কলকাতা: দিনের শুরু থেকে সারাদিন ভালোভাবে কাটা জরুরি ৷ দিনভর আনন্দ ও সাফল্য লাভের মধ্যে দিয়ে কাটানোটা শারীরিক ও মানসিক দিক থেকেও উপকারী । হিন্দু শাস্ত্রে কিছু কাজকে শুভ ও অশুভ হিসাবে ধরা হয় ৷ জীবনে উন্নতি সবারই কাম্য ৷ জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, তাই জীবনে উন্নতির জন্য কিছু কাজ না করাই ভালো ৷
আমরা সকলেই কম-বেশি জানি সন্ধ্যাবেলা বা দিনের নির্দিষ্ট কোনও সময়ে কিছু কিছু কাজ করা উচিত নয় ৷ তবে জ্যোতিষী জানিয়েছেন, শুধুমাত্র যে সন্ধ্যা এমনটা নয়, দিনের যে কোনও সময়ই কাজ করার গুরুত্ব অপরিসীম ৷
বাস্তু শাস্ত্রে এমন কাজগুলি সম্পর্কে বিধিনিষেধের কথা বলা হয়েছে, যা আপনার ভুলেও করা উচিত নয় । মনে করা হয়, এই কাজগুলি করলে আপনার জীবনে নামবে দুর্ভাগ্য ৷ স্বাস্থ্য থেকে অর্থ, সবেতেই সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি ৷ জ্যোতিষী রাহুল দের মতে জেনে নিন, কোন কোন কাজ করা অশুভ ৷
খাবার খাওয়ার পর প্লেট বা থালা ফেলে রাখা উচিত নয় ৷ যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করে নেওয়া দরকার ৷ অপরিষ্কার ঘরে মা লক্ষ্মী থাকেন না ৷ ফলে সংসারে অভাব দেখা দিতে পারে ৷
বাস্তু শাস্ত্র অনুযায়ী ধনের দেবতা কুবের ও মা লক্ষ্মীর অধিষ্ঠিত দিক হল উত্তর দিক, তাই বাড়ির উত্তর দিক সবসময় পরিষ্কার রাখা প্রয়োজন ৷ এছাড়াও সূর্যাস্তের পর ঝাড়ু ব্যবহার করা উচিত নয় ৷ এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন ৷ এছাড়াও ঘরের মহিলাদের বা অন্য কারও সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয় ৷ এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন, ঘরে থাকেন না ৷
(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)