ETV Bharat / health

সোনাদানা নয়, অক্ষয় তৃতীয়ায় রাশি মিলিয়ে এই সাধারণ জিনিস কিনলেই ফিরবে ভাগ্য - Things to buy on Akshaya Tritiya - THINGS TO BUY ON AKSHAYA TRITIYA

Sacred Purchases on Akshaya Tritiya: জ্যোতিষ অনুযায়ী 10 মে অক্ষয় তৃতীয়ার দিনে নিজের রাশি অনুযায়ী কিছু সহজ উপায় করলে সুফল পাওয়া যায় । রাশি অনুযায়ী কোন কোন উপায় করবেন জেনে নিন । জানালেন জ্যোতিষী রাহুল দে...

Etv Bharat
অক্ষয় তৃতীয়ায় এই জিনিস কিনলেই ফিরবে ভাগ্য, কী বললেন জ্যোতিষী ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 5:25 PM IST

হায়দরাবাদ: 10 মে শুক্রবার, অক্ষয় তৃতীয়া ৷ এই দিনে একসঙ্গে অনেকগুলি শুভ যোগ তৈরি হতে চলেছে । এই শুভ লগ্ন থেকে এই সাতটি রাশির ব্যাপক উন্নতি হওয়ার সম্ভবনা রয়েছে ৷ যাদের কর্মে বাধা পড়ার সম্ভাবনা ছিল, তাদের যাবতীয় বাধা কেটে যাবে ৷ তাদের অক্ষয় তৃতীয়ার দিন আর্থিক উন্নতি হওয়ারও সম্ভবনা বেশি ৷ এই সাতটির রাশির মধ্যে হল মেষ, মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক, মকর ও মীন রাশি ৷

এই রাশি অনুযায়ী কী কী করবেন ?

মেষ রাশি: এই রাশির জাতক-জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন যদি মুসুর ডাল কিনতে পারেন তাহলে তাঁদের জন্য শুভ ৷

মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকারা ওইদিন সবুজ কোনও জিনিস কিনতে পারেন ৷ সেটা ধনেপাতা হোক বা সবুজ শাকসবজি ৷ এছাড়াও যদি সবুজ পোশাক যদি কিনতে পারেন তা খুবই ভালো ৷ আর্থিক দিক থেকেও উন্নতি হবে ৷

সিংহ রাশি: এই রাশির গ্রহ নিয়ন্ত্রক হল সূর্য ৷ এই রাশির জাতক-জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন যদি তামার কোনও জিনিস বা লাল পোশাক কিনতে পারেন, তাহলে তা তাদের ভাগ্য ফিরিয়ে আনবে ৷

তুলা রাশি: অক্ষয় তৃতীয়ার দিন তুলা রাশির শুভ সময় শুরু হচ্ছে ৷ এইদিন তারা যদি চাল বা চিনি কিনতে পারেন, তাহলে উন্নতির গ্রাফ ক্রমশ বাড়বে ৷

বৃশ্চিক রাশি: এই রাশির জাতক-জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন গুড় কিনলে শুভ যোগ শুরু হবে ৷ আর্থিক দিক থেকে শুরু করে জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে ৷

মকর রাশি: মকর রাশির গ্রহ নিয়ন্ত্রক শনি ৷ ফলে এদিনে এই রাশির জাতক-জাতিকারা ডাল বা এই জাতীয় কোনও জিনিস কিনতে পারলে তাহলে তাদের জন্য শুভ ৷ এছাড়াও যদি নীল রঙের পোশাক কিনতে পারেন ৷

মীন রাশি: মীন রাশির অধিপতি বৃহস্পতি ৷ ফলে এই রাশির জাতক-জাতিকারা হলুদ কোনও পোশাক কিনতে পারেন ৷ এছাড়াও যদি হলুদ কোনও ডাল বা খাবার কিনতে পারলে শুভ সময় শুরু হবে ৷

আরও পড়ুন:

  1. অক্ষয় তৃতীয়ার দিন করুন এই কাজ, সমৃদ্ধি আসবে জীবনে
  2. বার অনুযায়ী স্নানের জলে মেশান এই জিনিসগুলি, সৌভাগ্য থাকবে চিরকাল
  3. প্রচণ্ড গরমে মেকআপ করেও কীভাবে স্কিন ধরে রাখবেন ? জেনে নিন চর্মরোগ বিশেষজ্ঞ মতামত

হায়দরাবাদ: 10 মে শুক্রবার, অক্ষয় তৃতীয়া ৷ এই দিনে একসঙ্গে অনেকগুলি শুভ যোগ তৈরি হতে চলেছে । এই শুভ লগ্ন থেকে এই সাতটি রাশির ব্যাপক উন্নতি হওয়ার সম্ভবনা রয়েছে ৷ যাদের কর্মে বাধা পড়ার সম্ভাবনা ছিল, তাদের যাবতীয় বাধা কেটে যাবে ৷ তাদের অক্ষয় তৃতীয়ার দিন আর্থিক উন্নতি হওয়ারও সম্ভবনা বেশি ৷ এই সাতটির রাশির মধ্যে হল মেষ, মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক, মকর ও মীন রাশি ৷

এই রাশি অনুযায়ী কী কী করবেন ?

মেষ রাশি: এই রাশির জাতক-জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন যদি মুসুর ডাল কিনতে পারেন তাহলে তাঁদের জন্য শুভ ৷

মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকারা ওইদিন সবুজ কোনও জিনিস কিনতে পারেন ৷ সেটা ধনেপাতা হোক বা সবুজ শাকসবজি ৷ এছাড়াও যদি সবুজ পোশাক যদি কিনতে পারেন তা খুবই ভালো ৷ আর্থিক দিক থেকেও উন্নতি হবে ৷

সিংহ রাশি: এই রাশির গ্রহ নিয়ন্ত্রক হল সূর্য ৷ এই রাশির জাতক-জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন যদি তামার কোনও জিনিস বা লাল পোশাক কিনতে পারেন, তাহলে তা তাদের ভাগ্য ফিরিয়ে আনবে ৷

তুলা রাশি: অক্ষয় তৃতীয়ার দিন তুলা রাশির শুভ সময় শুরু হচ্ছে ৷ এইদিন তারা যদি চাল বা চিনি কিনতে পারেন, তাহলে উন্নতির গ্রাফ ক্রমশ বাড়বে ৷

বৃশ্চিক রাশি: এই রাশির জাতক-জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন গুড় কিনলে শুভ যোগ শুরু হবে ৷ আর্থিক দিক থেকে শুরু করে জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে ৷

মকর রাশি: মকর রাশির গ্রহ নিয়ন্ত্রক শনি ৷ ফলে এদিনে এই রাশির জাতক-জাতিকারা ডাল বা এই জাতীয় কোনও জিনিস কিনতে পারলে তাহলে তাদের জন্য শুভ ৷ এছাড়াও যদি নীল রঙের পোশাক কিনতে পারেন ৷

মীন রাশি: মীন রাশির অধিপতি বৃহস্পতি ৷ ফলে এই রাশির জাতক-জাতিকারা হলুদ কোনও পোশাক কিনতে পারেন ৷ এছাড়াও যদি হলুদ কোনও ডাল বা খাবার কিনতে পারলে শুভ সময় শুরু হবে ৷

আরও পড়ুন:

  1. অক্ষয় তৃতীয়ার দিন করুন এই কাজ, সমৃদ্ধি আসবে জীবনে
  2. বার অনুযায়ী স্নানের জলে মেশান এই জিনিসগুলি, সৌভাগ্য থাকবে চিরকাল
  3. প্রচণ্ড গরমে মেকআপ করেও কীভাবে স্কিন ধরে রাখবেন ? জেনে নিন চর্মরোগ বিশেষজ্ঞ মতামত
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.