ETV Bharat / health

উজ্জ্বল ত্বক চান? বাড়িতেই বানিয়ে নিতে পারেন গোলাপজল - How to make Rose Water

Home Made Rose Water: উজ্জ্বল ত্বক সবাই চায় ৷ এর জন্য আপনিও নিশ্চয়ই অনেক পদ্ধতি অবলম্বন করেছেন । এর মধ্যে গোলাপ জলও একটি কার্যকরী পদ্ধতি ৷ তবে বাজারে যে গোলাপ জল পাওয়া যায় তাতে প্রায়শই গোলাপ পাতার চেয়ে বেশি রাসায়নিক থাকে । জেনে নিন ঘরেই কীভাবে খুব সহজে বানাবেন গোলাপ জল ৷

Home Made Rose Water News
বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই গোলাপজল
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 8:18 PM IST

হায়দরাবাদ: ত্বকের সৌন্দর্য বাড়াতে এবং ত্বককে সুস্থ রাখতে গোলাপ জল কতটা উপকারী, তা আমরা সবাই জানি ৷ এটি আপনার ত্বকের ছিদ্র শক্ত করতে একটি সেরা টোনার হিসাবেও কাজ করে ৷ তবে বাজারে যে গোলাপ জল পাওয়া যায় তা অধিকাংশ ক্ষেত্রে কেমিক্যাল মিশ্রিত হয় ৷ তাছাড়া বাজারজাত গোলাপজল কিনতে অনেক খরচও পড়ে যায় ৷ তবে খুব সহজেই আপনি গোলাপ জল বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ৷ যা ত্বকের জন্য বেশ কার্যকরী ৷

কীভাবে বাড়িতে বানাবেন গোলাপ জল (How to make rose water at home)?

প্রথমে তাজা গোলাপের পাপড়ি নিন ৷ কারণ পাপড়ি যত তাজা হবে গোলাপ জলের মান তত ভালো হবে ৷ তবে আলাদা আলাদা গোলাপ নেবেন না এতে গন্ধের তারতম্য হতে পারে ৷ কারণ বিভিন্ন গোলাপের সুগন্ধ বিভিন্নরকম ৷

একটি গোলাপের পাপড়ি এবং জল নিয়ে গরম করুন ৷ হালকা গরম হয়ে গেলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন ৷ ভেজানোর পর ঘখন হালকা গোলাপি এবং লালভাব আসবে তখন ছেঁকে নিন পাপড়ি এবং জল ৷ এবার এই জলকে পুরোপুরি ঠান্ডা হতে দিন ৷ এবার একটি স্প্রে বোতলে ঢেলে রেখে দিন ৷ যা বাজারে পাওয়া গোলাপ জলের থেকে অনেক বেশি বিশুদ্ধ ৷ এটি আপনি ফ্রিজে স্টোর করে রাখতে পারেন ৷

সকাল এবং রাতে দু'বেলা তুলোর সাহায্যে মুখে ব্যবহার করতে পারেন ৷

গোলাপজলের উপকারিতা (Benefits Of Rose Water)

গোলাপজল প্রতিদিন রাতে মুখে মেখে ঘুমোলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় । এছাড়াও মুখের ব্রণ কমাতে সাহায্য করে ৷ গোলাপজল মেকআপ রিমুভাল হিসাবে ভীষণ ভালো কাজ করে ৷ ত্বককে হাইড্রেটেড রাখে এবং ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখে । ফলে ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি পায় ৷ এছাড়া গোলাপ জল ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে ৷ যদি আপনার গোলাপ জলে অ্যলার্জি থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন ৷

আরও পড়ুন:

  1. ডিমের কুসুম ফেলে দিচ্ছেন ? এর উপকারিতা কিন্তু অনেক
  2. কাঁচের সাদা প্লেট হলদে হয়ে যাচ্ছে ? ঘরোয়া উপায়ে মুক্তি পেতে পারেন
  3. হার্টের স্বাস্থ্য উন্নতিতে সাহায্য করে এই খাবারগুলি, রাখতে পারেন ডায়েটে

হায়দরাবাদ: ত্বকের সৌন্দর্য বাড়াতে এবং ত্বককে সুস্থ রাখতে গোলাপ জল কতটা উপকারী, তা আমরা সবাই জানি ৷ এটি আপনার ত্বকের ছিদ্র শক্ত করতে একটি সেরা টোনার হিসাবেও কাজ করে ৷ তবে বাজারে যে গোলাপ জল পাওয়া যায় তা অধিকাংশ ক্ষেত্রে কেমিক্যাল মিশ্রিত হয় ৷ তাছাড়া বাজারজাত গোলাপজল কিনতে অনেক খরচও পড়ে যায় ৷ তবে খুব সহজেই আপনি গোলাপ জল বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ৷ যা ত্বকের জন্য বেশ কার্যকরী ৷

কীভাবে বাড়িতে বানাবেন গোলাপ জল (How to make rose water at home)?

প্রথমে তাজা গোলাপের পাপড়ি নিন ৷ কারণ পাপড়ি যত তাজা হবে গোলাপ জলের মান তত ভালো হবে ৷ তবে আলাদা আলাদা গোলাপ নেবেন না এতে গন্ধের তারতম্য হতে পারে ৷ কারণ বিভিন্ন গোলাপের সুগন্ধ বিভিন্নরকম ৷

একটি গোলাপের পাপড়ি এবং জল নিয়ে গরম করুন ৷ হালকা গরম হয়ে গেলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন ৷ ভেজানোর পর ঘখন হালকা গোলাপি এবং লালভাব আসবে তখন ছেঁকে নিন পাপড়ি এবং জল ৷ এবার এই জলকে পুরোপুরি ঠান্ডা হতে দিন ৷ এবার একটি স্প্রে বোতলে ঢেলে রেখে দিন ৷ যা বাজারে পাওয়া গোলাপ জলের থেকে অনেক বেশি বিশুদ্ধ ৷ এটি আপনি ফ্রিজে স্টোর করে রাখতে পারেন ৷

সকাল এবং রাতে দু'বেলা তুলোর সাহায্যে মুখে ব্যবহার করতে পারেন ৷

গোলাপজলের উপকারিতা (Benefits Of Rose Water)

গোলাপজল প্রতিদিন রাতে মুখে মেখে ঘুমোলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় । এছাড়াও মুখের ব্রণ কমাতে সাহায্য করে ৷ গোলাপজল মেকআপ রিমুভাল হিসাবে ভীষণ ভালো কাজ করে ৷ ত্বককে হাইড্রেটেড রাখে এবং ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখে । ফলে ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি পায় ৷ এছাড়া গোলাপ জল ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে ৷ যদি আপনার গোলাপ জলে অ্যলার্জি থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন ৷

আরও পড়ুন:

  1. ডিমের কুসুম ফেলে দিচ্ছেন ? এর উপকারিতা কিন্তু অনেক
  2. কাঁচের সাদা প্লেট হলদে হয়ে যাচ্ছে ? ঘরোয়া উপায়ে মুক্তি পেতে পারেন
  3. হার্টের স্বাস্থ্য উন্নতিতে সাহায্য করে এই খাবারগুলি, রাখতে পারেন ডায়েটে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.