ETV Bharat / health

উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন ? এই চা হতে পারে মুশকিল আসান - Herbal Tea Controls Blood Pressure - HERBAL TEA CONTROLS BLOOD PRESSURE

Blood Pressure: উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক । যদি চেক না করা হয় তবে জীবন ঝুঁকির মধ্যে রয়েছে । আপনিও কি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞরা জানান, এসব ভেষজ চা পান করলে সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ চলে আসবে । আসুন এই গল্পে বিস্তারিত জেনে নেওয়া যাক ।

Blood Pressure News
উচ্চ রক্তচাপের সমস্যর সমাধান (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Health Team

Published : Sep 12, 2024, 5:42 PM IST

কলকাতা: আজকাল পরিবর্তিত জীবনধারার কারণে অনেকেই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন । এই ক্রমে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ওষুধ ব্যবহার করা হয় । লবণও অনেকাংশে কমে যায় । তবে অনেকেই অনিয়ন্ত্রিত রক্তচাপে ভোগেন । চিকিৎসকরা জানান, এই ধরনের মানুষ ভেষজ চা পান করলে ভালো ফল পাবেন ।

হিবিস্কাস চা: চিকিৎসকরা জানান, হিবিস্কাস ফুলের চা পান করলে রক্তচাপ কমে যায় । জার্নাল অফ হিউম্যান হাইপারটেনশনে প্রকাশিত একটি গবেষণায় এই বিষয় উল্লেখ করা হয়েছে। মেক্সিকান গবেষক A. Herrera-Arellano এই গবেষণায় অংশ নেন । এটি ব্যাখ্যা করা হয়েছে যে হিবিস্কাস চায়ের বৈশিষ্ট্যগুলি রক্তনালীগুলিকে প্রশস্ত করে এবং রক্ত ​​​​সঞ্চালনে উন্নত করে । ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ।

তুলসি চা: আয়ুর্বেদে তুলসিকে একটি চমৎকার ঔষধি গাছ হিসেবে বিবেচনা করা হয় । চিকিৎসকরা জানান, এই তুলসি চা পান করলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় । এই চা বিশেষ করে উচ্চ রক্তচাপ কমায় ।

মৌরি চা: এটি জলে মৌরি ফুটিয়ে তৈরি করা হয় । চিকিৎসকরা জানান, এই চায়ে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ।

ক্যামোমাইল চা: এই চা পান করলে তা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে ।

আদা চা: আদা চায়ে পান করা হয় । বিশেষজ্ঞরা জানান, এর অনেক ঔষধি গুণ রয়েছে । এই আদার টুকরোগুলিকে জলে ফুটিয়ে তারপর জল ছেঁকে পান করার পরামর্শ দেওয়া হয় । এটি পান করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে ।

অর্জুন বার্ক চা: চিকিৎসকরা জানান, অর্জুন গাছের বাকল দিয়ে তৈরি চা পান করলেও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় ।

পুদিনা চা: পুদিনা চা পান শরীরের জন্য খুবই উপকারী । এর অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি রক্তচাপ কমাতে সাহায্য করে ।

দারুচিনি চা: চিকিৎসকের মতে, দারুচিনি দিয়ে তৈরি চা পান করলে তা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায় । এটি ব্যাখ্যা করা হয় এটি অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ ।

মধু ও লেবুর চা: মধু ও লেবুর চা পান করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে । এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট রক্তচাপ কমাতে সাহায্য করে ।

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6621350/

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

কলকাতা: আজকাল পরিবর্তিত জীবনধারার কারণে অনেকেই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন । এই ক্রমে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ওষুধ ব্যবহার করা হয় । লবণও অনেকাংশে কমে যায় । তবে অনেকেই অনিয়ন্ত্রিত রক্তচাপে ভোগেন । চিকিৎসকরা জানান, এই ধরনের মানুষ ভেষজ চা পান করলে ভালো ফল পাবেন ।

হিবিস্কাস চা: চিকিৎসকরা জানান, হিবিস্কাস ফুলের চা পান করলে রক্তচাপ কমে যায় । জার্নাল অফ হিউম্যান হাইপারটেনশনে প্রকাশিত একটি গবেষণায় এই বিষয় উল্লেখ করা হয়েছে। মেক্সিকান গবেষক A. Herrera-Arellano এই গবেষণায় অংশ নেন । এটি ব্যাখ্যা করা হয়েছে যে হিবিস্কাস চায়ের বৈশিষ্ট্যগুলি রক্তনালীগুলিকে প্রশস্ত করে এবং রক্ত ​​​​সঞ্চালনে উন্নত করে । ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ।

তুলসি চা: আয়ুর্বেদে তুলসিকে একটি চমৎকার ঔষধি গাছ হিসেবে বিবেচনা করা হয় । চিকিৎসকরা জানান, এই তুলসি চা পান করলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় । এই চা বিশেষ করে উচ্চ রক্তচাপ কমায় ।

মৌরি চা: এটি জলে মৌরি ফুটিয়ে তৈরি করা হয় । চিকিৎসকরা জানান, এই চায়ে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ।

ক্যামোমাইল চা: এই চা পান করলে তা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে ।

আদা চা: আদা চায়ে পান করা হয় । বিশেষজ্ঞরা জানান, এর অনেক ঔষধি গুণ রয়েছে । এই আদার টুকরোগুলিকে জলে ফুটিয়ে তারপর জল ছেঁকে পান করার পরামর্শ দেওয়া হয় । এটি পান করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে ।

অর্জুন বার্ক চা: চিকিৎসকরা জানান, অর্জুন গাছের বাকল দিয়ে তৈরি চা পান করলেও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় ।

পুদিনা চা: পুদিনা চা পান শরীরের জন্য খুবই উপকারী । এর অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি রক্তচাপ কমাতে সাহায্য করে ।

দারুচিনি চা: চিকিৎসকের মতে, দারুচিনি দিয়ে তৈরি চা পান করলে তা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায় । এটি ব্যাখ্যা করা হয় এটি অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ ।

মধু ও লেবুর চা: মধু ও লেবুর চা পান করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে । এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট রক্তচাপ কমাতে সাহায্য করে ।

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6621350/

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.