর্থত ঘুম হল ঠিকঠাক কিন্তু ঘুম থেকে ওঠার পর মনে হওয়া ঘুম ঠিকঠাক হল না ভীষণ ক্লান্তি অনুভব করা ৷ এই সমস্ত বিষয় মানসিক স্বাস্থ্যের সঙ্গে অনেক ক্ষেত্রে জড়িত ৷"

আবার এই স্লিপ ব্রেক সেই সমস্যাটি উদ্বেগের সঙ্গে জড়িত ৷ এটার আরও একটা বড় সমস্য়ার কারণ হয়ে দাঁড়ায় রাত জেগে মোবাইল দেখা ৷ এটা এখনকার জেনারেশনের একটা বড় সমস্যা ৷ আমরা সবাই জানি মোবাইল থেকে যে রশ্মি বেরোয় সারাক্ষণ আমাদের ব্রেনের উপর প্রভাব ফেলে ৷ বিশেষত আমারা ঘখন মোবাইলে থাকি একটা জিনিস পুরোটা দেখি একটা কনটেন্ট থেকে আরেকটা তলে যেতে থাকি এবং সেই দু'টি কনটেন্টে মিল থাকে যা পরবর্তীতে অমনোয়োগীতার একটা সমস্যা তৈরি হয় ৷ ফলে রেসলেনেশ তৈরি হয় ৷ ঘুম আসার জন্য একটা যে পরিবেশের দরকার হয় সেটা না পেলে ঘুম আসতে সমস্যা হয় ৷ স্বাভাবিকভাবেই একটা বায়োলজিক্যাল ক্লক চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ঘুমের সমস্যা তৈরি হতে থাকে ৷

তিনি আরও বলেন, রাত জেগে মোবাইল দেখা শরীরের জন্য ভীষণভাবে ক্ষতিকর ৷ ঘুম না হলে পিরিয়ডের সমস্য়া, শরীরে ক্যালসিয়ামের অভাব ইত্যাদি দেখা যায় ৷ এছাড়াও অনেকসময় অবসাদের সমস্য়া তৈরি হয় ৷

আরও পড়ুন:

  1. তাপপ্রবাহ পরিস্থিতিতে সুস্থ থাকতে কী করবেন, জানুন চিকিৎসকের মতামত
  2. গরমে রোজকার ব্যবহারের সুতির পোশাক কীভাবে যত্ন রাখবেন, মেনে চলতে পারেন এই টিপস
  3. বিশ্ব স্বাস্থ্য দিবসে স্বাস্থ্যের মৌলিক অধিকারগুলি আদৌ কি পায় দেশবাসী ?

হায়দরাবাদ: চিকিৎসকরা বলেন নিয়মিত সঠিক মাত্রায় ঘুম না হলে একজন মানুষ ক্রমাগত শারীরিক ও মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারেন যার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় (Insomnia can be a problem) ৷ ঘুম না আসার কিছু সমস্য়া নিয়ে ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন, মনোবিদ ৷

তিনি বলেন, "ঘুম না আসা এখনকার দিনে একটা বড় সমস্য়া ৷ এটি অনেক রোগের সঙ্গে জড়িত হতে পারে ৷ প্রথমত ঘুম না আসার নানা ভাগ আছে ৷ প্রথমত একটা মানুষের স্লিপ ইনিসিয়েশেনর সমস্যা অর্থাৎ ঘুম না আসা ৷ আবার অনেক ক্ষেত্রে ব্রেক হওয়া অর্থাৎ ঘুম মাঝে মাঝে ভেঙে যাওয়ার সমস্যা হয়। তৃতীয়ত খুব সকালে ঘুম ভেঙে যাওয়া তারপর আর বিছানায় থাকতে না পারা ৷ চতুর্থত ঘুম হল ঠিকঠাক কিন্তু ঘুম থেকে ওঠার পর মনে হওয়া ঘুম ঠিকঠাক হল না ভীষণ ক্লান্তি অনুভব করা ৷ এই সমস্ত বিষয় মানসিক স্বাস্থ্যের সঙ্গে অনেক ক্ষেত্রে জড়িত ৷"

আবার এই স্লিপ ব্রেক সেই সমস্যাটি উদ্বেগের সঙ্গে জড়িত ৷ এটার আরও একটা বড় সমস্য়ার কারণ হয়ে দাঁড়ায় রাত জেগে মোবাইল দেখা ৷ এটা এখনকার জেনারেশনের একটা বড় সমস্যা ৷ আমরা সবাই জানি মোবাইল থেকে যে রশ্মি বেরোয় সারাক্ষণ আমাদের ব্রেনের উপর প্রভাব ফেলে ৷ বিশেষত আমারা ঘখন মোবাইলে থাকি একটা জিনিস পুরোটা দেখি একটা কনটেন্ট থেকে আরেকটা তলে যেতে থাকি এবং সেই দু'টি কনটেন্টে মিল থাকে যা পরবর্তীতে অমনোয়োগীতার একটা সমস্যা তৈরি হয় ৷ ফলে রেসলেনেশ তৈরি হয় ৷ ঘুম আসার জন্য একটা যে পরিবেশের দরকার হয় সেটা না পেলে ঘুম আসতে সমস্যা হয় ৷ স্বাভাবিকভাবেই একটা বায়োলজিক্যাল ক্লক চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ঘুমের সমস্যা তৈরি হতে থাকে ৷

তিনি আরও বলেন, রাত জেগে মোবাইল দেখা শরীরের জন্য ভীষণভাবে ক্ষতিকর ৷ ঘুম না হলে পিরিয়ডের সমস্য়া, শরীরে ক্যালসিয়ামের অভাব ইত্যাদি দেখা যায় ৷ এছাড়াও অনেকসময় অবসাদের সমস্য়া তৈরি হয় ৷

আরও পড়ুন:

  1. তাপপ্রবাহ পরিস্থিতিতে সুস্থ থাকতে কী করবেন, জানুন চিকিৎসকের মতামত
  2. গরমে রোজকার ব্যবহারের সুতির পোশাক কীভাবে যত্ন রাখবেন, মেনে চলতে পারেন এই টিপস
  3. বিশ্ব স্বাস্থ্য দিবসে স্বাস্থ্যের মৌলিক অধিকারগুলি আদৌ কি পায় দেশবাসী ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.