ETV Bharat / health

শহরে কলেরা ! সুস্থ থাকার টিপস দিলেন চিকিৎসক - Doctor Advice on Cholera

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 7:40 PM IST

Cholera Outbreaks: বর্ষাকাল মানেই বিভিন্ন রোগের প্রকোপ ৷ সম্প্রতি বাগুইআটিতে কলেরা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ একটি আবাসনে মা ও ছেলে দু’জনেই আক্রান্ত হয়েছেন কলেরায় ৷ কী বলছেন চিকিৎসক দেবাশিস দত্ত ৷

Cholera Outbreaks
সুস্থ থাকার টিপস দিলেন চিকিৎসক (ইটিভি ভারত)

কলকাতা, 5 জুলাই: শহরে কলেরা আতঙ্ক ৷ ছেলে কলেরা আক্রান্ত হওয়ার পর এবার হাসপাতালে ভর্তি হয়েছেন মা সরস্বতী সেন। কলকাতার বাগুইহাটির জ্যাংড়ার 15 নম্বর ওয়ার্ডের ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে শহরজুড়ে ৷ তবে কি আবার ফিরে আসছে কলেরা ? কিন্তু কেন এই রোগ হয় ? নিজেকে ভালো রাখতে গেলে কী করতে হবে ? সুস্থ থাকার পথ দিলেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট চিকিৎসক দেবাশিস দত্ত ।

  • ইটিভি ভারত: কলেরা কেন হয় ?

চিকিৎসক: কলেরা মূলত ব্যাকটেরিয়া জাতীয় রোগ ৷ যেটা আমাদের শরীরে দু’রকমভাবে প্রবেশ করতে পারে ৷ জল ও খাবারের মাধ্যমে এটি শরীরের মধ্যে প্রবেশ করতে পারে । পরিস্রুত জল না খেলে, ব্যাকটেরিয়া আমাদের শরীরের প্রবেশ করে ৷

কলেরা নিয়ে কী বললেন বিশিষ্ট চিকিৎসক দেবাশিস দত্ত ? (ইটিভি ভারত)
  • ইটিভি ভারত: কিন্তু কেন আবার দেখা গেল ?

চিকিৎসক: পেটের অসুখের অন্যতম সময় বর্ষাকাল ৷ এই সময় কলেরার মতো রোগ সবথেকে বেশি হয় ৷ বহু জায়গায় বৃষ্টির জল জমে থাকে ৷ সমস্যা হয় ঘিঞ্জি বসতিপূর্ণ এলাকাগুলির ক্ষেত্রে ৷ সেই সমস্ত এলাকার কলের জলে মধ্যে জীবাণু ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যায় ৷ সেই জল পান করলে কলেরার ব্যাকটেরিয়া শরীরের মধ্যে প্রবেশ করে ৷

  • ইটিভি ভারত: এই রোগের লক্ষণ কী ?

চিকিৎসক: কলেরা আক্রান্ত রোগীর শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের পরিমাণ কমে যায়। তার সঙ্গে ডায়রিয়া দেখা যায়। বারবার মল ত্যাগ ও বমির ফলে প্রচুর পরিমাণে শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায় ৷ অনেক সময় জ্বর না এলেও, কিন্তু গা বমির লক্ষণ দেখা দিতে পারে ৷

  • ইটিভি ভারত: কলেরার লক্ষণ দেখা গেলে কী করতে হবে ?

চিকিৎসক: প্রথমেই একটা ইলেকট্রল পাউডার মেশানো জল খেতে হবে ৷ প্রয়োজনে চিকিৎসকের কাছে যেতে হবে ৷ কলেরায় আক্রান্ত হলে শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে গেলে, এক ঘণ্টার মধ্যে রোগীর প্রাণহানির মতো ঘটনা ঘটে ৷ আবার যদি কারও ডায়ারিয়ার সঙ্গে বমি হতে শুরু করে তবে, অবিলম্বে চিকিৎসকের কাছে যাওয়া উচিত ৷ কিন্তু ইলেকট্রলের জল আগে পান করা দরকার ৷

  • ইটিভি ভারত: এই রোগের থেকে নিজেকে সুস্থ রাখব কী করে?

চিকিৎসক: এই রোগের থেকে নিজেকে ভালো রাখার একমাত্র উপায় হল পরিস্রুত জল খাওয়া ৷ পরিস্রুত বিশুদ্ধ জল পানই একমাত্র ওষুধ ৷ খোলামেলা জায়গায় রেখে দেওয়া জল পান না করার উচিত ৷ প্যাকেটজাত জল পান করাই ভালো ৷ অন্যদিকে, সরকার থেকে ক্লোরিন মিশিয়ে দেওয়া হয় জলে ৷ সেটাও খুব ভালো ৷ পাশপাশি স্যানিটাইজেশনেরও প্রয়োজন ৷ জল কিনে খাওয়া সম্ভব না-হলে এক মিনিট গ্যাসে ফুটিয়ে, সেটি ঠান্ডা করে খেলে কলেরা এবং সমস্ত পেটের রোগের সম্ভাবনা এড়ানো যাবে ৷

কলকাতা, 5 জুলাই: শহরে কলেরা আতঙ্ক ৷ ছেলে কলেরা আক্রান্ত হওয়ার পর এবার হাসপাতালে ভর্তি হয়েছেন মা সরস্বতী সেন। কলকাতার বাগুইহাটির জ্যাংড়ার 15 নম্বর ওয়ার্ডের ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে শহরজুড়ে ৷ তবে কি আবার ফিরে আসছে কলেরা ? কিন্তু কেন এই রোগ হয় ? নিজেকে ভালো রাখতে গেলে কী করতে হবে ? সুস্থ থাকার পথ দিলেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট চিকিৎসক দেবাশিস দত্ত ।

  • ইটিভি ভারত: কলেরা কেন হয় ?

চিকিৎসক: কলেরা মূলত ব্যাকটেরিয়া জাতীয় রোগ ৷ যেটা আমাদের শরীরে দু’রকমভাবে প্রবেশ করতে পারে ৷ জল ও খাবারের মাধ্যমে এটি শরীরের মধ্যে প্রবেশ করতে পারে । পরিস্রুত জল না খেলে, ব্যাকটেরিয়া আমাদের শরীরের প্রবেশ করে ৷

কলেরা নিয়ে কী বললেন বিশিষ্ট চিকিৎসক দেবাশিস দত্ত ? (ইটিভি ভারত)
  • ইটিভি ভারত: কিন্তু কেন আবার দেখা গেল ?

চিকিৎসক: পেটের অসুখের অন্যতম সময় বর্ষাকাল ৷ এই সময় কলেরার মতো রোগ সবথেকে বেশি হয় ৷ বহু জায়গায় বৃষ্টির জল জমে থাকে ৷ সমস্যা হয় ঘিঞ্জি বসতিপূর্ণ এলাকাগুলির ক্ষেত্রে ৷ সেই সমস্ত এলাকার কলের জলে মধ্যে জীবাণু ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যায় ৷ সেই জল পান করলে কলেরার ব্যাকটেরিয়া শরীরের মধ্যে প্রবেশ করে ৷

  • ইটিভি ভারত: এই রোগের লক্ষণ কী ?

চিকিৎসক: কলেরা আক্রান্ত রোগীর শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের পরিমাণ কমে যায়। তার সঙ্গে ডায়রিয়া দেখা যায়। বারবার মল ত্যাগ ও বমির ফলে প্রচুর পরিমাণে শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায় ৷ অনেক সময় জ্বর না এলেও, কিন্তু গা বমির লক্ষণ দেখা দিতে পারে ৷

  • ইটিভি ভারত: কলেরার লক্ষণ দেখা গেলে কী করতে হবে ?

চিকিৎসক: প্রথমেই একটা ইলেকট্রল পাউডার মেশানো জল খেতে হবে ৷ প্রয়োজনে চিকিৎসকের কাছে যেতে হবে ৷ কলেরায় আক্রান্ত হলে শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে গেলে, এক ঘণ্টার মধ্যে রোগীর প্রাণহানির মতো ঘটনা ঘটে ৷ আবার যদি কারও ডায়ারিয়ার সঙ্গে বমি হতে শুরু করে তবে, অবিলম্বে চিকিৎসকের কাছে যাওয়া উচিত ৷ কিন্তু ইলেকট্রলের জল আগে পান করা দরকার ৷

  • ইটিভি ভারত: এই রোগের থেকে নিজেকে সুস্থ রাখব কী করে?

চিকিৎসক: এই রোগের থেকে নিজেকে ভালো রাখার একমাত্র উপায় হল পরিস্রুত জল খাওয়া ৷ পরিস্রুত বিশুদ্ধ জল পানই একমাত্র ওষুধ ৷ খোলামেলা জায়গায় রেখে দেওয়া জল পান না করার উচিত ৷ প্যাকেটজাত জল পান করাই ভালো ৷ অন্যদিকে, সরকার থেকে ক্লোরিন মিশিয়ে দেওয়া হয় জলে ৷ সেটাও খুব ভালো ৷ পাশপাশি স্যানিটাইজেশনেরও প্রয়োজন ৷ জল কিনে খাওয়া সম্ভব না-হলে এক মিনিট গ্যাসে ফুটিয়ে, সেটি ঠান্ডা করে খেলে কলেরা এবং সমস্ত পেটের রোগের সম্ভাবনা এড়ানো যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.