ETV Bharat / health

ওষুধের খরচ কমাতে 'জনৌষধি সপ্তাহ', জেনেরিক ওষুধের ব্যবহারে জোর - Generic Medicine

Jan Aushadhi Week 2024: ভারতে স্বাস্থ্যসেবার খরচ বাড়ছে, মধ্যবিত্ত পরিবারগুলিকে আর্থিকভাবে বোঝায় ফেলছে ৷ ঋণ কমাতে সাশ্রয়ী জেনেরিক ওষুধের প্রচারের ওপর জোর দেওয়া হচ্ছে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 1:51 PM IST

হায়দরাবাদ,1 মার্চ: শুরু হল জনৌষধি সপ্তাহ ৷ জেনেরিক ওষুধ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রাধনমন্ত্রী নরেন্দ্র মোদি এই উদ্যোগ গ্রহণ করেছিলেন 2019 সালে ৷ তারপর থেকে প্রতি বছর মার্চ মাসের প্রথম সপ্তাহ পালিত হয় 'জনৌষধি সপ্তাহ' ৷ যা 'জন ঔষধি দিবস' বা জেনেরিক মেডিসিন দিবস নামেও পরিচত ৷ জেনেরিক ওষুধের ব্যবহার প্রসঙ্গে জনগণকে অবহিত করা ও সকলের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য়সেবা প্রদান এই সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য ৷

জেনেরিক ওষুধ কি: জেনেরিক ওষুধ হল ব্র্যান্ডের ওযুধের প্রতিফলন ৷ ব্র্যান্ডেড ওষুধের ক্ষেত্রে যেমন রোগ মুক্ত করতে সাহায্য করে, জেনেরিক ওষুধও একই কাজ করে ৷ তবে জেনেরিক ওষুধের নিরাপদও ৷ ভারত জেনেরিক ওষুধ উৎপাদন ও রফতানিতে বিশ্বজুড়ে নিজের আধিপত্য বিস্তার করেছে ৷ যা বিশ্বক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি বিশেষ প্রভাব ফেলেছ ৷ স্বাস্থ্য ব্যবসা ক্ষেত্রেও যুগান্তরকারী পরিবর্তন হয়েছে ৷

ভারতে জেনেরিক ওষুধের প্রয়োজনিয়তা: জিনিস পত্রের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে জীবনযাত্রার খরচ বাড়ছে ৷ ভারতে উত্তোরত্তোর স্বাস্থ্যপরিষেবার খরচ বৃদ্ধি পাচ্ছে ৷ তাতেই সমস্যায় মধ্যবিত্ত পরিবারগুলি ৷ বিশেষত অর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারগুলিও ওষুধের খরচ সামলাতে গিয়ে সমস্যায় পড়েছেন ৷ চিকিৎসার খরচ বাঁচাতে মধ্যবিত্ত পরিবারগুলিকে জেনেরিক মেডিসিন ব্যবহারে গুরত্ব দেওয়া প্রয়োজন ৷ সমীক্ষায় দেখা গিয়েছে 60 শতাংশ পরিবারে স্বাস্থ্যবিমার আওতাধীন নয় ৷ তাঁদের জন্য রোগের চিকিৎসা একপ্রকার আর্থিক বোঝা ৷ এই সকল মানুষ যাতে জেনেরিক ওষুধ ব্যবহার করে তবে চিকিৎসার খরচ অনেকটাই কমবে ৷

জনৌষধি কেন্দ্র: চিকিৎসা ক্ষেত্রে সাধারণ মানুষের বোঝা কমাতে জনৌষধি কেন্দ্র খোলা হয়েছিল ৷ যেগুলি সাধারণত প্রধানমন্ত্রী জনৌষধি পরিযোজনা (PMBJP) দ্বারা পরিচালিত হয় ৷ এই কেন্দ্রগুলি সেরা তিনটি ব্র্যান্ডের ওষুধ গড়ে 50 শতাংশেরও কম দামে সরবারাহ করে আমজনতাকে ৷ কখনও কখনও তা 80 থেকে 90 শতাংশ কম দাম হয় ৷ যেকোনও ব্য়য়বহুল চিকিৎসার ক্ষেত্রে বিপুল পরিামাণ ছাড় পাওয়া যায় ৷ ফলে চিকিৎসার খরচও অনেক কমে যায় ৷

প্রধানমন্ত্রী জনৌষধি পরিযোজনা (PMBJP): কেমিক্যাল ও ফার্টিলাইজার মন্ত্রকের ফার্মাসিউটিক্যাল বিভাগ 2008 সালে চালু করেছিল প্রধানমন্ত্রী জনৌষধি পরিযোজনা ৷ এর ফলে বহুমূল্য জীবনদায়ী ওষুধ স্বল্পমূল্যে পাওয়া যায় ৷ 2023-এর 30 নভেম্বর পর্যন্ত দেশ জুড়ে 10টি জনৌষধি কেন্দ্র খোলা হয়েছে ৷ সাধরণ মানুষের চিকিৎসা ক্ষেত্রে খরচ অনেকটাই কমেছে ৷ এক সমীক্ষাতেই জানা গিয়েছে, জনৌষধি কেন্দ্র থেকে ওযুধ কিনে প্রায় 1 হাজার কোটি টাকা সাশ্রয় করতে পেরেছেন সাধারণ মানুষ ৷ যা দেশের জেনেরিক ওষুধের ইতিহাসে একটি মাইলফলক চিহ্নিত করেছে।

প্রধানমন্ত্রী জনৌষধি পরিযোজনা প্রভাব ও গ্রহণযোগ্যতা: প্রধানমন্ত্রী জনৌষধি পরিযোজনা কেন্দ্রে সাধারণত জেনেরিক ওষুধ পাওয়া যায় ৷ উদাহরণ হিসাবে বলা যায়, Telmisartan 40 mg একটি ওষুধ যেটি প্রতি ইউনিটের দাম 72 টাকা (ব্যান্ড) ৷ সেটি জনৌষধি কেন্দ্রগুলি থেকে ইউনিট প্রতি 12 টাকায় পাওয়া যাবে ৷ এই জনৌষধি কেন্দ্র খোলার ফলে 5000 কোটি টাকা পর্যন্ত খরচ কমতে পারে চিকিৎসা ক্ষেত্রে ৷

ভবিষ্যৎ লক্ষ্য এবং সম্প্রসারণ: আগামিদিনে আরও মানুষের কাছে স্বল্প মূল্যে ওষুধ পৌঁছে দেওয়া লক্ষ্য এই জনৌষধি কেন্দ্রগুলির ৷ 2026 সালের মার্চ মাসের মধ্যে দেশ জুড়ে 25 হাজার জনৌষধি কেন্দ্র খোলার পরিকল্পনা আছে ৷ এখনও পর্যন্ত 1 হাজার 700টি ওষুধ ও 200 রকমের অস্ত্রোপচারের জিনিস পাওয়া যায় এই জনৌষধি কেন্দ্র থেকে ৷ প্রতিদিন 10 লক্ষ মানুষ এই জনৌষধি কেন্দ্র থেকে ওষুধ কেনেন ৷

ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং জেনেরিক ড্রাগস: ভারতের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, আয়তনের দিক থেকে সারা বিশ্বে তৃতীয় এবং মান অনুসারে 13তম স্থানে রয়েছে ৷ 60টি থেরাপিউটিক বিভাগে 60,000 এর বেশি জেনেরিক ওষুধ তৈরি করে। পূর্বাবাসের সময়কালে 6.97 শতাংশের যৌগিক বার্ষিক বৃদ্ধির হার (CAGR)-সহ ভারতীয় জেনেরিক ওষুধের বাজার স্থিরভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে ৷ যা 2022 সালে মার্কিন ডালারের বিচারে 24.53 বিলিয়নে পৌঁছেছে ।

আরও পড়ুন:

  1. বিরল রোগ দিবসে জেনে নিন গুরুত্ব থেকে তাৎপর্য
  2. আবহাওয়া পরিবর্তনে চুলকানির সমস্যা ? মুক্তি দেবে অ্যলোভেরা জেল-নারকেল তেল
  3. লেবুর খোসার উপকারিতা জানেন? একবার জানলে আর ফেলে দেবেন না

হায়দরাবাদ,1 মার্চ: শুরু হল জনৌষধি সপ্তাহ ৷ জেনেরিক ওষুধ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রাধনমন্ত্রী নরেন্দ্র মোদি এই উদ্যোগ গ্রহণ করেছিলেন 2019 সালে ৷ তারপর থেকে প্রতি বছর মার্চ মাসের প্রথম সপ্তাহ পালিত হয় 'জনৌষধি সপ্তাহ' ৷ যা 'জন ঔষধি দিবস' বা জেনেরিক মেডিসিন দিবস নামেও পরিচত ৷ জেনেরিক ওষুধের ব্যবহার প্রসঙ্গে জনগণকে অবহিত করা ও সকলের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য়সেবা প্রদান এই সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য ৷

জেনেরিক ওষুধ কি: জেনেরিক ওষুধ হল ব্র্যান্ডের ওযুধের প্রতিফলন ৷ ব্র্যান্ডেড ওষুধের ক্ষেত্রে যেমন রোগ মুক্ত করতে সাহায্য করে, জেনেরিক ওষুধও একই কাজ করে ৷ তবে জেনেরিক ওষুধের নিরাপদও ৷ ভারত জেনেরিক ওষুধ উৎপাদন ও রফতানিতে বিশ্বজুড়ে নিজের আধিপত্য বিস্তার করেছে ৷ যা বিশ্বক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি বিশেষ প্রভাব ফেলেছ ৷ স্বাস্থ্য ব্যবসা ক্ষেত্রেও যুগান্তরকারী পরিবর্তন হয়েছে ৷

ভারতে জেনেরিক ওষুধের প্রয়োজনিয়তা: জিনিস পত্রের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে জীবনযাত্রার খরচ বাড়ছে ৷ ভারতে উত্তোরত্তোর স্বাস্থ্যপরিষেবার খরচ বৃদ্ধি পাচ্ছে ৷ তাতেই সমস্যায় মধ্যবিত্ত পরিবারগুলি ৷ বিশেষত অর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারগুলিও ওষুধের খরচ সামলাতে গিয়ে সমস্যায় পড়েছেন ৷ চিকিৎসার খরচ বাঁচাতে মধ্যবিত্ত পরিবারগুলিকে জেনেরিক মেডিসিন ব্যবহারে গুরত্ব দেওয়া প্রয়োজন ৷ সমীক্ষায় দেখা গিয়েছে 60 শতাংশ পরিবারে স্বাস্থ্যবিমার আওতাধীন নয় ৷ তাঁদের জন্য রোগের চিকিৎসা একপ্রকার আর্থিক বোঝা ৷ এই সকল মানুষ যাতে জেনেরিক ওষুধ ব্যবহার করে তবে চিকিৎসার খরচ অনেকটাই কমবে ৷

জনৌষধি কেন্দ্র: চিকিৎসা ক্ষেত্রে সাধারণ মানুষের বোঝা কমাতে জনৌষধি কেন্দ্র খোলা হয়েছিল ৷ যেগুলি সাধারণত প্রধানমন্ত্রী জনৌষধি পরিযোজনা (PMBJP) দ্বারা পরিচালিত হয় ৷ এই কেন্দ্রগুলি সেরা তিনটি ব্র্যান্ডের ওষুধ গড়ে 50 শতাংশেরও কম দামে সরবারাহ করে আমজনতাকে ৷ কখনও কখনও তা 80 থেকে 90 শতাংশ কম দাম হয় ৷ যেকোনও ব্য়য়বহুল চিকিৎসার ক্ষেত্রে বিপুল পরিামাণ ছাড় পাওয়া যায় ৷ ফলে চিকিৎসার খরচও অনেক কমে যায় ৷

প্রধানমন্ত্রী জনৌষধি পরিযোজনা (PMBJP): কেমিক্যাল ও ফার্টিলাইজার মন্ত্রকের ফার্মাসিউটিক্যাল বিভাগ 2008 সালে চালু করেছিল প্রধানমন্ত্রী জনৌষধি পরিযোজনা ৷ এর ফলে বহুমূল্য জীবনদায়ী ওষুধ স্বল্পমূল্যে পাওয়া যায় ৷ 2023-এর 30 নভেম্বর পর্যন্ত দেশ জুড়ে 10টি জনৌষধি কেন্দ্র খোলা হয়েছে ৷ সাধরণ মানুষের চিকিৎসা ক্ষেত্রে খরচ অনেকটাই কমেছে ৷ এক সমীক্ষাতেই জানা গিয়েছে, জনৌষধি কেন্দ্র থেকে ওযুধ কিনে প্রায় 1 হাজার কোটি টাকা সাশ্রয় করতে পেরেছেন সাধারণ মানুষ ৷ যা দেশের জেনেরিক ওষুধের ইতিহাসে একটি মাইলফলক চিহ্নিত করেছে।

প্রধানমন্ত্রী জনৌষধি পরিযোজনা প্রভাব ও গ্রহণযোগ্যতা: প্রধানমন্ত্রী জনৌষধি পরিযোজনা কেন্দ্রে সাধারণত জেনেরিক ওষুধ পাওয়া যায় ৷ উদাহরণ হিসাবে বলা যায়, Telmisartan 40 mg একটি ওষুধ যেটি প্রতি ইউনিটের দাম 72 টাকা (ব্যান্ড) ৷ সেটি জনৌষধি কেন্দ্রগুলি থেকে ইউনিট প্রতি 12 টাকায় পাওয়া যাবে ৷ এই জনৌষধি কেন্দ্র খোলার ফলে 5000 কোটি টাকা পর্যন্ত খরচ কমতে পারে চিকিৎসা ক্ষেত্রে ৷

ভবিষ্যৎ লক্ষ্য এবং সম্প্রসারণ: আগামিদিনে আরও মানুষের কাছে স্বল্প মূল্যে ওষুধ পৌঁছে দেওয়া লক্ষ্য এই জনৌষধি কেন্দ্রগুলির ৷ 2026 সালের মার্চ মাসের মধ্যে দেশ জুড়ে 25 হাজার জনৌষধি কেন্দ্র খোলার পরিকল্পনা আছে ৷ এখনও পর্যন্ত 1 হাজার 700টি ওষুধ ও 200 রকমের অস্ত্রোপচারের জিনিস পাওয়া যায় এই জনৌষধি কেন্দ্র থেকে ৷ প্রতিদিন 10 লক্ষ মানুষ এই জনৌষধি কেন্দ্র থেকে ওষুধ কেনেন ৷

ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং জেনেরিক ড্রাগস: ভারতের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, আয়তনের দিক থেকে সারা বিশ্বে তৃতীয় এবং মান অনুসারে 13তম স্থানে রয়েছে ৷ 60টি থেরাপিউটিক বিভাগে 60,000 এর বেশি জেনেরিক ওষুধ তৈরি করে। পূর্বাবাসের সময়কালে 6.97 শতাংশের যৌগিক বার্ষিক বৃদ্ধির হার (CAGR)-সহ ভারতীয় জেনেরিক ওষুধের বাজার স্থিরভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে ৷ যা 2022 সালে মার্কিন ডালারের বিচারে 24.53 বিলিয়নে পৌঁছেছে ।

আরও পড়ুন:

  1. বিরল রোগ দিবসে জেনে নিন গুরুত্ব থেকে তাৎপর্য
  2. আবহাওয়া পরিবর্তনে চুলকানির সমস্যা ? মুক্তি দেবে অ্যলোভেরা জেল-নারকেল তেল
  3. লেবুর খোসার উপকারিতা জানেন? একবার জানলে আর ফেলে দেবেন না
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.