ETV Bharat / health

চাকরির পরীক্ষা ও ব্যবসায় সফল হতে করুন এই কাজ, সাফল্য গ্যারান্টি - Astro Remedies New job - ASTRO REMEDIES NEW JOB

Job Remedies: অনেক সময় আমরা কঠোর পরিশ্রম করেও কাঙ্খিত ফল লাভ করতে পারি না । সেই কারণে জ্যোতিষ অনুসারে কোনও গুরুত্বপূর্ণ কাজ করার আগে কয়েকটি জিনিস মেনে চলা জরুরি । জেনে নিন, পরীক্ষা দেওয়া ও নতুন ব্যবসা শুরু করার আগে কোন কাজটি অবশ্যই করবেন । জানাচ্ছেন জ্যোতিষী রাহুল দে ৷

Job Remedies News
চাকরির সাফল্য আনতে এইগুলি করুন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 25, 2024, 11:44 AM IST

Updated : Jul 25, 2024, 11:56 AM IST

কলকাতা: আপনি চাকরি করুন বা ব্যবসা, অনেক সময় দেখা যায় আমাদের হওয়া কাজ কোনও বাধার মুখে পড়ে বিগড়ে যাচ্ছে । আপ্রাণ চেষ্টা করেও সবসময় সাফল্য আসে না ৷ এক বাধা দূর করে আরেক বাধা সামনে আসে ৷ ফলে আমরা সাফল্য পেতে পারি না ৷ চাকরির পরীক্ষা বা ব্যবসা করার ক্ষেত্রেও আমাদের অনেক বাধা সাফল্যের অন্তরায় হয়ে দাঁড়ায় ৷

জ্যোতিষী রাহুল দের মতে, কিছু কাজ করলে আপনার জীবনের সাফল্য নিশ্চিত করতে পারেন ৷ জেনে নিন, কী কী সহজ কাজ করলেই সব বাধা কাটিয়ে উঠতে পারবেন খুব সহজেই ৷ তিনি বলেন, "স্নান করে সূর্য প্রণাম করুন ও সূর্যকে জল নিবেদন করুন ৷ যাদের জন্ম কুণ্ডলিতে রবি খুব নিচস্থ থাকে তাদের চাকরির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় ৷ কারণ আমরা জানি জন্ম কুণ্ডলিতে রবি নিচস্থ থাকলে তাদের চাকরি পেতে অসুবিধা হয় ৷ যার ফলে এই দোষ কাটাতে ও আপনার ভাগ্য ফিরে পেতে এই কাজ করলে ভালো ফল পেতে পারেন ৷

রবিবার অরেঞ্জ ও লাল রঙের পোশাক পরুন ৷ যাদের জন্ম কুণ্ডলিতে রবি খুব নিচস্থ তারা অবশ্যই সপ্তাহে বেশিরভাগ দিনই এই রঙের জামা পড়া প্রয়োজন ৷ সবদিন না-পারলেও অবশ্যই রবিবার এই রঙের পোশাক পরা প্রয়োজন ৷ এতে আপনার ব্যবসার সাফল্যও আসবে ৷ এছাড়াও চাকরির ক্ষেত্রেও বাধা কেটে যাবে ৷

মঙ্গলবার হনুমান মন্দিরে পুজো দেওয়া প্রয়োজন ও পুজো দেওয়ার সময় জবাফুল নিবেদন করা ভালো ৷ এতে সাফল্যের দরজা খুলবে ৷ আমরা জানি কর্মক্ষেত্রে বিষ দোষ, গ্রহণ দোষ, ছন্নছাড়া দোষ থাকলে তাদের কর্মক্ষেত্রে বা ব্যবসার সাফল্য আসে না ৷ তারা এই কাজ নিয়মিত করতে পারেন ৷ এছাড়াও এইদিনে হনুমান চল্লিশা পাঠ করুন ৷ পারলে মঙ্গলবার নিরামিষ খেতে পারেন ৷

প্রতিদিন 31 বার গায়েত্রি মন্ত্র পাঠ করুন ৷ যাদের জন্ম কুণ্ডলিতে গুরু বৃহস্পতি গ্রহ যদি খারাপ থাকে, তাদের ভালো চাকরি বা ব্যবসা করতে গেলে বিভিন্নভাবে বাধার সম্মূখীন হতে হয় ৷ তারা এই কাজ করলে চাকরির ক্ষেত্রে বাধা বিপত্তি কেটে যাবে ৷

বৃহস্পতিবার দিন হলুদ রঙের পোশাক পড়ুন ও গুরুজনদের আর্শীবাদ নিন ৷ এটি করলে আপনার চাকরির রাস্তা ও ব্যবসার যোগ উন্নতি হবে ৷

শনিবার নিজের সাধ্যমত গরীব দুঃখীদের দান করুন ৷ কারও জন্ম কুণ্ডলিতে শনি গ্রহ যদি খারাপ থাকে এছাড়াও যদি শনির সাড়ে সাতি চলে তাদেরও যোগ্যতা থাকা সত্ত্বেও সেই অনুযায়ী ফল পায় না ৷ তারা পরপর কয়েকটা শনিবার এইভাবে করলে ভালো ফল পেতে পারেন ৷

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

কলকাতা: আপনি চাকরি করুন বা ব্যবসা, অনেক সময় দেখা যায় আমাদের হওয়া কাজ কোনও বাধার মুখে পড়ে বিগড়ে যাচ্ছে । আপ্রাণ চেষ্টা করেও সবসময় সাফল্য আসে না ৷ এক বাধা দূর করে আরেক বাধা সামনে আসে ৷ ফলে আমরা সাফল্য পেতে পারি না ৷ চাকরির পরীক্ষা বা ব্যবসা করার ক্ষেত্রেও আমাদের অনেক বাধা সাফল্যের অন্তরায় হয়ে দাঁড়ায় ৷

জ্যোতিষী রাহুল দের মতে, কিছু কাজ করলে আপনার জীবনের সাফল্য নিশ্চিত করতে পারেন ৷ জেনে নিন, কী কী সহজ কাজ করলেই সব বাধা কাটিয়ে উঠতে পারবেন খুব সহজেই ৷ তিনি বলেন, "স্নান করে সূর্য প্রণাম করুন ও সূর্যকে জল নিবেদন করুন ৷ যাদের জন্ম কুণ্ডলিতে রবি খুব নিচস্থ থাকে তাদের চাকরির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় ৷ কারণ আমরা জানি জন্ম কুণ্ডলিতে রবি নিচস্থ থাকলে তাদের চাকরি পেতে অসুবিধা হয় ৷ যার ফলে এই দোষ কাটাতে ও আপনার ভাগ্য ফিরে পেতে এই কাজ করলে ভালো ফল পেতে পারেন ৷

রবিবার অরেঞ্জ ও লাল রঙের পোশাক পরুন ৷ যাদের জন্ম কুণ্ডলিতে রবি খুব নিচস্থ তারা অবশ্যই সপ্তাহে বেশিরভাগ দিনই এই রঙের জামা পড়া প্রয়োজন ৷ সবদিন না-পারলেও অবশ্যই রবিবার এই রঙের পোশাক পরা প্রয়োজন ৷ এতে আপনার ব্যবসার সাফল্যও আসবে ৷ এছাড়াও চাকরির ক্ষেত্রেও বাধা কেটে যাবে ৷

মঙ্গলবার হনুমান মন্দিরে পুজো দেওয়া প্রয়োজন ও পুজো দেওয়ার সময় জবাফুল নিবেদন করা ভালো ৷ এতে সাফল্যের দরজা খুলবে ৷ আমরা জানি কর্মক্ষেত্রে বিষ দোষ, গ্রহণ দোষ, ছন্নছাড়া দোষ থাকলে তাদের কর্মক্ষেত্রে বা ব্যবসার সাফল্য আসে না ৷ তারা এই কাজ নিয়মিত করতে পারেন ৷ এছাড়াও এইদিনে হনুমান চল্লিশা পাঠ করুন ৷ পারলে মঙ্গলবার নিরামিষ খেতে পারেন ৷

প্রতিদিন 31 বার গায়েত্রি মন্ত্র পাঠ করুন ৷ যাদের জন্ম কুণ্ডলিতে গুরু বৃহস্পতি গ্রহ যদি খারাপ থাকে, তাদের ভালো চাকরি বা ব্যবসা করতে গেলে বিভিন্নভাবে বাধার সম্মূখীন হতে হয় ৷ তারা এই কাজ করলে চাকরির ক্ষেত্রে বাধা বিপত্তি কেটে যাবে ৷

বৃহস্পতিবার দিন হলুদ রঙের পোশাক পড়ুন ও গুরুজনদের আর্শীবাদ নিন ৷ এটি করলে আপনার চাকরির রাস্তা ও ব্যবসার যোগ উন্নতি হবে ৷

শনিবার নিজের সাধ্যমত গরীব দুঃখীদের দান করুন ৷ কারও জন্ম কুণ্ডলিতে শনি গ্রহ যদি খারাপ থাকে এছাড়াও যদি শনির সাড়ে সাতি চলে তাদেরও যোগ্যতা থাকা সত্ত্বেও সেই অনুযায়ী ফল পায় না ৷ তারা পরপর কয়েকটা শনিবার এইভাবে করলে ভালো ফল পেতে পারেন ৷

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

Last Updated : Jul 25, 2024, 11:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.