ETV Bharat / health

সাপের বিষ নিষ্ক্রিয় করার জন্য সিন্থেটিক অ্য়ান্টিবডি তৈরি করল আইআইএসসি - সিন্থেটিক অ্য়ান্টিবডি

Synthetic Antibody: ভারতে বা আফ্রিকার একটা অংশের সাপের কামড়ে বহু মানুষের মৃত্যু হয় ৷ সেই মৃত্যুর হার কমানোর চেষ্টায় বড়সড় সাফল্য পেল আইআইএসসি ৷ তাদের বিজ্ঞানীরা সাপের বিষ নিষ্ক্রিয় করার জন্য সিন্থেটিক অ্য়ান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে ৷

Snake
Snake
author img

By PTI

Published : Feb 23, 2024, 8:25 PM IST

বেঙ্গালুরু, 23 ফেব্রুয়ারি: এলাপিডে প্রজাতির বিষাক্ত সাপের বিষ নিষ্ক্রিয় করার মতো সিন্থেটিক হিউম্যান অ্যান্টিবডি তৈরি করেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের (আইআইএসসি) বিজ্ঞানীরা ৷ যে সাপের বিষ এই সিন্থেটিক হিউম্যান অ্যান্টিবডি দ্বারা নিষ্ক্রিয় হতে পারে, সেগুলি হল - কোবরা, কিং কোবরা, ক্রেইট ও কালো মাম্বা ৷

আইআইএসসির স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউট এবং সেন্টার ফর ইকোলজিক্যাল সায়েন্সেস (সিইএস)-এর ইভোলুশনারি ভেনোমিক্স ল্যাব (ইভিএল)-এর বিজ্ঞানীরা এই কাজ করার জন্য এইচআইভি ও কোভিড-19 অ্য়ান্টিবডি স্ক্রিন করার জন্য যে পদ্ধতি নিয়েছিলেন, সেই পদ্ধতিই এখানে অবলম্বন করা হয়েছে ৷ সিইএস-এর ইভিএল এর গবেষক ও সায়েন্স ট্রানজিশনাল মেডিসিন জার্নালে প্রকাশিত প্রতিবেদনের সহ লেখক সেনজি লক্ষ্মী আরআর জানিয়েছেন, সাপের বিষ নিষ্ক্রিয় করার জন্য অ্যান্টিবডি তৈরিতে এই ধরনের পদ্ধতি এই প্রথম নেওয়া হল ৷

গবেষকদের বক্তব্য, যে কোনও ধরনের সাপের বিষ থেকে দীর্ঘমেয়াদী সুরক্ষা পাওয়ার পথে আরও একধাপ এগোনো গেল এই সাফল্যের মাধ্যমে ৷ ভারত ও আফ্রিকার সাহারা অঞ্চলে সাপের কামড়ে মৃত্যু হয় অনেকের ৷ এই অ্যান্টিবডি কার্যকরি, সেই মৃত্যুর হার অনেকটাই কমানো যাবে ৷

এই ধরনের অ্যান্টিভেনম তৈরিতে আপাতত বিজ্ঞানীদের পরিকল্পনা ঘোড়া বা অশ্বপ্রজাতির প্রাণীর শরীরে সাপের বিষ প্রবেশ করানো ৷ তার পর ওই প্রাণীর রক্ত থেকে অ্যান্টিবডি সংগ্রহ করা ৷ কিন্তু যেহেতু এই প্রাণীগুলি বিভিন্ন ব্য়াকটেরিয়া ও ভাইরাসের সংস্পর্শে আসে, তাই এই প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতে পারে বলে মনে করেন সিইএস-এর সহযোগী অধ্যাপক এবং গবেষণার যৌথ লেখক কার্তিক সুনাগর ৷

আইআইএসসির তরফে দেওয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, এই অ্যান্টিবডি তৈরির ক্ষেত্রে সাপের বিষের থ্রি-ফিঙ্গার টক্সিন বা 3এফটিএক্স নেওয়া হয়েছে ৷ যদিও একেক এক প্রজাতির সাপের এই 3এফটিএক্স বিভিন্ন ধরনের হয় ৷ ডিসালফাইড কোরের সংরক্ষিত অঞ্চল প্রথমে শূন্য গেল ৷ ইয়েস্ট সেলের পৃষ্ঠে মানুষের কৃত্রিম অ্যান্টিবডির সংগ্রহশালা তৈরি করা হয় ৷ তার পর বিশ্বের এলাপিডে প্রজাতির সাপের 3এফটিএক্স-এর সঙ্গে অ্যান্টিবডি তৈরির ক্ষমতা পরীক্ষা করে দেখা হয় ৷ এর পর একটি অ্যান্টিবডির সঙ্গে বিভিন্ন ধরনের 3এফটিএক্স বাঁধার চেষ্টা হয় ৷ দেখা যায় যে 149টি নমুনার মধ্যে 99টি 3এফটিএক্স ওই অ্যান্টিবডির সঙ্গে সংযুক্ত করা যাচ্ছে ৷

এর পর তা প্রাণীর উপর পরীক্ষা করা হয় ৷ তাইওয়ানের ব্যান্ডেড ক্রেটের 3এফটিএক্স টক্সিকের সঙ্গে সিন্থেটিক অ্যান্টিবডি মিশিয়ে ইঁদুরের উপর প্রয়োগ করা হয় ৷ চার ঘণ্টার মধ্যে নির্মূল হয়ে যায় টক্সিন ৷ কেউটে ও ব্ল্যাক মাম্বার বিষ নিয়েও এই পরীক্ষা করা হয় ৷ সেক্ষেত্রেও ফল একই আসে ৷

(সংবাদসংস্থা - পিটিআই)

আরও পড়ুন:

  1. এই সাপের বিষ গলিয়ে দেয় মানুষের মাংস

বেঙ্গালুরু, 23 ফেব্রুয়ারি: এলাপিডে প্রজাতির বিষাক্ত সাপের বিষ নিষ্ক্রিয় করার মতো সিন্থেটিক হিউম্যান অ্যান্টিবডি তৈরি করেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের (আইআইএসসি) বিজ্ঞানীরা ৷ যে সাপের বিষ এই সিন্থেটিক হিউম্যান অ্যান্টিবডি দ্বারা নিষ্ক্রিয় হতে পারে, সেগুলি হল - কোবরা, কিং কোবরা, ক্রেইট ও কালো মাম্বা ৷

আইআইএসসির স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউট এবং সেন্টার ফর ইকোলজিক্যাল সায়েন্সেস (সিইএস)-এর ইভোলুশনারি ভেনোমিক্স ল্যাব (ইভিএল)-এর বিজ্ঞানীরা এই কাজ করার জন্য এইচআইভি ও কোভিড-19 অ্য়ান্টিবডি স্ক্রিন করার জন্য যে পদ্ধতি নিয়েছিলেন, সেই পদ্ধতিই এখানে অবলম্বন করা হয়েছে ৷ সিইএস-এর ইভিএল এর গবেষক ও সায়েন্স ট্রানজিশনাল মেডিসিন জার্নালে প্রকাশিত প্রতিবেদনের সহ লেখক সেনজি লক্ষ্মী আরআর জানিয়েছেন, সাপের বিষ নিষ্ক্রিয় করার জন্য অ্যান্টিবডি তৈরিতে এই ধরনের পদ্ধতি এই প্রথম নেওয়া হল ৷

গবেষকদের বক্তব্য, যে কোনও ধরনের সাপের বিষ থেকে দীর্ঘমেয়াদী সুরক্ষা পাওয়ার পথে আরও একধাপ এগোনো গেল এই সাফল্যের মাধ্যমে ৷ ভারত ও আফ্রিকার সাহারা অঞ্চলে সাপের কামড়ে মৃত্যু হয় অনেকের ৷ এই অ্যান্টিবডি কার্যকরি, সেই মৃত্যুর হার অনেকটাই কমানো যাবে ৷

এই ধরনের অ্যান্টিভেনম তৈরিতে আপাতত বিজ্ঞানীদের পরিকল্পনা ঘোড়া বা অশ্বপ্রজাতির প্রাণীর শরীরে সাপের বিষ প্রবেশ করানো ৷ তার পর ওই প্রাণীর রক্ত থেকে অ্যান্টিবডি সংগ্রহ করা ৷ কিন্তু যেহেতু এই প্রাণীগুলি বিভিন্ন ব্য়াকটেরিয়া ও ভাইরাসের সংস্পর্শে আসে, তাই এই প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতে পারে বলে মনে করেন সিইএস-এর সহযোগী অধ্যাপক এবং গবেষণার যৌথ লেখক কার্তিক সুনাগর ৷

আইআইএসসির তরফে দেওয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, এই অ্যান্টিবডি তৈরির ক্ষেত্রে সাপের বিষের থ্রি-ফিঙ্গার টক্সিন বা 3এফটিএক্স নেওয়া হয়েছে ৷ যদিও একেক এক প্রজাতির সাপের এই 3এফটিএক্স বিভিন্ন ধরনের হয় ৷ ডিসালফাইড কোরের সংরক্ষিত অঞ্চল প্রথমে শূন্য গেল ৷ ইয়েস্ট সেলের পৃষ্ঠে মানুষের কৃত্রিম অ্যান্টিবডির সংগ্রহশালা তৈরি করা হয় ৷ তার পর বিশ্বের এলাপিডে প্রজাতির সাপের 3এফটিএক্স-এর সঙ্গে অ্যান্টিবডি তৈরির ক্ষমতা পরীক্ষা করে দেখা হয় ৷ এর পর একটি অ্যান্টিবডির সঙ্গে বিভিন্ন ধরনের 3এফটিএক্স বাঁধার চেষ্টা হয় ৷ দেখা যায় যে 149টি নমুনার মধ্যে 99টি 3এফটিএক্স ওই অ্যান্টিবডির সঙ্গে সংযুক্ত করা যাচ্ছে ৷

এর পর তা প্রাণীর উপর পরীক্ষা করা হয় ৷ তাইওয়ানের ব্যান্ডেড ক্রেটের 3এফটিএক্স টক্সিকের সঙ্গে সিন্থেটিক অ্যান্টিবডি মিশিয়ে ইঁদুরের উপর প্রয়োগ করা হয় ৷ চার ঘণ্টার মধ্যে নির্মূল হয়ে যায় টক্সিন ৷ কেউটে ও ব্ল্যাক মাম্বার বিষ নিয়েও এই পরীক্ষা করা হয় ৷ সেক্ষেত্রেও ফল একই আসে ৷

(সংবাদসংস্থা - পিটিআই)

আরও পড়ুন:

  1. এই সাপের বিষ গলিয়ে দেয় মানুষের মাংস
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.