ETV Bharat / health

রোজ পান করুন উষ্ণ গরম জল, পাবেন বহু উপকার - Health Benefits Of Hot Water

Hot Water for Health: রোজ উষ্ণ গরম জল পান করলে মিটতে পারে একাধিক শারীরিক সমস্যা। জেনে নিন, কেন খাবেন ?

Hot Water for Health News
রোজ পান করুন গরম জল
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 4:00 PM IST

হায়দরাবাদ: একজন প্রাপ্ত বয়স্ক মানুষের সারাদিনে 8 থেকে 10 গ্লাস জল পান করা উচিত ৷ যা আমাদের শারীরবৃত্তীয় কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দিনে তিন বার উষ্ণ গরম জল পানের অভ্যাস তৈরি করলে অনেক সমস্যা থেকে শরীরকে দূরে রাখা যায় ৷

কেয়ার হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী জেনে নিন, গরম জলের উপকারিতা (Health Benefits Of Hot Water):

সকালে উষ্ণ গরম জল পান করার বেশ কিছু সুবিধা রয়েছে । বলা হয়ে থাকে সকালে খালি পেটে এক কাপ উষ্ণ গরম জল খাওয়ার অনেক উপকারিতা আছে ৷

হজমের উন্নতি করে: জল খাওয়া পরিপাক অঙ্গগুলিকে উদ্দীপিত করে এবং পরিপাকতন্ত্রে রক্তপ্রবাহ বৃদ্ধি করে । ফলে শরীর সুস্থ থাকে ৷ এছাড়া সকালে উষ্ণ গরম জল পান করলে শরীর থেকে বর্জ্য নির্মূল করতে সাহায্য করে । যা শরীরের হজম প্রক্রিয়াকে উন্নত করে ৷

ওজন কমাতে সাহায্য করে: উষ্ণ গরম জল পান শরীরের বিপাককে বাড়িয়ে তুলতে পারে ৷ সম্ভাব্য ক্যালোরি বার্নিংকে ত্বরান্বিত করতে পারে। যদি আপনার ওজন ক্রমাগত বাড়তে থাকে এবং বহু চেষ্টা করেও কোনও ফল না-পেয়ে থাকলে উষ্ণ গরম জলে মধু ও লেবু মিশিয়ে পান করতে পারেন ৷ এটি রোজ খেতে পারলে ওজন কমাতে সাহায্য় করে ৷

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে সাহায্য করে: গরম জল পানের অন্যতম উপকারিতা হল কোষ্ঠকাঠিন্য দূর করে ৷ উষ্ণ গরম জল খাওয়া পরিপাকতন্ত্রকে উদ্দীপিত করে ৷ এছাড়াও মলত্যাগ সহজ করে তোলে ৷ ফলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে সাহায্য় করে ৷

রক্ত সঞ্চালন ঠিক রাখতে সাহায্য় করে: শারীরিক কার্যক্রম ঠিক রাখতে রক্ত সঞ্চালন স্বাভাবিক হওয়া জরুরি ৷ তাই আপনি হালকা গরম জল পান করলে অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন ৷

আরও পড়ুন:

  1. ফ্যাটি লিভার থেকেই হতে পারে সিরোসিস অফ লিভার, জেনে নিন চিকিৎসকের মতামত
  2. মেদ কমাতে কার্যকরী হতে পারে সন্ধ্যার ব্যায়াম, বলছে গবেষণা
  3. পিসিওডি বা পিসিওএসের সমস্যায় ভুগছেন ? শরীরচর্চার মাধ্যমে মুক্তির পথ দেখালেন পুষ্টিবিদ

হায়দরাবাদ: একজন প্রাপ্ত বয়স্ক মানুষের সারাদিনে 8 থেকে 10 গ্লাস জল পান করা উচিত ৷ যা আমাদের শারীরবৃত্তীয় কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দিনে তিন বার উষ্ণ গরম জল পানের অভ্যাস তৈরি করলে অনেক সমস্যা থেকে শরীরকে দূরে রাখা যায় ৷

কেয়ার হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী জেনে নিন, গরম জলের উপকারিতা (Health Benefits Of Hot Water):

সকালে উষ্ণ গরম জল পান করার বেশ কিছু সুবিধা রয়েছে । বলা হয়ে থাকে সকালে খালি পেটে এক কাপ উষ্ণ গরম জল খাওয়ার অনেক উপকারিতা আছে ৷

হজমের উন্নতি করে: জল খাওয়া পরিপাক অঙ্গগুলিকে উদ্দীপিত করে এবং পরিপাকতন্ত্রে রক্তপ্রবাহ বৃদ্ধি করে । ফলে শরীর সুস্থ থাকে ৷ এছাড়া সকালে উষ্ণ গরম জল পান করলে শরীর থেকে বর্জ্য নির্মূল করতে সাহায্য করে । যা শরীরের হজম প্রক্রিয়াকে উন্নত করে ৷

ওজন কমাতে সাহায্য করে: উষ্ণ গরম জল পান শরীরের বিপাককে বাড়িয়ে তুলতে পারে ৷ সম্ভাব্য ক্যালোরি বার্নিংকে ত্বরান্বিত করতে পারে। যদি আপনার ওজন ক্রমাগত বাড়তে থাকে এবং বহু চেষ্টা করেও কোনও ফল না-পেয়ে থাকলে উষ্ণ গরম জলে মধু ও লেবু মিশিয়ে পান করতে পারেন ৷ এটি রোজ খেতে পারলে ওজন কমাতে সাহায্য় করে ৷

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে সাহায্য করে: গরম জল পানের অন্যতম উপকারিতা হল কোষ্ঠকাঠিন্য দূর করে ৷ উষ্ণ গরম জল খাওয়া পরিপাকতন্ত্রকে উদ্দীপিত করে ৷ এছাড়াও মলত্যাগ সহজ করে তোলে ৷ ফলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে সাহায্য় করে ৷

রক্ত সঞ্চালন ঠিক রাখতে সাহায্য় করে: শারীরিক কার্যক্রম ঠিক রাখতে রক্ত সঞ্চালন স্বাভাবিক হওয়া জরুরি ৷ তাই আপনি হালকা গরম জল পান করলে অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন ৷

আরও পড়ুন:

  1. ফ্যাটি লিভার থেকেই হতে পারে সিরোসিস অফ লিভার, জেনে নিন চিকিৎসকের মতামত
  2. মেদ কমাতে কার্যকরী হতে পারে সন্ধ্যার ব্যায়াম, বলছে গবেষণা
  3. পিসিওডি বা পিসিওএসের সমস্যায় ভুগছেন ? শরীরচর্চার মাধ্যমে মুক্তির পথ দেখালেন পুষ্টিবিদ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.