কলকাতা: বর্ষাকালে ঘর পরিষ্কার রাখা নিয়ে আরও বেশি খেয়াল রাখা জরুরি ৷ বর্ষায় স্যাঁতসেতে আবহাওয়ায় ভ্যাপসা গন্ধ বেশি বিরক্ত করে ৷ বৃষ্টির কারণে ঘরের দরজা জানলা বেশিরভাগ সময় বন্ধ থাকে ফলে হাওয়া বাতাস কম ঢোকে ঘরে ৷ রান্নাঘর গন্ধ ও অপরিষ্কার থাকলে সকাল থেকে রান্না করার ইচ্ছা চলে যায় ৷ তাই বিশেষ করে রান্নাঘর পরিষ্কার রাখা ও ভ্যাপসা গন্ধ মুক্ত হওয়া প্রয়োজন ৷
কিছু ঘরোয়া জিনিস দয়েই আপনি রান্নাঘরের ভ্যাপসা গন্ধ দূর করতে পারবেন ৷ জেনে নিন কী কী ব্যবহার করতে পারেন যা আপনার রান্নাঘরকে করতে পারে সুগন্ধ ৷
গোটা মশলা: রান্নাঘরের দুর্গন্ধ দূর করতে মশলা কার্যকরী উপায় হতে পারে । এরজন্য একটা দারুচিনি এবং লবঙ্গ নিয়ে জলে ভালো করে ফুটিয়ে নিতে হবে । ফুটানো জলের ভাপ ধোঁয়ার মতো ছড়িয়ে দিতে হবে রান্নাঘরে । এটি করা হলে ভ্যাপসা গন্ধ চলে যাবে ৷
ভিনিগার বা লেবু: ভিনিগার বা লেবুও রান্নাঘরের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে খুব সহায়ক । এরজন্য ভিনিগার বা লেবু নিয়ে জলে যোগ করে ফুটিয়ে নিন । এই গরম জল ঠান্ডা করে একটা স্প্রে বোতলে ঢুকিয়ে রাখুন ৷ এটি প্রকৃতিক ফ্রেশনার হিসাবে কাজ করবে ৷ রান্নাঘরকেও সুগন্ধ করবে ৷
কর্পূর: বলা যায় ঘর পরিষ্কার করতে কর্পূরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ । কর্পূর যে কোনও বাজে গন্ধ দূর করতে সাহায্য় করে ৷ শুধুমাত্র দুর্গন্ধের প্রাকৃতিক প্রতিকার হিসেবেই কাজ করে না বরং একটি এয়ার ফ্রেশনার হিসেবেও কাজ করে যা ঘরের বাতাসকে বিশুদ্ধ করে ।
বায়ু চলাচলের ব্যবস্থা: দুর্গন্ধ এড়াতে রান্নাঘরে বাতাস ও আলো থাকা খুবই জরুরি । প্রাকৃতিক আলোর অভাবেও ঘরে দুর্গন্ধ হতে পারে । তাই রান্নাঘরের জানলা যতটা সম্ভব খোলা রাখুন । রান্নাঘরে হাওয়া-বাতাস ঢুকলে ঘরের ভ্যাপসা গন্ধ দূর করতে সাহায্য করবে ৷